এইচএসসি শিক্ষার্থীদের জন্য সাজেশন পড়ার বেশ কিছু সুবিধা রয়েছে:
- সময়ের সাশ্রয়: গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্নগুলো সাজেশন থেকে পড়লে সময় বাঁচে।
- গুরুত্বপূর্ণ অংশের উপর ফোকাস: পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন অংশগুলো সাজেশনে থাকে, যা পরীক্ষার প্রস্তুতিকে সহজ করে।
- প্রস্তুতিতে সহায়তা: বিশেষ করে সময়ের অভাবে যারা সবকিছু পড়তে পারেন না, তাদের জন্য সাজেশন বিশেষভাবে উপকারী।
- আত্মবিশ্বাস বৃদ্ধি: পরীক্ষায় কী কী পড়তে হবে তার একটা ধারণা পাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে।
- মক টেস্ট: সাজেশন পড়ে নিজেকে পরীক্ষা করা যায়, যা বাস্তব পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক।
- পুনরাবৃত্তি সহজ হয়: সাজেশন পড়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বারবার পুনরাবৃত্তি করা সহজ হয়, যা মনে রাখার ক্ষমতা বাড়ায়।
- সমস্যা সমাধানের দক্ষতা: সাজেশনে প্র্যাকটিস করা প্রশ্নগুলো বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
- সৃজনশীল লেখার উন্নতি: সাজেশনে দেওয়া রচনা, প্যারাগ্রাফ এবং অন্যান্য সৃজনশীল লেখার উদাহরণগুলো দেখে নিজে লিখতে শেখা যায়।
- গাইডলাইন: সাজেশন অনেক সময় পরীক্ষার ধরন এবং প্রশ্নপত্রের গঠন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয়, যা পরীক্ষার গাইডলাইন হিসেবে কাজ করে।
- সর্বশেষ আপডেট: নতুন সিলেবাস বা পরিবর্তিত প্রশ্নপত্র সম্পর্কে আপডেট থাকতে সাহায্য করে, কারণ সাজেশন সাধারণত সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়।
- স্মার্ট স্টাডি: নির্দিষ্ট টপিকগুলোর উপর ফোকাস করে স্মার্ট স্টাডি করা যায়, যা সময়ের সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকর করে তোলে।
যদিও সাজেশন গুরুত্বপূর্ণ, তবে মূল বই এবং অন্যান্য রেফারেন্স থেকে সম্পূর্ণ বিষয়বস্তু পড়ার মাধ্যমে বিস্তৃত জ্ঞান অর্জন করা সবসময়ই ভালো। এটি শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং ভবিষ্যতে উচ্চ শিক্ষায়ও সহায়ক হবে।
তবে, শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর না করে পুরো সিলেবাস ভালোভাবে বুঝে পড়া উচিত, যাতে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায়।
এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (সকল বোর্ডের জন্য প্রযোজ্য)
খুব গুরুত্বপূর্ণ বিষয় (***) পদ্য
ক. অপরিচিতা
খ. আমার পথ
গ. মানব-কল্যাণ
ঘ. বায়ান্নর দিনগুলো
ঝুঁকি এড়ানোর জন্য যেগুলো পড়তে হবে (*)গদ্য
ক. মাসি-পিসি
খ. রেইনকোট
গ. বিলাসী
খুব গুরুত্বপূর্ণ বিষয় (***) পদ্য
ক. সোনার তরী
খ. তাহারেই পড়ে মনে
গ. আঠারো বছর বয়স
ঘ. ফেব্রুয়ারি ১৯৬৯
ঝুঁকি এড়ানোর জন্য যেগুলো পড়তে হবে (*)
ক. বিদ্রোহী
খ. আমি কিংবদন্তির কথা বলছি
উপন্যাস ও নাটক
ক. লালসালু
খ.সিরাজদ্দৌলা
গদ্য: জ্ঞানমূলক প্রশ্ন (ক নং প্রশ্নের জন্য
গদ্য ১: অপরিচিতা
১. হরিশ কোথায় কাজ করে?
২. রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কী? ***
৩. 'রসনচৌকি' শব্দের অর্থ কী? *
8. বিনুদাদা অনুপমের কেমন ভাই? ***
৫. মামার একমাত্র লক্ষ্য কী ছিল? **
৬. কল্যাণীর পিতার নাম কী? ***
৭. 'অপরিচিতা' গল্পের খাদযুক্ত গহনাটির নাম কী? *
৮. 'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? ***
৯. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? **
১০. অনুপমকে 'মাকাল ফলে'র সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? ***
১১. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? ***
১২. কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে? **
১৩. 'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? *
১৪. 'কন্সর্ট' শব্দের অর্থ কী? **
১৫. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? **
১৬. বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? **
১৭. 'অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? ***
১৮. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? ***
১৯. অনুপমের পিতার পেশা কী ছিল? **
গদ্য ২: বিলাসী
১. এডেন কীসের জন্য বিখ্যাত? *
২. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? ***
৩. মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল? ***
8. 'বিলাসী' গল্পের গল্পকথকের নাম কী? ***
৫. 'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
৬. 'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
৭. ন্যাড়ার মাদুলি-কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কী অবশিষ্ট রইল?
২. কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
গদ্য ৩: আমার পথ
১. নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?**
৩.'কর্ণধার' শব্দটির অর্থ কী? ***
8. 'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? **
৫. 'মেকি' শব্দের অর্থ কী? ***
৬. 'সম্মার্জনা' শব্দের অর্থ কী? ***
৭. 'আমার পথ' প্রবন্ধে নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন কে?**
৮. 'আমার পথ' প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই কী আসে? *
৯.কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে? *
১০. সবচেয়ে বড় ধর্ম কোনটি? *
১১. 'কুর্নিশ' শব্দের অর্থ কী? *
১২. 'আমার পথ' প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন? **
১৩.'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে কী দেখাবে? **
১৪. কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন? ***
১৫.'মানব-কল্যাণ' প্রবন্ধটি কত সালে রচিত? *** ১.
গদ্য ৪: মানব-কল্যাণ
১.'মানব-কল্যাণ' প্রবন্ধটি কত সালে রচিত? ***
২. "ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।"- কথাটি কে বলেছেন? **
৩. আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানবকল্যাণ কথাটা অনেকখানি কী অর্থে ব্যবহৃত হয়? **
8. র্যাশনাল শব্দের অর্থ কী? **
৫. জাতিকে কী হিসেবে গড়ে তুলতে হবে? **
৭. "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?" উক্তিটি কার? **
৮. সত্যিকার মানব-কল্যাণ কিসের ফসল?
গদ্য ৫: মাসি-পিসি
১. 'মাসি-পিসি' গল্পটির লেখক কে? **
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী? **
৩. 'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়'- উক্তিটি কার? ***
8. হাতে দুটো পয়সা এলে কার স্বভাব বদলে যায়? **
৫. 'মাসি-পিসি' গল্পে উল্লিখিত বাবুর নাম কী? *
৬. "খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।"- উক্তিটি কার? *
৭. 'সালতি' কী? ***
৮. পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে?
৯. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? *
১০. কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল? ***
গদ্য ৬: বায়ান্নর দিনগুলো
১. রেণু কে?
২.'বোধ হয় আর দু-একদিন বাঁচতে পারি'- শেখ মুজিবুর রহমানের এই বোধ কত তারিখে হয়েছিল? *
৩.ফরিদপুরে কত তারিখে শোভাযাত্রা চলল? ***
৪.শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' কত সালে প্রথম প্রকাশিত হয়? ***
৫.মহিউদ্দিন আহমদ কী রোগে ভুগছিলেন? ***
৬.বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিয়ে অনশন ভাঙান কে? ***
৭. 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কী? *
৮. 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? **
৯. আমলাতন্ত্র কী? *
১০.জাতির জনক বঙ্গবন্ধু কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? **
৭: রেইনকোট
১. 'রেইনকোট' গল্পে অসমা কে? *
২. কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? ***
৩.অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? ***
8. 'রেইনকোট' গল্পে পিয়নের নাম কী? ***
৫. প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন? **
৬. 'রেইনকোট' গল্পের উর্দুর প্রফেসরের নাম কী? **
৭. নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? ***
৮. "আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে"- উক্তিটি কার? **
৯.'বর্ষাকালেই তো জুৎ'- কথাটি কে বলেছিল? *
১০. "সেই চোখ ভরা ভয়, কেবল ভয়"- 'রেইনকোট' গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? *
১১"রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল।".... শূন্যস্থানে কি হবে?
