আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠকবৃন্ধ ২০২৪ সালে তোমরা যারা এসএসসি পরিক্ষা দিবে তোমাদের এসএসসি ফরম ফিলাপ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে এসএসসি ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি, কত টাকা,শেষ তারিখ,ফরম ফিলাপ নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো।
এসএসসি ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি
এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলো।
১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের
ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ২৯/১০/২০২৩ তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ৩০/১০/২০20
থেকে ০৭/১১/২০২৩ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।
(ক) প্রতিষ্ঠানসমূহ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS / eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। (খ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে Select করতে হবে।
(1) Temporary List Print করে ভালভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে Select / Unselect করা যাবে।
(ঘ) এর পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই Select / Unselect করা যাবে না। (ঙ) ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে।
(5) Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।
(ছ) প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে।
(জ) বিলম্ব ফি সহ ০৯/১১/২০২৩ হতে ১৩/১১/২০২৩ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (BFF) করা যাবে।
২। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।
৩। ফি জমার সর্বশেষ তারিখ: বিলম্ব ফি ছাড়া ০৮/১১/২০২৩ এবং বিলম্ব ফিসহ ১৪/১১/২০২৩ পর্যন্ত
এসএসসি ফরম ফিলাপ কত টাকা ২০২৪
বিজ্ঞান বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
ব্যবসায় বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
মানবিক বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
- বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০.০০ টাকা।
- পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ নেয়া যাবে না।
- এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি-এর অতিরিক্ত ফি কোনভাবেই আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এসএসসি ফরম ফিলাপ ২০২৪ শেষ তারিখ
- অনলাইনে ফরমপূরণ বিলম্ব ফি ছাড়া:- ৩০-১০-২০২৩ হতে ৭-১১-২০২৩ পর্যন্ত ।
- বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ :- ৮-১১-২০২৩
- বিলম্ব ফি সহ অনলাইনে ফরমপূরণ:-৯-১১-২০২৩ হতে ১৩-১১-২০২৩ পর্যন্ত।
- পরীক্ষার্থী প্রতি ১০০.০০ (একশত) টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১৪-১১-২০২৩
এসএসসি ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি (বিস্তারিত)
SSC From Fillup 2024 PDF Download
Tag:এসএসসি ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি, কত টাকা,শেষ তারিখ,ফরম ফিলাপ নিয়ম, SSC From Fillup Date 2024 (PDF Download)

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)