ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩
১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ 2023- প্রতিটি মহাদেশের শীর্ষ ফুটবল দলগুলি অংশগ্রহণ করবে। এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের দল আল ইত্তিহাদ এবং নিউজিল্যান্ডভিত্তিক ফুটবল ক্লাব অকল্যান্ড সিটি।
ম্যানচেস্টার সিটি 2023-24 ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের প্রতিনিধিত্ব করবে, সবচেয়ে বেশি জয়ী মহাদেশ। প্রিমিয়ার লিগ এবং এফএকাপ জিতে ম্যান সিটি গত মৌসুমে একটি ট্রেবল করেছে।
ফিফা ক্লাব বিশ্বকাপের 20 তম সংস্করণটি সাতটি দলকে অন্তর্ভুক্ত করে তার বর্তমান ফর্ম্যাটের সমাপ্তিও চিহ্নিত করবে। প্রতিযোগিতাটি 2025 থেকে 32 টি দলে প্রসারিত হবে।
নিচে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ এর দল এবং সময়সূচি দেওয়া হলো:-
দল:
ফিফা ক্লাব বিশ্বকাপ 2023 শিরোপার জন্য যে সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হল- ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), ক্লাব লিওন (মেক্সিকো), উরাওয়া রেডস (জাপান), ফ্লুমিনেন্স এফসি (ব্রাজিল), অকল্যান্ড সিটি এফসি (নিউজিল্যান্ড), আল আহলি এফসি (মিশর) এবং আল ইত্তিহাদ (সৌদি আরব)।
সময়সূচী:
আল ইত্তিহাদ এবং অকল্যান্ড সিটি ১৩ ডিসেম্বর কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে। ১৯ ও ২০ ডিসেম্বর দুটি সেমিফাইনাল খেলা হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর রাত ১২ টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফরমাট
ফিফা ক্লাব বিশ্বকাপ 2023-এ সাতটি নকআউট খেলা দেখা যাবে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি সহ খেলা হবে। ফুটবলের ৯০ মিনিটের মধ্যে যদি দুটি দল বিজয়ী খুঁজে না পায় তাহলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সরাসরি পেনাল্টিতে যাবে। নকআউট খেলার সমাপ্তির পর, দুটি সেমিফাইনাল, একটি ফাইনাল এবং আরেকটি তৃতীয় স্থান নির্ধারণকারী খেলা হবে।
ভেন্যু
ফিফা ক্লাব বিশ্বকাপ 2023-এর ম্যাচগুলি সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম এবং প্রিন্স আবদুল্লাহ আল-ফয়সাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লাইভ স্ট্রিমিং এবং লাইভ টেলিকাস্ট:
FIFA ক্লাব বিশ্বকাপ 2023 বিশ্বের বেশিরভাগ অংশে FIFA+-এ সরাসরি সম্প্রচার করা হবে। ভারতে এটি ফ্যানকোডে পাওয়া যাবে।
ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি ২০২৩
তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ সময়) |
১৩ ডিসেম্বর | ইত্তিহাদ-অকল্যান্ড | রাত ১২টা |
১৫ ডিসেম্বর | লিওন-উরাওয়া | রাত ৮টা ৩০ মিনিট |
১৬ ডিসেম্বর | আহলি-ইত্তিহাদ/অকল্যান্ড | রাত ১২টা |
১৯ ডিসেম্বর (সেমিফাইনাল) | ফ্লুমিনেন্সে-দ্বিতীয় রাউন্ডের জয়ী | রাত ১২টা |
২০ ডিসেম্বর (সেমিফাইনাল) | ম্যান সিটি-লিওন/উরাওয়া | রাত ১২টা |
২২ ডিসেম্বর (তৃতীয়স্থান নির্ধারণী) | সেমিফাইনালের দুই পরাজিত দল | রাত ৮টা ৩০ মিনিট |
২৩ ডিসেম্বর (ফাইনাল) | সেমিফাইনালের দুই জয়ী দল | রাত ১২টা |
Tag:ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী), FIFA Club World Cup 2023
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)