আগামী ৩০ জুন শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষাকে কেন্দ্র করে ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেয়া থেকে বঞ্চিত করাসহ বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে শিক্ষা বোর্ডে অভিযোগ গেছে।
তাই ৩ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে টেস্ট পরীক্ষার নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত কোন টাকা আদায় করতে পারবে না। এবং পরীক্ষার কারন দেখিয়ে এডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনা না মানে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)