আলিম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সাজেশন ২০২৩ সৃজনশীল ও বহুনির্বাচনি | Alim Ict Final Suggestion 2023


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com




আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জন্য আলিম আইসিটি সাজেশন ২০২৩ নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আলিমে পরীক্ষা দিতেছো আসা করি তোমাদের উপকারে আসবে। 

লাল কালারগুলি এক্সামে সৃজনশীলে আসার পসিবিলিটি সবচাইতে বেশি। বাদ বাকিগুলোও কিন্তু বাদ দিয়ে পড়ার সুযোগ নাই।

এইচএসসি আইসিটি সাজেশন ২০২৩

প্রথম অধ্যায়: (বিশ্ব ও বাংলাদেশ)


• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

• রোবটিক্স

• ক্রায়োসার্জারি***

• মহাকাশ অভিযান

• জ্যানেটিক ইঞ্জিনিয়ারিং***

• বায়োইনফরমেটিক্স

বায়োমেট্রিক্স***

• ন্যানোটেকনোলজি***

ভার্চুয়াল রিয়েলিটি***

কৃত্তিম বুদ্ধিমত্তা


দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং


ডেটা কমিউনিকেশন

ডেটা ট্রান্সমিশন মোড

তারবিহীন মাধ্যম (wifi,Wimax)***

কম্পিউটার নেটওয়ার্কিং

ফাইবার অপটিক্যাল ক্যাবল

বিভিন্ন প্রজন্মের মোবাইল

টপোলজি(স্টার,বাস,মেশ,রিং, হাইব্রিড, থ্রি টপোলজি) ক্লাউড কম্পিউটিং**

LAN, PAN, MAX, WAN


তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস:


পাঠ-০১

১. রূপান্তর (দশমিক থেকে অন্যান্য অন্যান্য থেকে দশমিক, অকটাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অকটাল)।

২. যোগের মাধ্যমে ২-এর পরিপূরকের মাধ্যমে বিশেষ অপারেশনের মাধ্যমে ২টি সংখ্যার পার্থক্যট

৩. ASCII কোড, BCD কোড এবং Unicode 100%


পাঠ-০২


১. Nand এবং Nor Gate এর মাধ্যমে মৌলিক গেইট বাস্তবায়ন (প্রমাণ) / x or Gate বাস্তবায়ন / X-Nor Gate বাস্তবায়ন / সরলিকৃত মানকে বাস্তবায়ন।

২. কোনো ফাংশন (ধারা) / কোন বড় গেইট হতে প্রাপ্ত আউটপুটকে সরলীকরণ। ৩. Nor Gate এর মাধ্যমে Nand Gate কে বাস্তবায়ন এবং Nand Gate এর মাধ্যমে Nor Gate কে বাস্তবায়ন। **

8. X-or, X-Nor, Half Adder এবং Full Adder কে মৌলিক গেইটের মাধ্যমে

প্রমাণ। e. Half Adder এর মাধ্যমে Full Adder | ৬. Half Adder (বাইনারি যোগের বর্তনি) তৈরিকরণে X or এবং And Gate এর

ভূমিকা / Half Adder ডিজিটাল সার্কিট তৈরিকরণ।

৭. কোন ফাংশন/সরলীকৃত মানের সত্যক সারণী তৈরিকরণ।

৮. এনকোডার এবং ডিকোডার সম্পূর্ণ। a. Half Adder কে Nand এবং Nor

Gate দ্বারা বাস্তবায়ন।


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML


১. HTML কোডের মাধ্যমে টেবিল তৈরি করা।

২. ওয়েবসাইট কাঠামো (লিনিয়ার, হায়ারারকিক্যাল এবং নেটওয়ার্ক ওয়েবসাইট

কাঠামো)

৩. ছবি/টেক্সট এর উপর ক্লিক করলে ওয়েবসাইট প্রদর্শনের HTML কোড তৈরি

করা।

৪. ওয়েবসাইটের প্রকারভেদ (স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইট)

৫. ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ বা পদক্ষেপ। ৬. বিভিন্ন ইংরেজী বাক্যকে HTML ট্যাগের মাধ্যমে প্রকাশ করা।

৭. ছবিকে HTML কোড দ্বারা প্রকাশ করা।

৮. HTML কোডের মাধ্যমে তালিকা তৈরিকরণ (Order list এবং Unordered list)

৯. ফন্ট ট্যাগের এট্রিবিউট

১০. আইপি এড্রেস

১১. ডোমেইন নেইম

১২. সার্চ ইঞ্জিন

১৩. ব্রাউজিং সফটওয়্যার


পঞ্চম অধ্যায়: প্রোগ্রামিং ভাষা


১. সমান্তর ধারার সমাধান [অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম (লুপ)]

২. মেশিন ভাষা

৩. অনুবাদক প্রোগ্রাম

৪. প্রোগ্রাম তৈরির ধাপ বা পদক্ষেপ

৫. ৩টি সংখ্যা থেকে বড়/ছোট সংখ্যা নির্ণয়ের সমাধান (অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম))

৬. ড. ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস (সেন্টিগ্রেড) তাপমাত্রায় রূপান্তর / সেলসিয়াস) তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সমাধান।

৭. ৩টি / ২টি /৪টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের সমাধান। ৮. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমাধান।

৯. তিনবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমাধান।

১০. ল.সা.গু এবং গ.সা.গু নির্ণয়ের সমাধান। 


[৬-১২ নং গুলি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয়।]


১১. অধিবর্ষ নির্ণয়ের সমাধান।

১২. বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সমাধান।

১৩. জিপিএ নির্ণয়ের সমাধান

১৪. পাস-ফেইল নির্ণয়ের সমাধান।

১৫. মোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয়ের সমাধান।

১৬. ধনাত্মক এবং ক্ষারক সংখ্যা নির্ণয়ের সমাধান


আলিম আইসিটি বহুনির্বাচনি সমাধান ২০২৩


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post