রিয়াল মাদ্রিদ বনাম/vs বরুশিয়া ডর্টমুন্ড (লাইভ,সময়সূচি,পরিসংখ্যান,লাইনআপ) | চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০২৪


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০২৪: রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড (লাইভ,সময়সূচি,পরিসংখ্যান,লাইনআপ)

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ প্রিভিউ 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা আগামী ২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্টিত হবে।ফাইনাল প্রতিযোগিতায় ইতিহাসের সফলতম দল ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ১ বারের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড। সব মিলিয়ে এবারের মৌসুমে উভয় দলই ভালোই খেলতেছে। যদিও রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ড থেকে সব দিকে এগিয়ে কিন্তু এবার গোটা ফুটবল মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে তারা। এই মরশুমে বুন্দেশলিগা ট্রফি ঘরে তুলেছে ডর্টমুন্ড। খেলা হবে মাঠেই তাই বিজয় কার হবে এটা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। রিয়াল তাদের ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি ঘরে তুলবে? নাকি ডর্টমুন্ড তাদের দীর্ঘ দিনের খড়া কাটিয়ে বিজয় উল্যাস করবে?

উভয় দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা যে কোন সময় ম্যাচের রঙ বদলিয়ে দিতে পারেন। ডর্টমুন্ড রয়েছেন মার্কো রিউজ, জ্যাডন স্যাঞ্চো, ম্যাটস হামেলস, মাতসেন, সেবাস্তিয়ান হ্যালার, ডনিয়েল মালেন সহ অনেকেই একক দক্ষতায় ম্যাচ বের করে নিয়ে আসার ক্ষমতা রাখেন।

অন্যদিকে, পিছিয়ে নেই রিয়ালও। টনি ক্রুস, ভিনসিয়াস জুনিয়র, লুকা মডরিচ, দানি কার্ভাজাল, মিলিতাও, ডেভিড আলাবা, ভারকুয়েজ, সহ গোটা দল যেন টগবগ করে ফুটছে।

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড খেলা কখন শুরু হবে?

রিয়াল মাদ্রিদ বনাম ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২ জুন বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে।

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড পরিসংখ্যান 

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড এর পরিসংখ্যানের দিকে লক্ষ করলে দেখা যায় উভয় দল এই পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ ৬ বার জয় লাভ করেছে আর ৩ বার ডর্টমুন্ড বাকি ৫ বার ড্র হয়েছে। 

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড সম্ভাব্য লাইনআপ

বরুসিয়া ডর্টমুন্ড সম্ভাব্য শুরু লাইনআপ:

কোবেল;  রায়ারসন, হুমেলস, শ্লোটারবেক, ম্যাটসেন;  Sabitzer, Can;  সানচো, ব্র্যান্ড্ট, আদেয়েমি;  ফুলক্রুগ

 রিয়াল মাদ্রিদ সম্ভাব্য শুরু লাইনআপ:

কোর্টোইস;  কারভাজাল, রুডিগার, নাচো, মেন্ডি;  ভালভার্দে, ক্যামাভিঙ্গা, ক্রুস;  বেলিংহাম;  রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ লাইভ দেখার উপায়

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড 2023-2024 UEFA চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে Sony Ten 2, Sony Ten 3, Sony Ten 2 HD এবং Sony Ten 3 HD তে।

 এ ছাড়া ম্যাচটি Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটেও লাইভ স্ট্রিম দেখা যাবে।

এ ছাড়া  আমাদের দেওয়া এপ্স নামিয়ে সহজে লাইভ খেলা মোবাইল দিয়ে দেখতে পারবেন।

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি এর লাইভ খেলা দেখতে ক্লিক করুন 


Tag:চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০২৪: রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড (লাইভ,সময়সূচি,পরিসংখ্যান,লাইনআপ)


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post