ব্রাজিল বনাম স্পেন লাইভ ২০২৪
দীর্ঘ ১১ বছর পর ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্পেন। সবশেষ ২০১৩ সালে কনফেডারেশন কাপের ফাইনালে নেইমারের নৈপুণ্যে ৩-০ গোলে উড়ে গিয়েছিল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
সব মিলিয়ে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে ব্রাজিল। স্পেনের জয় দুটি ও ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।
গত ২৪ শে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা দেখিয়েছে ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়রের নতুন স্কোয়াড। স্কোয়াডে ছিলেন না নেইমার। তার ওপর দুই সেরা গোলরক্ষক এডেরসন, অ্যালিসন নেই। ছিলেন না ক্যাসেমিরো, এডার মিলতাওরাও। সব মিলিয়ে ভাঙাচোরা একটি দল নিয়েই ব্রাজিল ফুটবলে অভিষেক ঘটালেন ডরিভাল জুনিয়র। অভিষেকটা ঠিকই রাঙাতে পারলেন অভিজ্ঞ এই কোচ।
নেইমারসহ একঝাঁক তারকা ফুটবলার না থাকায় কোচ ডরিভাল আস্থা রাখেন ভিনিসিয়াস জুনিয়র,রদ্রিগো,রাফিনহা,এন্ডরিকদের উপর। দারুন খেলা দেখিয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত গোল পাচ্ছিলেন না তারা। ম্যাচের ৭১তম মিনিটে রিয়াল তারকা রদ্রিগোর পরিবর্তে মাঠে নামেন এন্ডরিক। মাঠে নামার ৯ মিনিটের মাথায় করে বসলেন ঐতিহাসিক গোল। তার এই গোলেই দীর্ঘ হতাশা থেকে কাটিয়ে ওঠার রসদ পেলো ব্রাজিল। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এই ম্যাচ দিয়ে রঙিন শুরু হলো কোচ ডরিভাল জুনিয়রেরও। তার গোলেই ২০ ম্যাচ পর এই মাঠে হারের স্বাদ পেলো ইংলিশরা।
ব্রাজিলের জার্সিতে প্রথমবার সাত ফুটবলারকে মাঠে নামিয়েছেন কোচ ডরিভাল। গোলকিপার বেন্তো, দুই মিডফিল্ডার হোয়াও গোমেজ ও পাবলো মাইয়া, দুই সেন্টার ব্যাক ফাব্রিসিও ব্রুনো ও লুকাস বেলার্দো, লেফ্ট ব্যাক ওয়েনডেল এবং ফরোয়ার্ড সাভিও।
ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনহাদের নিয়ে আক্রমণভাগ সাজান কোচ ডরিভাল। স্পেনের বিরুদ্ধে কেমন সাজাবেন একাদশ। আসুন সম্ভাব্য একাদশ দেখে নেই।
ব্রাজিল বনাম স্পেন সম্ভাব্য লাইনআপ:
ব্রাজিল বনাম ইংল্যান্ড খেলা কবে,কখন শুরু হবে?
ব্রাজিল বনাম স্পেন এর ফ্রেন্ডলি ম্যাচ ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত ২ টা ৩০ মিনিটে শুরু হবে।
ব্রাজিল বনাম স্পেন এর লাইভ খেলা কিভাবে দেখবেন?
বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। ভারতীয় টিভি চ্যানেল সনি স্পোর্টস-৫ এ দেখা যাবে ম্যাচটি।
এ ছাড়া আমাদের দেওয়া এপ্স নামিয়ে সহজে লাইভ খেলা মোবাইল দিয়ে দেখতে পারবেন।
ব্রাজিল বনাম স্পেন এর লাইভ খেলা দেখতে ক্লিক করুন
ব্রাজিল বনাম স্পেন পরিসংখ্যান
ব্রাজিল বনাম স্পেন এর শেষ ৫ টি ম্যাচের পরিসংখ্যান যদি আমরা লক্ষ করি তাহলে ৩ টিতে ব্রাজিল জয় লাভ করেছে। এবং ১ টি ড্র হয়েছে আর ব্রাজিল ১ টিতে হেরেছে ।
Tag:ব্রাজিল বনাম স্পেন লাইভ ২০২৪: কবে,কখন,কিভাবে দেখবেন,লাইন আপ,পরিসংখ্যান (ফ্রেন্ডলি ম্যাচ)

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)