আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ২য় বর্ষ সমাজকর্ম ৩য় পত্র সাজেশন শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
ডিগ্রি/ডিগ্রী ২য় বর্ষ সমাজকর্ম ৩য় পত্র সাজেশন ২০২৩
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
১। পূর্ণরূপ লিখ BRDB, CARE, NGO, UNDP, ECNEC ADAB, ILO, WHO, UNFPA, FAO,
২। জাতীয় শিশুনীতি ২০১১ অনুসারে শিশু কারা?
উ:১৮ বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে ও মেয়েদের ২০১১ অনুযায়ী শিশু বলা হয়।
৩। শ্রম কল্যাণ কী?
উঃ "শ্রমকল্যাণ হচ্ছে মজুরির বাইরে শ্রমিকদের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক আরাম ও উন্নয়নে প্রাপ্য যা শিল্পের জন্য অপরিহার্য নয়। "
১১। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
১৩। জাতীয় শিশু নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ জাতীয় শিশু নীতি সর্বশেষ ২০১১ সালে প্রণীত হয়।
১৪। বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?
উঃ বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে ৮ বছর ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত।
৩। শ্রম কল্যাণ কী?
উঃ "শ্রমকল্যাণ হচ্ছে মজুরির বাইরে শ্রমিকদের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক আরাম ও উন্নয়নে প্রাপ্য যা শিল্পের জন্য অপরিহার্য নয়। "
৪। UNESCO এর সদর দপ্তর কোথায়?
উঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে।
৫। বাংলাদেশে জাতীয় জনসংখ্যানীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ ২০১২ সালে।
৪। প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে?
উঃ ড. আখতার হামিদ।
৭। জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
উঃ ২০১১ সালে প্রণীত হয়।
৮। সামাজিক নীতি কি?
উঃ সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি, কর্মপ্রণালী ও কর্মসম্পাদনের উপায়, সেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে।
৯। 'A Memory of Solferino' গ্রন্থের লেখক কে?
উঃ হেনরি ডুনান্ট (Henry Dunant)।
১০। প্রতিবন্ধী কারা?
উঃ প্রতিবন্ধী হচ্ছে ব্যক্তির দৈহিক ও মানসিক এমন অবস্থা বা অসামর্থতা যা তার নির্দিষ্ট দায়িত্ব পালন ক্ষমতা সীমিত করে। এ অবস্থা সাময়িক বা স্থায়ী এবং আংশিক ও সম্পূর্ণ হতে পারে।
১২। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি?
উঃ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও হলো-ব্র্যাক।
১৫। উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ?
উঃ বিংশ শতাব্দির প্রথমার্ধে সর্বপ্রথম রাশিয়াতে আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণাটি উদ্ভব হয় ।
১৬। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
১৭। প্রতিবন্ধী কারা?
উঃ যারা মনোদৈহিক বা আর্থসামাজিক সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তারাই প্রতিবন্ধী।
১৮। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কত সালে চালু হয়?
উঃ ১৯৫৪ সালে।
১৯। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।
২০। কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়।
২১। সামাজিক নিরাপত্তার রূপকার কে?
উঃ সামাজিক নিরাপত্তার রূপকার জার্মানির চ্যান্সেলর বিসমার্ক।
২২। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়?
উঃ জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয় ২০১০ সালে।
২০। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা কে?
উঃ অধ্যাপক ড. মোঃ ইব্রাহীম।
২৪। সর্বপ্রথম কোথায় পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়?
উঃ প্লেটোর 'Republic' গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়।
২৫। কোন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত ঘটে?
উঃ ঢাকা প্রজেক্ট কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত ঘটে।
26। "A Memory of Solferino" গ্রন্থের লেখক কে?
উ:"A Memory of Solferino" গ্রন্থের লেখক হলেন হেনরী ডোনাল্ট।
২৭। অবসর ভাতা কোন ধরনের কর্মসূচি?
উঃ অবসর ভাতা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি।
২৮। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উঃ (১৯৯৭-২০০২)।
২৯। জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশে যুবদের বয়স সীমা কত?
উঃ যুবনীতি অনুযায়ী ১৮-৩৫ বছর বয়স পর্যন্ত নারী পুরুষদের খুব বলে গণ্য করা হবে।
৩০।WHO এর সদর দপ্তর কোথায়?
উঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
৩১। জাতীয় সমাজকল্যাণ পরিষদ কখন গঠিত হয়?
উঃ ১৯৫৬ সালে।
২। শিশুকল্যাণ কি?
উঃ শিশুর কল্যাণসাধনের নিমিত্তে যেসব ব্যবস্থাবলি গৃহিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে শিশুকল্যাণ বলে।
৩০। বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কবে চালু হয়?