১২. মিলিটারি পাণ্ডা কোথায় বসেছিল?
১৩. 'রেইনকোট' গল্পে বাসের রং কেমন ছিল?
১৪. 'রেইনকোট' গল্পটি কার লেখা? *
১৫.'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়? ***
১৬. 'রেইনকোট' গল্পের কথকের নাম কী? **
১৭. মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কী? *
১৮. 'রেইনকোট' গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? **
পদ্য জ্ঞানমূলক প্রশ্ন (ক নং প্রশ্নের উত্তর)
কবিতা ১: সোনার তরী
১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?
২. চারিদিকে বাঁকা জল কী করছে? **
৩. 'সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? ***
8. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? ***
৫. 'সোনার ধান' কীসের প্রতীক? **
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? ***
৭. 'আমি একেলা'- এখানে 'আমি' কে? *
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ 'বনফুল' প্রকাশিত হয় কত সালে? **
৯. 'সোনার তরী' কবিতায় কবি ক্ষণিক হেসে কী নিয়ে যেতে বলেছেন? **
কবিতা ২: বিদ্রোহী
১. অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী ছিল? *
২. 'বিদ্রোহী' কবিতার কবিকে রুষে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়? ***
কবিতা ৩: প্রতিদান
১. 'প্রতিদান' শব্দের অর্থ কী? ***
২. 'বাণ' শব্দের অর্থ কী?
৩. 'নিরন্তর' শব্দের অর্থ কী?
8. 'মালঞ্চ' অর্থ কী? ***
৫. 'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?
কবিতা ৪: তাহারেই পড়ে মনে
১.'ফুটেছে কি আমের মুকুল?' উক্তিটি কার? *
২. 'অর্ঘ্য' শব্দের অর্থ কী?
৩. উত্তরী শব্দের অর্থ কী? ***
৪.কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী? *
৫."দক্ষিণ দুয়ার গেছে খুলি?"- প্রশ্নটি কার? *
৬.কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে?
৭. 'কুহেলি' শব্দের অর্থ কী? ***
৮. 'পুষ্পারতি' শব্দটির অর্থ কী? *
৯. "কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি"- কার কথা বলা হয়েছে?
১০ * 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির নীরবতার কারণ কী?
১১. 'পাথার' শব্দের অর্থ কী? *
১২. কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করে?
১৩. অলখ অর্থ কী? *
১৪. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ***
১৫. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা? ***
১৬. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? **
কবিতা ৫: আঠারো বছর বয়স
১. 'আঠারো বছর বয়স' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া *** হয়েছে?
২. 'আঠারো বছর বয়স' বিপদের মুখে কী?
৩. সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত? ***
8. আঠারো বছর বয়স কী জানে?
৫. সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কী? ***
৬. 'আকাল' সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা? **
৭. আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়? **
৮. 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? ***
৯. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? **
১০. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? ***
কবিতা ৬: ফেব্রুয়ারি ১৯৬৯
১.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? ***
২. শহরের পথে থরে থরে কী ফুটেছে? ***
৩. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ***
8. 'কমলবন' শব্দটির অর্থ কী? *
৫. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা? **
৬. 'হরিৎ উপত্যকা' অর্থ কী? **
৭. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'কমলবন' কে কিসের প্রতীকরূপে ব্যবহার করেছেন? ***
কবিতা ৭: আমি কিংবদন্তির কথা বলছি
১. জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? *
২. ভালোবাসা দিলে কে মরে যায়? ***
৩. প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে? ***
8. 'কিংবদন্তি' শব্দের অর্থ কী? ***
৫. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী? *
৬. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত? ***
উপন্যাস: জ্ঞানমূলক প্রশ্ন (ক নং প্রশ্নের জন্য)
উপন্যাস: লালসাল
১. মজিদ কোন ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করল? **
২. 'লালসালু' উপন্যাসে কাকে 'একরত্তি মাইয়া' বলা হয়েছে? **
৩. ঝালরওয়ালা সালু দ্বারা আবৃত কবরটি দেখতে কীসের মতো?
8.'লালসালু' উপন্যাসে হাসপাতালের অবস্থান কোন শহরে?
