ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ (আইসিসি,ওয়ানডে) | Icc world cup 2023 points table pdf |আইসিসি পয়েন্ট টেবিল 2023

ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ (আইসিসি,ওয়ানডে) | Icc world cup 2023 points table pdf


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর ৫ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়েছে। এবারের বিশ্বকাপে ১০ টি দল মোট ৪৮ টি ম্যাচ খেলবে। এবং গ্রুপ পর্যায়ে প্রতিটি দল ৯ টি ম্যাচ, সেমিফাইনালে ২ টি আর ফাইনালে ১ ট ম্যাচ খেলবে। যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে গেছে তাই এখন সবার চোখ পয়েন্ট টেবিলের দিকে। নিচে আমরা ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ শেয়ার করতেছি।

প্রিয় পাঠক আপনি যদি ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ খুজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন।আসা করি এখান থেকে সহজে প্রতিটি ম্যাচের ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ দেখে নিতে পারবেন।


    আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল

    TeamsPWLPtsNrr
     
    RSA
    2204+2.360
     
    NZ
    2204+1.958
     
    IND
    2204+1.500
     
    PAK
    2204+0.927
     
    ENG
    2112+0.553
     
    BAN
    2112-0.653
     
    SL
    2020-1.161
    NED
    2020-1.800
     
    AUS
    2020-1.846
     
    AFG
    2020-1.907



    বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট পাওয়ার নিয়ম ২০২৩

    প্রতিটি ম্যাচের শেষে, ICC নিয়ম অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপ 2023 পয়েন্ট টেবিল আপডেট করা হয়।  বিজয়ী দলকে দুই পয়েন্ট দেওয়া হয় এবং পরাজিত দল কোনো পয়েন্ট পায় না। । যদি একটি ম্যাচ টাই শেষ হয় বা খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে অসম্পূর্ণ হয়, উভয় খেলা দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে।  তবে ফাইনাল বা নকআউট ম্যাচে টাই হলে সুপার ওভার করা হবে।  পয়েন্ট টেবিল ছাড়াও, প্রতিটি দলের নেট রান রেট (NRR) প্রতিদিন আপডেট করা হবে।

    আইসিসি বিশ্বকাপ ২০২৩ ভেন্যু 


     ২০২৩ সালের ৫ অক্টোবরে আইসিসি বিশ্বকাপ শুরু হবে এবং শেষ হবে তারিখ ২৬ নভেম্বর ২০২৩ ৷  আপনারা সবাই জানেন, ১৩ তম বিশ্বকাপের আয়োজক হবে ভারত।  তাই ম্যাচগুলো ভারতের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সুতরাং আপনি যদি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এমন স্থান এবং স্টেডিয়ামগুলি জানতে চান তবে নীচে দেওয়া টেবিলটি দেখুন।

    স্টেডিয়ামের নাম শহরের নাম
    ওয়াংখাদে মুম্ভাই
    ইডেন গার্ডেন কলকাতা 
    ফিরোজ শাহ কোটলা দিল্লি
    এম চিন্নাস্বামী ব্যাঙ্গালোর
    এম এ চিদাম্বরম চেন্নাই
    সর্দার প্যাটেল স্টেডিয়ামআহমেদাবাদ
    রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামহায়দ্রাবাদ 
    পিসিএ স্টেডিয়ামমোহালি
    এমসিএ স্টেডিয়াম পুনে
    ভিসিএ স্টেডিয়ামনাগপুর
     গান্ধী স্টেডিয়ামগুয়াহাটি
    গ্রীন পার্ক স্টেডিয়ামকানপুর
    এসসিএ স্টেডিয়াম রাজকোট

    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সকল দলের স্কোয়াড 

    বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।


    পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী। স্কোয়াডের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।


    ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।


    ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক),শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ।


    অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।


    নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।


    দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

    শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা। স্কোয়াডের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে।

    আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।

    নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিত সিং, কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, তেজা নিদামানুরু, ম্যাক্স ও'ডাউড ও সাকিব জুলফিকার।



    Tag:ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ (আইসিসি,ওয়ানডে),Icc world cup 2023 points table pdf


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন