চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (ইঞ্জিনিয়ারিং গুচ্ছ) | প্রকৌশল গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ তারিখ,যোগ্যতা,মানবন্টন,আবেদন | Ckruet ভর্তি বিজ্ঞপ্তি 2024 PDF


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (ইঞ্জিনিয়ারিং গুচ্ছ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তোমরা যারা প্রকৌশল গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছো আজকের এই আর্টিকেল তোমাদের জন্য। এখানে Ckruet ভর্তি বিজ্ঞপ্তি 2024 পেয়ে যাবেন।

নোট:  সার্কুলার প্রকাশিত

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষা ৩ মার্চ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে একই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫মিনিট পর্যন্ত।


গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

আবেদনের শুরু: ২৪ জানুয়ারি ২০২৪ সকাল ৯ টায়।

আবেদনের শেষ তারিখ: ৭ ফেব্রুয়ারী ২০২৪ রাত ১১ টা ৫৯ মিনিটে।

তালিকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৪

প্রবেশপত্র ডাউনলোড :-১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ টা থেকে।

পরীক্ষা : ৩ মার্চ ২০২৪

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি যোগ্যতা ২০২৪ 


ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।(খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২০ অথবা ২০২১ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(গ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা ২০২২ সালের নভেম্বর বা তার পরে GCE 'A' লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ পেতে হবে এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয় সমূহের সর্বমোট গ্রেড পয়েন্ট ১৮.০০ হতে হবে।

ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে প্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

(ঘ) প্রার্থীকে GCE 'O' এবং GCE ‘A’ লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE 'O' লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE 'A' লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া ৰায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE 'A' লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে 'B' গ্রেড পেতে হবে।

(ঙ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

(চ) সঠিক আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০ (ত্রিশ) হাজার যোগ্য প্রার্থীকে (ভর্তি নির্দেশিকার ‘ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থী নির্ধারণ’ অনুযায়ী) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE 'O' লেভেল / GCE 'A' লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরো দেখুন 

আবেদন করার পদ্ধতি

চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে Submit করতে হবে।

ভর্তি পরীক্ষা প্রদের ফি (সার্ভিস চার্জ ব্যতীত) ১ হাজার ৩৫০ টাকা ও  ১ হাজার ৪৫০ টাকা। ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের পরে অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর আর কোন আবেদনপত্র Submit করা যাবে না। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য নম্বরের ২৫ শতাংশ কাটা হবে।

ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না। ওএমআর শিটে শুধুমাত্র কালো বালির ব্লপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। পেন্সিল, জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না। মুক্তহস্ত অংকনের জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে।

বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে তারিখ ও সময়সূচীর পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সংশোধনী অথবা প্রয়োজনীয় তথ্যাদি সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (blups://admissionckruct.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে, ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

চুয়েট রুয়েট কুয়েট আসন সংখ্যা ২০২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মোট আসন থাকবে তিন হাজার ২৩১টি। এর মধ্যে সংরক্ষিত আসন থাকবে ৩১টি।  

আবেদন করার পদ্ধতি

চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে Submit করতে হবে।

ভর্তি পরীক্ষা প্রদের ফি (সার্ভিস চার্জ ব্যতীত) ১ হাজার ৩৫০ টাকা ও  ১ হাজার ৪৫০ টাকা। ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের পরে অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর আর কোন আবেদনপত্র Submit করা যাবে না। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য নম্বরের ২৫ শতাংশ কাটা হবে।
ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না। ওএমআর শিটে শুধুমাত্র কালো বালির ব্লপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। পেন্সিল, জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না। মুক্তহস্ত অংকনের জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে।
বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে তারিখ ও সময়সূচীর পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সংশোধনী অথবা প্রয়োজনীয় তথ্যাদি সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (blups://admissionckruct.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে, ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ PDF




SlTitleDownload
1CKRUET Combined Admission Test Notice_session 2023-24download
2Admission Prospectus Bangla 2023-2024download
3Admission prospectus English 2023-2024download

Tag:চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (ইঞ্জিনিয়ারিং গুচ্ছ), প্রকৌশল গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ তারিখ,যোগ্যতা,মানবন্টন,আবেদন, Ckruet ভর্তি বিজ্ঞপ্তি 2024 PDF



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)