৫. 'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী? ***
৬. "ও যেন ঘোর পাপী। পাপের জ্বালায় এখন ছটফট করছে।" এখানে কার কথা বলা হয়েছে?
৭.'লালসালু' উপন্যাসে কার উক্তিটি দুই দিকে কাটে? ***
৮. গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ?
৯. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী? ***
১০. 'কাদোঁ নদী কাঁদো' কোন ধরনের গ্রন্থ? **
১১. 'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাপের নাম কী?
১২. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?
১৩. 'লালসালু' উপন্যাসে উল্লিখিত আমেনা বিবি কোন দিন রোজা রাখে?
১৪. আওয়ালপরের পির সাহেবের প্রধান মুরিদ কে?
১৫. 'লালসালু' উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়? ***
১৬. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?
১৭. 'লালসালু' উপন্যাসে হাঁপানির রোগী কে?
১৮. 'তোমার দাড়ি কৈ মিঞা?' উক্তিটি কার?
১৯. 'কলমা জানো মিঞা?'- মজিদ কাকে এ প্রশ্নটি করেছে?
২০. 'সর্পিল গতিতে' শব্দটির অর্থ কী?
২১. হাসুনির মার কাছে তার বাবা কী খেতে চেয়েছিল?
২২. 'অমন কথা কইও না বিটি, ঘরে বালা আইসে।" -উক্তিটি কার? **
২৩. রহিমার পেটে কয়টি প্যাঁচ?
২৪. "মরা মানুষ জিন্দা হয় না কেমনে"-উক্তি কার?
২৫. গারো পাহাড় মধুপুরগড় থেকে কত দিনের পথ?
২৬. কে পক্ষাঘাতে আক্রান্ত?
২৭. 'লালসালু' কোন ধরনের উপন্যাস?
২৮. কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? ***
২৯. মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? *
৩০. 'বেচাইন' শব্দটির অর্থ কী?
৩১. আক্কাসের বাবার নাম কী? *
৩২.কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়? **
৩৩. সাত ছেলের বাপের নাম কী?
৩৪. 'লালসালু' উপন্যাসের কাদেরের ছোট ভাইয়ের নাম কী?
৩৫. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?
৩৬. মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?
৩৭.মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল?
৩৮. ধলা মিয়া কার ভাই?
৩৯. তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল?
৪০. ধলা মিয়া কে?
৪১. 'নিরাক পড়া' কী? **
৪২. মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?
৪৩. 'হুড়কা' শব্দের অর্থ কী?
88. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোন দিকে চলছে?
৪৫. আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা মস্ত কী গাছ আছে?
নাটক জ্ঞানমূলক প্রশ্ন ক নং প্রশ্নের উত্তর
নাটক: সিরাজউদ্দৌলা
১. পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল? **
২. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? *
৩. "সিরাজের পতন কে না চায়”- সংলাপটি কার? **
8. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য-পত্রিকার নাম কী? **
৫. নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী ছিল?
৬.কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে?
৭. "ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- উক্তিটি কার? **
৮. "কাপুরুষ, বেইমান। জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়।" উক্তিটি কার?
৯. সিরাজ কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন?
১০. কোম্পানির ঘুষখোর ডাক্তার কে?
১১. 'সিরাজউদ্দৌলা' নাটকে মোট কয়টি দৃশ্য রয়েছে? ***
১২. ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে?
১৩. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপ কার?
১৪. 'আমি দওলতের পূজারী।'- উক্তিটি কার?
১৫. নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে কোথায় রাখা হয়? ***
১৬. 'সিরাজউদ্দৌলা' কোন জাতীয় নাটক? ***
১৭. 'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার? ***
১৮. ঘসেটি বেগম কোন প্রাসাদে থাকতেন?
১৯. নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন?
২০. নকল দলিল দেখিয়ে কাকে ঠকানোর ব্যবস্থা করা হয়েছিল?
২১. ক্লাইভের গাধা বলা হয় কাকে?
২২. ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
২৩. পত্র মারফত শওকতজঙ্গকে কে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন?
২৪. ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়?
২৫. রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? *
২৬. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
২৭. উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
২৮. "চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।"- উক্তিটি কার?
২৯. সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে?
৩০. ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
৩১. নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে?
৩২. "আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”-উক্তিটি কার?
