কোপা আমেরিকাকে সামনে রেখে ব্রাজিল ৪ টি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। চলিত মার্চ মাসে ২ টি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এবং জুন মাসে আরো দুটি ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। এই মাসে ব্রাজিলের প্রতিপক্ষ ২৪ মার্চ ইংল্যান্ড এবং ২৭ মার্চ স্পেন। পরবর্তী জুন মাসে ব্রাজিলের প্রতিপক্ষ ৮ জুন ইউএসে এবং ১৩ জুন মেক্সিকো। এর পর শুরু হবে কোপা আমেরিকা। এদিকে ব্রাজিল ও ইংল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছে পরবর্তী ম্যাচের জন্য।
ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার: লিও জার্দিম, রাফায়েল, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফ্যাবরিজিও ব্রুনো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, পেপে, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।
ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।
ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক: স্যাম জনস্টোন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল
ডিফেন্ডার: জারাদ ব্রান্থওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কনসা, হ্যারি ম্যাগুইর, জন স্টোনস, কাইল ওয়াকার
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কনর গ্যালাঘের, জর্ডান হেন্ডারসন, জেমস ম্যাডিসন, ডেক্লান রাইস
ফরোয়ার্ড: জারড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেন, কোল পামার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টোনি, অলি ওয়াটকিন্স
ইংল্যান্ড সম্ভাব্য শুরু লাইনআপ:
পিকফোর্ড; ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, গোমেজ; ফোডেন, রাইস, বেলিংহাম; বোয়েন, ওয়াটকিন্স, রাশফোর্ড
ব্রাজিল সম্ভাব্য শুরু লাইনআপ:
বেন্টো; ড্যানিলো, ব্রেমার, বেরালদো, ওয়েন্ডেল; গুইমারেস, লুইজ; রাফিনহা, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র; রিচার্লিসন
ব্রাজিল বনাম ইংল্যান্ড খেলা কবে,কখন শুরু হবে?
ব্রাজিল বনাম ইংল্যান্ড এর ফ্রেন্ডলি ম্যাচ ২৪ মার্চ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে।
ব্রাজিল বনাম ইংল্যান্ড এর লাইভ খেলা কিভাবে দেখবেন?
ব্রাজিল বনাম ইংল্যান্ড এর লাইভ খেলাটি আপনি বাংলাদেশের কোন টিভি চ্যানেলে দেখতে পাবেন না। এই জন্য আপনাকে আমাদের দেওয়া এপ্স নামিয়ে সহজে লাইভ খেলা মোবাইল দিয়ে দেখতে পারবেন।
ব্রাজিল বনাম ইংল্যান্ড এর লাইভ খেলা দেখতে ক্লিক করুন
ব্রাজিল বনাম ইংল্যান্ড পরিসংখ্যান
ব্রাজিল বনাম ইংল্যান্ড এর শেষ ৫ টি ম্যাচের পরিসংখ্যান যদি আমরা লক্ষ করি তাহলে ৩ টিতে ব্রাজিল জয় লাভ করেছে। এবং ২ টি ড্র হয়েছে। ৫ ম্যাচের মধ্যে ইংল্যান্ড কোন ম্যাচেই জিততে পারে নি।
Tag:Brazil vs England Live:(24 March 2024) ব্রাজিল বনাম ইংল্যান্ড প্রীতি ম্যাচ,সময়,স্কোয়াড,লাইভ,পরিসংখ্যান,কবে কখন কিভাবে দেখবেন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)