নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ৫৩তম বাজেট পেশ করেছেন। বৃহস্পতিবার তিনি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি সংসদে বিকেল ৩টায় "সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার" শীর্ষক বাজেট বক্তব্য দেন।
গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার ৪.৬ শতাংশ বেড়েছে। এটি দেশের ৫৩তম বাজেট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, এবং বাকী দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে।
চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি নির্ধারণ করা হয়েছিল, এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে।
Tag:এক নজরে জাতীয় বাজেট ২০২৪-২০২৫

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)