৩৩. 'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কত? **
৩৪. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
৩৫. 'ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ'- উক্তিটি কাদের প্রতি করা হয়েছিল? **
৩৬. 'মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি'- এখানে সেনাপতির নাম কী?
৩৭. রাইসুর জুহালার প্রকৃত নাম কী? **
৩৮. সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
৩৯. কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
৪০. ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়?
৪১. সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন?
৪২. 'ক্লাইভের গাধা' কে?
৪৩. 'সিরাজউদ্দৌলা' নাটকে কতটি অঙ্ক রয়েছে? ***
88.মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? **
৪৫. নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র কে ছিলেন?
৪৬. মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত?
৪৭. নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কী?
৪৮. "আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত”- উক্তি কার?
৪৯. পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ***
৫০. মিরজাফর কে? **
৫১. কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল?
গদ্য: অনুধাবনমূলক প্রশ্ন (খ নং প্রশ্নের জন্য)
গদ্য ১: অপরিচিতা
গদ্য ২: বিলাসী
গদ্য ৩: আমার পথ
গদ্য ৪: মানব-কল্যাণ
গদ্য ৫: মাসি-পিসি
গদ্য ৬: বায়ান্নর দিনগুলো
গদ্য ৭: রেইনকোট
পদ্য: অনুধাবনমূলক প্রশ্ন (খ নং প্রশ্নের জন্য)
কবিতা ১: সোনার তরী
কবিতা ২: বিদ্রোহী
কবিতা ৪: তাহারেই পড়ে মনে
কবিতা ৫: আঠারো বছর বয়স
কবিতা ৬: ফেব্রুয়ারি ১৯৬৯
কবিতা ৭: আমি কিংবদন্তির কথা বলছি
উপন্যাস: অনুধাবনমূলক প্রশ্ন (খ নং প্রশ্নের জন্য)
উপন্যাস: লালসালু
নাটক: অনুধাবনমূলক প্রশ্ন (খ নং প্রশ্নের জন্য)
নাটক: সিরাজউদ্দৌলা
গদ্য (গ ও ঘ নং প্রশ্নের জন্য)
* অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন জেনে রাখলে সব ধরনের 'গ' ও 'ঘ' নম্বর প্রশ্নে উত্তর করতে পারবে।*
অপরিচিতা:
১. 'অপরিচিতা' গল্পের আলোকে যৌতুকের কুফল আলোচনা করো। **
২. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণের দিকটি ব্যাখ্যা করো।
৩. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবার অর্থনৈতিক দিক ব্যাখ্যা করো।
8. 'অপরিচিতা' গল্পে অনুপমদের পরিবারের আর্থিক দিকটি ব্যাখ্যা করো।
৫. 'অপরিচিতা' গল্পে কল্যাণীকে নিয়ে অনুপমের ভাবনা এবং দুর্বর আকর্ষণবোধের দিকটি ব্যাখ্যা করো।
৬. যৌতুকের বিরুদ্ধে কল্যাণীর দৃঢ় ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। ***
৭. 'অপরিচিতা' গল্পে যৌতুকপ্রথার বিরুদ্ধে যে সচেতনতা প্রকাশ পেয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো।
৮. 'অপরিচিতা' গল্পের আলোকে তৎকালীন সমাজবাস্তবতার স্বরূপ বিশ্লেষণ করো।
৯. 'অপরিচিতা' গল্পে যৌতুকের কুপ্রথার কারণে মানবিকবোধের যে পরাজয় ঘটেছে সে দিকটি বিশ্লেণ করো। **
১০. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর প্রতিবাদী চেতনার দিকটি বিশ্লেষণ করো।
আমার পথ:
১. 'আমার পথ' প্রবন্ধে পরাবলম্বনের যে নেতিবাচক দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ***
২. 'আমার পথ' প্রবন্ধে সততা আত্মনির্ভরশীল হওয়ার প্রতি যে গুরুত্বারোপ করা হয়েছে তা ব্যাখ্যা করো। **
৩. 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকের স্বনির্ধারিত জীবন সংকল্পটি ব্যাখ্যা করো। **
8. 'আমার পথ' প্রবন্ধের আলোকে ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং লোকভয় উপেক্ষা করার গুরুত্ব ব্যাখ্যা করো।
৫. 'আমার পথ' প্রবন্ধে লেখক যে সত্যের জয়গান গেয়েছেন তা ব্যাখ্যা করো। **
