ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ দল,সময়সূচি, কে কোন গ্রুপে || Fifa Word cup 2025-নেইমারের মুখোমুখি ভিনি


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ দল,সময়সূচি, কে কোন গ্রুপে || Fifa Word cup 2025-নেইমারের মুখোমুখি ভিনি

২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফার উদ্যোগে আয়োজিত একটি বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। এটি টুর্নামেন্টটির ২১তম আসর এবং প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে বর্ধিত বিন্যাসে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

২০২৫ সালের ৩২ দলের ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে সম্পন্ন হলো প্রতিযোগিতার ড্র। বিশ্বের ছয় মহাদেশের সেরা ক্লাবগুলো কোন গ্রুপে স্থান পেয়েছে, তা জানার জন্য ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ইতিহাসে প্রথমবারের মতো এত বড় আকারে আয়োজিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। ৬ মহাদেশের শীর্ষ ক্লাবগুলোর অংশগ্রহণে আগামী বছর যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট। ড্রয়ের আগে থেকেই নির্ধারিত ছিল অংশগ্রহণকারী ৩২টি দল।

তবে এবারের আসরে বড় একটি চমক হল ইউরোপের দুই পরাশক্তি, বার্সেলোনা এবং লিভারপুলের অনুপস্থিতি। ফুটবলবিশ্ব এই দুই ক্লাবকে মিস করলেও, প্রতিযোগিতার অন্যান্য সেরা ক্লাবগুলোর পারফরম্যান্সে জমে উঠবে আসরটি, এমনটাই আশা করা হচ্ছে।

বিবরণ
স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র
তারিখ১৫ জুন ২০২৫ – ১৩ জুলাই ২০২৫
দল৩২ (৬টি কনফেডারেশন থেকে)
মাঠ১২ (১১টি আয়োজক শহরে)

২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুযায়ী, একটি গ্রুপেই পড়েছে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ ও নেইমারের দল আল হিলাল। অন্যদিকে, মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি কঠিন এক গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো এবং সৌদি আরবের আল আহলি।

‘এ’ গ্রুপে রয়েছে ইন্টার মায়ামি। মেসির দলকে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে। মায়ামির গ্রুপের বাকি দলগুলো—পালমেইরাস, পোর্তো এবং আল আহলি—সবই নিজেদের অঞ্চলের শীর্ষস্থানীয় ক্লাব।

মায়ামির ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও, মেসির দল এবার ভালো পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমাণ করতে চায়। কঠিন গ্রুপের চ্যালেঞ্জ মোকাবিলা করে টুর্নামেন্টে দূর পর্যন্ত যাওয়ার লক্ষ্য তাদের।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫

টুর্নামেন্টের গ্রুপ পর্বে কোন ক্লাব কোন গ্রুপে খেলবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক গ্রুপভিত্তিক তালিকা—

গ্রুপ এ

  • পালমেইরাস
  • পোর্তো
  • আল আহলি
  • ইন্টার মায়ামি

গ্রুপ বি

  • পিএসজি
  • অ্যাটলেটিকো মাদ্রিদ
  • বোতাফোগো
  • সিয়াটেল সাউন্ডারস

গ্রুপ সি

  • বায়ার্ন মিউনিখ
  • বোকা জুনিয়র্স
  • অকল্যান্ড সিটি
  • বেনফিকা

গ্রুপ ডি

  • ফ্লেমেঙ্গো
  • তুনিস
  • চেলসি
  • ক্লাব লিও

গ্রুপ ই

  • রিভার প্লেট
  • রেড ডায়মন্ডস
  • মন্টেরি
  • ইন্টার মিলান

গ্রুপ এফ

  • ফ্লুমিনেন্স
  • বরুসিয়া ডর্টমুন্ড
  • উলসান
  • মামেলোদি সানডাউনস

গ্রুপ জি

  • ম্যানচেস্টার সিটি
  • ওয়দাদ এসি
  • আল আইন
  • জুভেন্টাস

গ্রুপ এইচ

  • রিয়াল মাদ্রিদ
  • আল হিলাল
  • পাচুয়া
  • সালজবার্গ



এই তালিকায় ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে অসাধারণ উত্তেজনা। প্রতিটি গ্রুপেই শীর্ষস্থানীয় ক্লাবগুলোর উপস্থিতি প্রতিযোগিতাকে জমজমাট করে তুলবে।


Tag:ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ দল,সময়সূচি, কে কোন গ্রুপে, Fifa Word cup 2025-নেইমারের মুখোমুখি ভিনি




Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post