BUET Admission Circular 2024-25 All Information | বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ যোগ্যতা,মানবন্টন ~বুয়েট সার্কুলার ২০২৫ PDF


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com




আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের এই আর্টিকেল তোমাদের জন্য। এই আর্টিকেলে বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ পিডিএফ ফাইল সহ ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসা করি তোমাদের উপকারে আসবে। 


নোট:- বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত 


বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

আবেদনের শুরু: ৩০ নভেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৪

ভর্তি পরীক্ষার তারিখ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ 

দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 

বুয়েট ভর্তি যোগ্যতা ২০২৪

ভর্তি পরীক্ষার প্রাথমিক যোগ্যতা:

১. বাংলাদেশি নাগরিকদের জন্য:

  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা:
    • এসএসসি (SSC): গণিত, পদার্থবিদ্যা, রসায়নসহ প্রধান বিষয়গুলিতে জিপিএ ৪.০০ পেতে হবে।
    • এইচএসসি (HSC): ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা ২০২৩ সালের নভেম্বরে বা তার পরে A Level পরীক্ষায় পাস হতে হবে।
    • যে কোনো বোর্ড থেকে প্রাপ্ত গ্রেড: SSC এবং HSC উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫.০০-এর মধ্যে ৪.০০ পেতে হবে।

২. বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রার্থীদের জন্য:

  • মাধ্যমিক পর্যায়ে: কমপক্ষে ৭০% নম্বর থাকতে হবে।
  • উচ্চ মাধ্যমিক পর্যায়ে: কমপক্ষে ৮০% নম্বর থাকতে হবে।
  • GCE "O" এবং "A" লেভেল:
    • O Level-এ ৫টি বিষয়ে B গ্রেড পেতে হবে।
    • A Level-এ গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে A গ্রেড পেতে হবে।

ভর্তি পরীক্ষার অন্যান্য শর্তাবলী:

  • সকল আবেদনকারীকে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি বিষয়ে দক্ষতা প্রমাণ করতে হবে।
  • পরীক্ষার জন্য SSC ও HSC পরীক্ষার গ্রেডের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা আবেদন করতে পারবে।

এই সকল তথ্যের ভিত্তিতে আবেদনকারীরা তাদের যোগ্যতা যাচাই করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার নির্দেশিকা ও বিষয়সমূহ

১. প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার কাঠামো ও বিষয়বস্তু

  • প্রাক-নির্বাচনী পরীক্ষার বিষয়ভিত্তিক পাঠ্যসূচি:
    • উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র "ক" ও "খ" গ্রুপের জন্য।
    • প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের এবং ১ ঘণ্টা সময়ব্যাপী।
    • MCQ (Multiple Choice Questions): প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ২৫% কর্তন করা হবে।
গ্রুপবিষয়পূর্ণমানসময়
ক এবং খউচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন১০০৬০ মিনিট
  • OMR Sheet ব্যবহার করে কালো কালি বা কার্বন পেন্সিল দিয়ে পরীক্ষা দিতে হবে।

২. মূল ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক পাঠ্যসূচি

৩. পরীক্ষার অন্যান্য নির্দেশনা

  • সিলেট এবং চট্টগ্রাম সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • OMR Sheet পূরণে অবশ্যই কালো কালি পেন ব্যবহার করতে হবে। পরীক্ষার সময় কোনো ধরণের মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
  • পরীক্ষা কেন্দ্রে Admission Test Roll No. এবং Application Serial No. ভুল হলে তা গ্রহণযোগ্য হবে না।

এই নির্দেশিকাগুলোর ভিত্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনি আরও বিস্তারিত জানতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।


বুয়েটে আসন সংখ্যা কত?


আবেদন করার নিয়ম

আবেদন করার নিয়ম ভর্তির নির্দেশিকা (Guidelines for Admission to Undergraduate Program) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd)-এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No, প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে BUET এর website-এ বর্ণিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। অতঃপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল (Final Submit) করতে হবে।

বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

প্রাক নির্বাচনী পরীক্ষা তারিখ

২৩ জানুয়ারি ২০২৫শিফট ১ক ও খ গ্রুপ
শিফট ২ক ও খ গ্রুপ

চুড়ান্ত ভর্তি পরীক্ষা তারিখ

১৩ ফেব্রুয়ারী ২০২৫মডিউল ‍Aক ও খ গ্রুপগণিত, পদার্থ ও রসায়নসকাল ১০ টা থেকে দুপুর ১২ টা
মডিউল B খ গ্রুপমুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািই২ টা থেকে ৩.৩০ মিনিট


বুয়েট ভর্তি পরীক্ষার ফি ২০২৪ 

গ্রুপবিভাগপ্রাথমিক আবেদন ফি
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৫০০/ টাকা
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ৫০০ টাকা

বুয়েট সার্কুলার ২০২৫ PDF


বুয়েট সার্কুলার ২০২৫ PDF
বুয়েট সার্কুলার ২০২৫ PDF

বুয়েট সার্কুলার ২০২৫ PDF

বিস্তারিত সার্কুলার দেখতে ডাউনলোড করুন👉 Click here

Tag:BUET Admission Circular 2023-24 All Information,বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ যোগ্যতা,মানবন্টন ~বুয়েট সার্কুলার ২০২৪ PDF





Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)