৬. 'আমার পথ' প্রবন্ধে বর্ণিত আপন সত্য উপলব্ধি দিকটি ব্যাখ্যা করো।
বিলাসী:
১. 'বিলাসী' গল্পের আলোকে গ্রামীণ শিক্ষাব্যবস্থার দিকটি ব্যাখ্যা করো। *
৩. 'বিলাসী' গল্পে উল্লিখিত খুড়া চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ** 'বিলাসী' গল্পের আলোকে বিলাসী চরিত্রের মানবিকতার দিকটি ব্যাখ্যা করো। ***
8. 'বিলাসী' গল্পে বিলাসীর যে পরিণতি তুলে ধরা হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো।
৫. 'বিলাসী' গল্পে বিলাসীর মধ্যে যে ন্যায়বোধ ও আদর্শের প্রতিফলন লক্ষ করা যায় তার স্বরূপ ব্যাখ্যা করো।***
৬. 'বিলাসী' গল্পের সংকীর্ণ সমাজদৃষ্টির ঊর্ধ্বে মানব-মানবীর প্রেমের মহিমা এবং লেখকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। **
৭. 'বিলাসী' গল্পের আলোকে ন্যাড়ার প্রকৃতি ও মানসিকতার দিকটি ব্যাখ্যা করো।
৮. 'বিলাসী' গল্পের আলোকে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রকৃতি এবং জীবনের ট্র্যাজিক পরিণতির দিকটি ব্যাখ্যা করো।*
৯. 'বিলাসী' গল্পের আলোকে সামাজিক কুসংস্কার ও বর্ণপ্রথার ভয়াবহ রূপের স্বরূপ ব্যাখ্যা কর।
১০. 'বিলাসী' গল্পের আলোকে জাত-পাতের মতো সামাজিক সংকীর্ণতার দিকটি বিশ্লেষণ করো। *
মানব-কল্যাণ:
১. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মানব-কল্যাণ কথাটির প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করো। ***
২. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মানব-কল্যাণ সম্পর্কে মানুষের ভুল ধারণার দিকগুলো ব্যাখ্যা করো। ***
৩. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে কল্যাণময় পৃথিবী প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করো। **
8. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে কল্যাণময় পৃথিবী প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করো। **
৫. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মানব-মর্যাদার অবমাননার দিকটি ব্যাখ্যা করো। **
৬. 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে পারস্পরিক সাহায্য-সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করো। ***
৭. 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত মানব কল্যাণে মহৎ প্রতিভাদের আদর্শের দিকটি ব্যাখ্যা করো।
মাসি-পিসি:
১. 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির দাম্পত্য জীবনের যন্ত্রণার দিকটি ব্যাখ্যা করো।
২. 'মাসি-পিসি' গল্পের গোকুল চরিত্রের নেতিবাচক মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। ***
৩. 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির জীবন-সংগ্রামের স্বরূপ ব্যাখ্যা করো। ***
8. 'মাসি-পিসি' গল্পের নারী জাগরণের দিকটি ব্যাখ্যা করো। **
৫. 'মাসি-পিসি' গল্পের আলোকে আহ্লাদির প্রতি মাসি-পিসির মমত্ববোধের দিকটি ব্যাখ্যা করো। **
৬. 'মাসি-পিসি' গল্পের আলোকে সমাজের নেতিবাচক চরিত্রগুলোর স্বরূপ ব্যাখ্যা করো। **
বায়ান্নর দিনগুলো:
১. 'বায়ান্নর দিনগুলো' রচনায় তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের বাঙালির ওপর নির্যাতন ও বৈষম্যমূলক আচরণের দিকটি ব্যাখ্যা করো। ***
২. 'বায়ান্নর দিনগুলো' রচনার আলোকে ভাষা-আন্দোলনের ঘটনার বর্ণনা দাও। ***
৩. 'বায়ান্নর দিনগুলো' রচনার আলোকে বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী মনোভাবের দিকটি আলোচনা করো। ***
8. বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর আত্মত্যাগের যে মহিমা 'বায়ান্নর দিনগুলো' রচনায় ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো। ***
৫. বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর জেলমুক্ততে তাঁর পরিবার ও আপামর জনসাধারণের মনে যে উচ্ছ্বাস লক্ষ করা যায়, তার স্বরূপ ব্যাখ্যা করো।
