কোটা আন্দোলন নিয়ে স্লোগান (২০২৪) ফেসবুক স্টাটাস | কোটা আন্দোলন নিয়ে উক্তি | কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন

 

কোটা আন্দোলন নিয়ে স্লোগান (২০২৪) | কোটা আন্দোলন নিয়ে উক্তি | কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন

কোটা আন্দোলন কবে থেকে শুরু?

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে, সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। তাদের মূল দাবি ছিল সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করা এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে আনা। এই আন্দোলন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সমর্থন পায় এবং সারাদেশে ছড়িয়ে পড়ে।

কোটা আন্দোলন ২০২৪

২০২৪-এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। ২০২৪ সালের ৫ জুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র, যা সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করেছিল, অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ফলস্বরূপ উক্ত পরিপত্রটি জারি করা হয়েছিল।

কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো:

সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

কোটা আন্দোলন নিয়ে স্লোগান


'তুমি নও আমি নই,

 রাজাকার রাজাকার', 

'কোটা না মেধা,

 মেধা মেধা', 

'মুক্তিযুদ্ধের চেতনা, 

রাষ্ট্র করোর বাপের না'।


 দফা এক

      দাবি এক,

কোটা নট 

      কামব্যাক। 


রক্তের বন্যায় 

ভেসে যাবে রাজপথ 

ছাত্র সমাজের অ্যাকশন 

    ডাইরেক্ট অ্যাকশন

মেধাবীদের অ্যাকশন 

     ডাইরেক্ট অ্যাকশন

আগামীর একশন 

    ডাইরেক্ট অ্যাকশন


বাংলার হাতিয়ার 

গর্জে উঠো আরেকবার

একাত্তরের হাতিয়ার

   গর্জে উঠো আরেকবার।

আঠারোর হাতিয়ার 

  গর্জে উঠো আরেকবার।


কোঠা প্রথা

নিপাত

যাক

মেধাবীরা মুক্তি পাক।


লেগেছেরে লেগেছে

  রক্তে আগুন লেগেছে


জ্বর বৃষ্টি 

   আধারা রাতে

আমরা আছি 

      রাজপথে 

দিয়েছিতো রক্ত

   আরো দেবো রক্ত


কেউ কেউ মাথায় 'কোটা মুক্ত দেশ চাই' স্লোগান সম্বলিত ফিতা বেঁধে রেখেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের হাতে লেখা ফ্যাস্টুনে 'বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' ও 'কোটাসহ সকল বৈষম্য নিপাত যাক' বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে।


কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক ভোনের ফেসবুকে দেওয়া একটি কবিতা তুলে ধরা হলো:-

নাম: মারিয়া আক্তার এশা। 

শ্রেণী: নবম 

বিদ্যালয়: সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

রক্তাক্ত-২৪

অধিকার চাওয়াই কি ছিল,

আমার ভাই বোনের দোষ? 

আমার ভাইবোনদের যে নির্মমভাবে 

 লাঠি পেটানো হলো তার বিচার কবে করবা? 

চেয়েছিলাম তো অধিকার ,তাই 

বলে বানালে আমাদের রাজাকার!!


এই কি স্বাধীন বাংলাদেশ? দুঃখ-কষ্ট ,গ্লানিতে

 বলতে হচ্ছে:তুমি কে? আমি কে? রাজাকার,রাজাকার।

তোমার কাছে প্রশ্ন হে জননী? যে 

 দেশে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ

 রাজাকার সে দেশ স্বাধীন হয় কিভাবে?

মুক্তি পাক মেধাবী, সংস্কার হোক কোটা।



Tag:কোটা আন্দোলন স্লোগান, কোটা আন্দোলন ২০২৪ স্লোগান 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন