আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম।আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ পবিত্র রজব মাস চলতেছে।আর রজব মাসে মেরাজ সংঘটিত হয়েছিল। তাই এই মাস আসলে মুসলিম উম্মা মেরাজের রজনী তালাশ করে থাকেন। তাই আজকে আমরা ২০২৪ সালে শবে মেরাজ কত তারিখে হবে ইংরেজি তারিখ উল্লেখ করবো। আসা করি তোমরা যারা শবে মেরাজ কত তারিখে ২০২৪ খুজতেছো আসা করি সঠিক তারিখ পেয়ে যাবে।
সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের নবুয়াত নিদর্শনের কামালাতপূর্ণ আজিমুশশান ঘটনাসমূহের মধ্য হইতে মি'রাজ একটি সর্বশ্রেষ্ঠ ঘটনা (মু'জিযা)। এই মি'রাজ জোহরীর মতানুসারে নবুয়াতের পর ৫ম হিজরীতে হইয়াছিল (ইমাম নাবুবীও এই মত সমর্থন করিয়াছেন)।
যেখান হইতে মি'রাজ আরম্ভ
১। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ফরমাইয়াছেন: আমি হাতীমের মধ্যে শায়িত ছিলাম। -বুখারী
২। আর একটি হাদীসে রহিয়াছে, "তিনি শিয়াবে আবি-তালিবে ছিলেন।" -ওয়াকিদী
৩। অন্য বর্ণনায় রহিয়াছে, প্রিয় নবী উম্মে হানীর গৃহে ছিলেন। -তিবরানী
৪। আরো একটি হাদীসে পাওয়া যায়, হুজুর নিজ গৃহে ছিলেন, সেই সময় তাঁহার গৃহের ছাদ ফাঁক হইয়া গিয়াছিল। বুখারী
শবে মেরাজ কত তারিখে ২০২৪
প্রিয় দ্বীনি ভাইয়েরা আসুন এখন আমরা জেনে নেই শবে মেরাজ কত তারিখে ২০২৪। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ রজব ১৪৪৫ হিজরি, ২৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।
Tag:শবে মেরাজ কত তারিখে ২০২৪ Shab e Me'raj 2024 Bangladesh
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)