মাহিয়া মাহি এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজশাহী-১ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ভোটের মাঠে তিনি বেশ আলোচনায় ছিলেন। কিন্তু অনেক কেন্দ্রে তার বক্সে একটি ভোট পরেনি। শেষ পর্যন্ত তিনি কতটি ভোট পান এখন এটাই দেখার বিষয়। অন্যদিকে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছে।
রাজশাহী-১ আসনের প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ভোটের মাঠে ঝড় তুললেও সব কেন্দ্রে তার এজেন্ট পাওয়া যায়নি।
প্রচারণায় ঝড় তুললেও আশানুরূপ ভোট পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি।ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।
Tag:মাহিয়া মাহি নির্বাচনের ফলাফল ২০২৪ কতটি ভোট পেয়েছে
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)