৬. 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সঙ্গীর অনশন ধর্মঘট করার কারণ ব্যাখ্যা করো। **
রেইনকোট:
১.রেইনকোট' গল্পের প্রিনসিপ্যালের দেশদ্রোহিতার পরিচয় দাও। ***
২. 'রেইনকোট' গল্পের বর্ণিত মিলিটারির অত্যাচারের স্বরূপ ব্যাখ্যা করো। *** '
৩.রেইনকোট' গল্পে বাঙালির সংগ্রামী চেতনার স্বরূপ ব্যাখ্যা করো। ***
8. 'রেইনকোট' গল্পের আলোকে পাকিস্তানি বাহিনীর গণহত্যার দিকটি ব্যাখ্যা করো। ***
৫. 'রেইনকোট' গল্পের আলোকে দেশবাসীর আত্মত্যাগের দিকটি তুলে ধরো। **
পদ্য (গও ঘ নং প্রশ্নের জন্য)
সোনার তরী:
১. ব্যক্তি মানুষের অনিবার্য পরিণতি মৃত্যু এবং সৃষ্টিকর্মের অমরতার দিকটি ব্যাখ্যা করো। ***
২.'সোনার তরী' কবিতায় রিক্ত কৃষকের অসহায়ত্বের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। **
৩. 'সোনার তরী' কবিতা অবলম্বনে মহৎ কর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।
8. 'সোনার তরী' কবিতার বাহ্যিক রূপ ও তার অন্তরালে যে জীবনদর্শন পরিলক্ষিত হয়, তা বিশ্লেষণ করো। **
৫. রূপক কবিতা হিসেবে 'সোনার তরী' কবিতার সার্থকতা বিশ্লেষণ করো। **
বিদ্রোহী:
১. 'বিদ্রোহী' কবিতার আলোকে অন্যায়-অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে কবির আপসহীন মনোভাব ও বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর। ***
২. 'বিদ্রোহী' কবিতার আলোকে প্রেম ও দ্রোহের যুগপৎ প্রকাশে কবিমানসের স্বরূপ ব্যাখ্যা করো। ***
৩. 'বিদ্রোহী' কবিতার আলোকে কবির স্বীয় আদর্শে স্থির থাকা ও মানবকল্যাণে আত্মনিয়োগের দিকটি ব্যাখ্যা করো। ***
8. 'বিদ্রোহী' কবিতার আলোকে কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। ***
৫. 'বিদ্রোহী' কবিতার আলোকে কবির বিদ্রোহী চেতনার স্বরুপ বিশ্লেষণ করো। ***
প্রতিদান:
১. 'প্রতিদান' কবিতা অবলম্বনে ক্ষমা ও পরার্থপরতার গুরুত্ব ব্যাখ্যা করো। **
২. সৌহার্দপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে কবির প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো। **
৩. স্বার্থপরতার বিপরীতে কবির প্রতিদানের স্বরূপ ব্যাখ্যা করো। ***
তাহারেই পড়ে মনে:
১. 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিধৃত কবির বিচ্ছেদবেদনা ঔদাসীন্যের পরিচয় দাও। **
২. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রতি কবি-ভক্তের নিবেদন প্রকাশ পেয়েছে কীভাবে? ব্যাখ্যা করো। ***
৩. 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্ত প্রকৃতির বর্ণনা দাও। ***
8. প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি ব্যাখ্যা করো। ***
৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায় ফুটে ওঠা প্রকৃতি ও মানবমনের সম্পর্কের দিকটি বিশ্লেষণ করো। **
৬. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বেদনাবোধের যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। **
আঠারো বছর বয়স:
১. 'আঠারো বছর বয়স' কবিতা অবলম্বনে তারুণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। **
২. 'আঠারো বছর বয়স' কবিতা অবলম্বনে আঠারো বছর বয়সি তারুণ্যের সম্ভাবনা ও ইতিবাচক বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো। ***
৩. 'আঠারো বছর বয়স' কবিতা অবলম্বনে আঠারো বছর বয়সি তারুণ্যের ঝুঁকিসমূহ আলোচনা করো। ***
8. 'আঠারো বছর বয়স' কবিতা অবলম্বনে তারুণ্যের আত্মত্যাগী মানসিকতার স্বরূপ তুলে ধরো। ***
৫. 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণদের প্রাণশক্তির যে পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। ***
ফেব্রুয়ারি ১৯৬৯:
১. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত অন্যায়-অত্যাচার এবং বাঙালির আত্মত্যাগের বিষয়টি ব্যাখ্যা করো। **
২. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালাম, বরকত চরিত্র মূলত একুশের চেতনাকে ধারণ করে'- কীভাবে? ব্যাখ্যা করো। ***
৩. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় জাতিগত শোষণ এবং এর বিরুদ্ধে যে ধারাবাহিক সংগ্রাম ও প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা ব্যাখ্যা করো।
8. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় দাবি আদায়ে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের স্বরূপ ব্যাখ্যা করো।*
৫. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার আলোকে বাঙালির সংগ্রামী চেতনার দিকটি ব্যাখ্যা করো। **
আমি কিংবদন্তির কথা বলছি:
১. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বিধৃত স্বদেশের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের দিকটি ব্যাখ্যা করো। **
২. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবোধের যে পরিচয় বিধৃত হয়েছে, তা ব্যাখ্যা করো। ***
৩. পরাধীনতার বিপরীতে ঐতিহ্যসচেতন ও শিকড়সন্ধানী মানুষের প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো। **
উপন্যাস (গ ও ঘ নং প্রশ্নের জন্য)
লালসাল
১.'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রটি ব্যাখ্যা করো।
২.'অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রবণতা মানুষের চিরন্তন ধর্ম'- 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের আলোকে তা বিশ্লেষণ করো।
৩. 'লালসালু' উপন্যাসের আলোকে ঠক ও ভন্ড হিসেবে মজিদ চরিত্র ব্যাখ্যা কর।
৪. জমিলার বয়সোচিত চাঞ্চল্য ও প্রতিবাদী সত্তার স্বরূপ ব্যাখ্যা করো।**
৫.'লালসালু' উপন্যাসের আলোকে পশ্চাৎপদ গ্রামীণ সমাজের কুসংস্কার, বাঞ্চনা ও চিকিৎসা পদ্ধতি আলোচনা করো।
৬. 'লালসালু' উপন্যাসে সামাজিক আধিপত্যকামী মানসিকতার যে স্বরূপ প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো।
৭. 'লালসালু' উপন্যাসের তরুণ আক্কাসের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকটি ব্যাখ্যা করো।
৮. গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনে পিরের প্রভাব 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
৯.'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রটি ব্যাখ্যা করো।**
নাটক (গ ও ঘ নং প্রশ্নের জন্য)
সিরাজউদ্দোলা:
১. স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার আত্মত্যাদের দিকটি ব্যাখ্যা করো।
২. নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম, সরলতা, অদূরদর্শিতার স্বরূপ ব্যাখ্যা করো।
৩.ঘসেটি বেগমের ঈর্ষাপরায়ণ, লোভী, ক্ষমতালিব্দু মানসিকতার স্বরুপ ব্যাখ্যা করো।
৪.মোহাম্মদি বেগের কৃতঘ্ন আচরণের স্বরূপ ব্যাখ্যা করো।"
৫. 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কপটতা ব্যাখ্যা করো।
৬. 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে সিরাজউদ্দৌলার পরাজয় ও করুণ পরিণতির কারণ বিশ্লেষণ করো।'
৭. মিরজাফর চরিত্রের বিশ্বাসঘাতকতার স্বরূপ ব্যাখ্যা করো।
Link 1:- Click Here To Download
Link2:-Click Here To Download
Link 3: Download
এইচএসসি (লেকচার)বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৪
Title | এইচএসসি (লেকচার)বাংলা ১ম পত্র বহুনির্বাচনি/MCQ সাজেশন ২০২৪ |
PDF Size | 3.5 Mb |
Toltal page | 30 |
Hsc Bangla 1st Paper MCQ Suggestion 2024
এইচএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪ PDF By 10 min School
Title | এইচএসসি বাংলা ১ম পত্র CQ+MCQ সাজেশন ২০২৪ |
Publisher | 10 Min School |
Toltal page | 100+ |
Link 1:- Click Here To Download
Link2:-Click Here To Download
Click Here To Download |
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)