চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ PDF (চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি) | CUET Admission Circular 2024-25 All Information


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ PDF (চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি) | CUET Admission Circular 2024-25 All Information

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

রাজস্ব কোষ (লেভেল-১) এ ভর্তি বিজ্ঞপ্তি (শিক্ষাবর্ষ: ২০২৪-২৫)


বিভাগভিত্তিক আসনের সংখ্যা:

ক্রমিক নংবিভাগের নামবিভাগের কোডআসন সংখ্যা
আর্কিটেকচার (Architecture)ARCH৩০
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering)BME৩০
সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)CE১৩০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Computer Science and Engineering)CSE১৩০
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (Electrical and Electronic Engineering)EEE১৮০
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (Electronics and Telecommunication Engineering)ETE৬০
মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (Materials and Metallurgical Engineering)MME৩০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)ME১৮০
মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (Mechatronics and Industrial Engineering)MIE৩০
১০পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (Petroleum and Mining Engineering)PME৩০
১১আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (Urban and Regional Planning)URP৬০
১২ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং (Water Resources Engineering)WRE৩০

মোট আসন সংখ্যা: ৯২০


ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা

(ক) বাংলাদেশি নাগরিকত্ব:

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) মাধ্যমিক (এসএসসি) বা সমমান:

  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ সালে উত্তীর্ণ হতে হবে।
  • ন্যূনতম জিপিএ: ৪.০০ (বা সমতুল্য গ্রেড)।

(গ) উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান:

  • ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • প্রতিটি বিষয়ের জন্য প্রাপ্ত গ্রেড:
    • গণিত, পদার্থবিজ্ঞান, এবং রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট: ১৪.০০ বা এর বেশি।
    • ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট: ৩.৫০।
    • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট: ৪.০০।

(ঘ) GCE ‘O’ এবং ‘A’ লেভেল:

  •   'O' লেভেল: গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড।
  • GCE 'A' লেভেল:
    • পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড।
    • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে: জীববিজ্ঞানে ন্যূনতম ‘B’ গ্রেড।
  • GCE 'A' লেভেলের সার্টিফিকেট ২০২৩ সালের নভেম্বর বা তার পরে প্রাপ্ত হতে হবে।

(ঙ) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থী:

  • উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং ইংরেজি বিষয়ে আলাদাভাবে ৮০% নম্বর বা সমতুল্য গ্রেড।
  • মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে ৭০% নম্বর বা সমতুল্য গ্রেড।
  • শিক্ষাজীবনে অন্তত ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল।

(চ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ:

  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০,০০০ (বিশ হাজার) যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

(ছ) সংরক্ষিত আসন এবং বিশেষ প্রার্থী:

  • GCE ‘O’ লেভেল এবং GCE ‘A’ লেভেল প্রার্থীরা ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • সংরক্ষিত আসনের প্রার্থীরা একইভাবে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।



পরীক্ষা এবং ভর্তি সংক্রান্ত তারিখ ও সময়সূচি

(ক) অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু:

  • তারিখ: ০৫ জানুয়ারি ২০২৫, রবিবার
  • সময়: সকাল ০৯:০০ টা থেকে

(খ) অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ:

  • তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
  • সময়: রাত ১১:৫৯ টা পর্যন্ত

(গ) অনলাইনে আবেদন ফি প্রদান শেষ:

  • তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
  • সময়: বিকাল ০৫:০০ টা পর্যন্ত

(ঘ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ:

  • তারিখ: ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
  • সময়: বিকাল ০৫:০০ টা

(ঙ) প্রবেশপত্র ডাউনলোড শুরু:

  • তারিখ: ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার
  • সময়: সকাল ০৯:০০ টা থেকে

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

গ্রুপ “ক” (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি):

  • তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
  • সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা
  • মোট নম্বর: ৫০০

গ্রুপ “খ” (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি):

  • তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
  • সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা
  • মোট নম্বর: ৫০০

মুক্তচ্ছ অংশ

  • তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
  • সময়: দুপুর ১২:৪৫ টা থেকে ০১:৪৫ টা
  • মোট নম্বর: ১০০

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
  • সময়: বিকাল ০৫:০০ টা

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ভর্তি পরীক্ষার সময়সূচি, নির্দেশিকা, এবং মেধাতালিকা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে।
  • পরীক্ষার জন্য কোনো ডাকযোগে চিঠি বা ব্যক্তিগতভাবে নোটিশ প্রদান করা হবে না।

CUET Admission Circular 2024-25 PDF






Tag:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ PDF (চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি), CUET Admission Circular 2024-25 All Information 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)