উঃ ১৯৭৪ সালে চালু হয়।
৩৪। বাংলাদেশে দুটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির নাম লিখ।
উঃ ১. বয়স্কভাতা কর্মসূচি। ২. মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা।
৩৫। যে কোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উঃ যে কোনো নীতির চূড়ান্ত অনুমোদন করেন জাতীয় সংসদ।
৩৬। UNICEF এর সদর দপ্তর কোথায়?
উঃ যুক্তরাষ্ট্রের নিউইয়কে।
৩৭। জাতীয় জনসংখ্যা নীতির স্পেগান কী?
উঃ "দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।"
৩৮। ILO-র সদর দপ্তর কোথায়।
উ:ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
৩৯। BRAC কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭২ সালে।
৪০। বাংলাদেশ কত সালে FAO এর সদস্য হয়?
উ: বাংলাদেশ FAO সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১২ নভেম্বর।
৪১। রেডক্রস সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার হেনরি ডুনান্ট
৪২। বাংলাদেশ বহুমূত্র সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৬ সালে।
৪৩। ইউনিসেফ কি?
উঃ জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
88। ইউনেস্কো কি?
উঃ ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
৪৫। এনজিও কি?
উঃ এনজিও হচ্ছে এমন এক ধরনের বেসরকারি সামাজিক সংগঠন, যেগুলো মানুষকে বস্তুগত ও অবস্তুগত সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর।]
১। সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও। ১০০%
২। প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য লিখ। ১০০% অথবা, প্রবেশন ও প্যারোল বলতে কি বুঝ?
৩। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার স্তর কয়টি? ১০০% অথবা, জাতীয় শিক্ষানীতি ২০১০ এ শিক্ষার স্তরগুলো কি?
৪। বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য লিখ। ১০০%
৫। শহর গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বলতে কী বোঝ? ১০০%
অথবা, হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝ?
৬। পরিবার পরিকল্পনা কী? পরিকল্পনার প্রকারভেদ উল্লেখ কর। ১০০% অথবা, কার্যকর পরিকল্পনার পূর্বশত কী?
৭। সরকারি ও স্বেচ্ছামূলক সমাজকল্যাণ বলতে কি বুঝ? ১০০%
৮। সামাজিক নীতি কি? সামাজিক নীতির বৈশিষ্ট্য লিখ। ১০০%
৯। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার / UNFPA এর কার্যক্রমগুলো লিখ। ১০০%
১০। সমন্বয় ও সংশোধনমূলক কার্যক্রম কী ? ১০০%
১১। জাতীয় যুব নীতির উদ্দেশ্যসমূহ উল্লেখ কর। ৯৯%
১২। BRAC/UNICEF এর ভূমিকা ও উদ্দেশ্যগুলো লিখ। ৯৯%
১৩। বহুমূত্র কি? বাংলাদেশ বহুমূত্র সমিতির উদ্দেশ্য কি? ৯৯%
১৪। বাংলাদেশের নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ কী? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর।]
১। সামাজিক নীতি কি? সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৩। হাসপাতাল সমাজসেবা কী? বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচির গুরুত্ব উদ্দেশ্যসমূহ লিখ।
৪। শিশু কল্যাণ কি? বাংলাদেশ সরকারের শিশু কল্যাণ কর্মসূচি বা কার্যক্রমের বিবরণ দাও। ১০০%
৫। বাংলাদেশে নারীকল্যাণ ও নারী উন্নয়নমূলক কর্মসূচিসমূহ বর্ণনা কর। ১০০%
৬। পরিকল্পনা কি? উত্তম পরিকল্পনার পূর্বশর্তগুলো আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশে ইউনেস্কোর ও রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আলোচনা কর। ১০০%
অথবা, কেয়ার কি? বাংলাদেশে এর কর্মসূচির বিবরণ দাও।
৮। সমন্বয় কি? বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলি/কর্মসূচিসমূহের সমন্বয় ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৯। পরিকল্পনার সংজ্ঞা দাও। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের সমস্যা চিহ্নিত কর। ১০০%
১০। বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলি সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাবলি চিহ্নিত কর। ১০০%
১১। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত সমাজকল্যাণ কর্মসূচিগুলো লিখ। ৯৯%
১২। UNFPA এর পরিচয় দাও। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে UNFPA এর অবদান আলোচনা কর। ৯৯%
১৩। জাতীয় স্বাস্থ্যনীতি, ২০০০/২০০১ এর মূলনীতি ও কর্মকৌশল আলোচনা কর। ৯৮%
১৪। সামাজিক নীতি বলতে কি বুঝ? সমাজিক নীতির উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ আলোচনা কর।
১৫। বাংলাদেশে প্রচলিত প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের বিবরণ দাও?
Tag;Degree 2nd Year social work 3rd Paper Final Suggeation 2023, ডিগ্রি/ডিগ্রী ২য় বর্ষ সমাজকর্ম ৩য় পত্র সাজেশন ২০২৩-ডিগ্রি পাস ২০২১ (ফাইনাল) 💯কমন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)