ডিগ্রি ২য় বর্ষ দর্শন ৪র্থ পত্র সাজেশন ২০২৩
ক-বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি: (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
১. ভারতীয় দর্শনের মূল ভিত্তি কী? উত্তর:- জাগতিক মৌলিক সমস্যার যৌক্তিক বিশ্লেষণ ও সমাধান।(৯৯%)
২. সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা? উত্তর:- মাধবাচার্যের ।
৩. ভারতীয় দর্শন আস্তিক ও নাস্তিক বলতে কী বুঝ? উত্তর:- যারা বেদে বিশ্বাস করে তারা আস্তিক আর যারা বেদে বিশ্বাস করে না তাদের কে নাস্তিক বলে। (৯৯%)
৪. ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলি
কী কী? উত্তর:- চার্বাক ও বৌদ্ধ সম্প্রদায়। (৯৯%)
৫. ভারতীয় দর্শন এর প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ
কর। উত্তর:- আধ্যাত্মিক ও উদার,
ব্যাপক। (৯৯%)
৬. চার্বাক দর্শন কোন ধরনের দর্শন? উত্তর:- লোকায়িত দর্শন।
৭. চার্বাক শব্দের অর্থ কী? উত্তর:- চার্বাক শব্দটির অর্থ চারা+বাক বু মধুর কথা।
৮. চার্বাকদের একটি বিখ্যাত উক্তি লিখ ?
উত্তর:- ঋণ করে ঘি খাও।
৯. জৈন শব্দের অর্থ কী? উত্তর:- জৈন শব্দের উৎপত্তি জিন শব্দ থেকে জিন শব্দের অর্থ হলো জয়ী। (৯৯%)
১০. জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখ । উত্তর:-শ্বেতাম্বর ও দিগম্বর। (৯৯%)
১১. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- মহাবীর।
১২. জৈনমতে দ্রব্য কী? উত্তর:- জৈনমতে যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য। (৯৯%)
১৩. গৌতম বৃদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর:- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে।
১৪. গৌতম বৃদ্ধেরাস নাম কী? উত্তর:- গৌতম বা সিদ্ধার্থ। (৯৯%)
১৫. ত্রিপিটক প্রথম কোন ভাষায় রচিত? উত্তর:- পারি ভাষায়।
১৬. বৌদ্ধ দর্শনের প্রধান সম্প্রদায়গুলো কি কি?
উত্তর:- হীনযান সম্প্রদায় ও মহাযান সম্প্রদায়।
১৭. ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত?
উত্তর:- খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ পর্যন্ত । ১৮. বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কী? উত্তর:- অবিদ্যা।
১৯. নিবার্ণ শব্দের অর্থ কী? উত্তর:- চিরমুক্তি লাভ। (৯৯%)
২০. বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা কয়টি? উত্তর:- আটটি।
২১. সাংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- মহর্ষি কপিলদেব।
২২. ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কারা? উত্তর:- ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় হলো: সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষি, মীমাংসা ও বেদান্ত সম্প্রদায়। (৯৯%)
২৩. সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় কেন? উত্তর:-সাংখ্য দর্শনে দুটি মূলতত্ত্ব তথা পুরুষ ও প্রকৃত স্বীকার করা হয় এজন্য সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। (৯৯%)
২৪. যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- মহর্ষি পুতঞ্চলি ।
২৫. প্রমা শব্দের অর্থ কী? উত্তর:- যথার্থ জ্ঞান।
(৯৯%)
২৬. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- মহর্ষি কণাদ । (৯৯%)
২৭. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- মহর্ষি গৌতম।
২৮. রামানুজের মতে ব্রহ্ম কী? উত্তর:- রামনুজের মতে ব্রহ্ম সগুণ । তিনি ঈশ্বর ।
২৯. বেদ কী? উত্তর:-বেদ হলো হিন্দুদের একটি প্রাচীন ও প্রধান ধর্মগ্রন্থ। সংস্কৃত ভাষায় লিখ । (৯৯%)
৩০. অধিকাংশ ভারতীয় দর্শন কিসের উপর ভিত্তি কওে গড়ে উঠেছে? উত্তর:- বেদের উপর।
৩১. ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত যে কোনো দুটি অভিযোগ লিখ। উত্তর:- ২য় অধ্যায়ে
দেখুন। (৯৯%)
৩২. ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় আছে? উত্তর:- ৯টি।
৩৩. প্রথম তীর্থঙ্করের নাম কী? উত্তর:- ঋষদের। ৩৪. স্যাদ কী? উত্তর:- কোন বস্তু সম্পর্কে কোন অবধারণ প্রকাশ করার সময় শর্তসহ করা উচিৎ। এই শর্ত হলো স্যাদ।। (৯৯%) :-
৩৫. চার্বাকদের মতে বেদ কাদের রচনা? উত্তর বেদ ধৃত ভন্ড ব্রাক্ষ্মণদের রচনা ।
৩৬. স্যাদ বাদ কী? উত্তর:- জৈনগণ বলেন প্রতিটি অবধারনে যদি স্যা; শব্দটি থাকে তবে সৃষ্ট বুঝা যায় য অবধারণটি আংশিক সত্য। জৈনদের এই মতবাদের নামই স্যাদবাদ। (৯৯%)
খ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১) ভারতীয় দর্শন বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য লিখ । [ উত্তর:-ডিগ্রি ২০১৯।। (৯৯%)
২) হীনযান ও মহাযান কি? (উত্তর:- ডিগ্রি ২০১৯।] (৯৯%)
৩) ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন ব্যাখ্যা। [উত্তর:-ডিগ্রি ২০১৭।। (৯৯%)
৪) চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? [উত্তর:-ডিগ্রি ২০১৯।]
৫) চার্বাক জ্ঞানতত্ত্ব আলোচনা কর। [উত্তর:-ডিগ্রি ২০১৭।
৬) জৈন মত অনুযায়ী দ্রবের শ্রেণিবিভাগ আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
৭) জৈন স্যাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
৮) বৌদ্ধ দর্শনর ঈশ্বরের স্থান বর্ণনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
৯) নিবার্ণ লাভের উপায়গুলো আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
১০) নির্বাণের স্বরূপ ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
১১) যোগ বলতে কী বুঝায়? যোগ দর্শনের ত্রিতাপ সম্পর্কে লিখ। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
(৯৯%)
১২) ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কী বুঝায়? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।
১৩) উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
১৪) যোগ দর্শন কী? যোগ দর্শনের কৈবল্যের স্বরূপ ব্যাখ্যা কর। (৯৯%)
১৫) শংকরের মায়াবাদ কী? শংকর ও রামানুজের মতে পার্থক্য লিখ। (৯৯%)
১৬) ন্যায় দর্শনে ব্যাপ্তি কী? সাংখ্য দর্শন মতে কার্যকরণবাদ কী?
গ-বিভাগ যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১) ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
২) চার্বাক নীতিতত্ত্ব ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে। (৯৯%)
৩) সমালোচনাসহ চার্বাক জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে দেখুন।
৪) ভারতীয় দর্শনে কর্মবাদের প্রকৃতি আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
৫) বৌদ্ধ দর্শনের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
৬) বৌদ্ধ দর্শন অনুসারে অনত্যবাদ আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
৭) জৈন নিরীশ্বরবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
৮) সাংখ্য দর্শন অনুযায়ী পুরুষ ও প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।
৯) সাংখ্য জ্ঞানতত্ত্ব সম্পর্কে লিখ। সাংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালের প্রশ্নে।
(৯৯%)
১০) শংকরের মায়াবাদ ব্যাখা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
১১) মীমাংসা জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালের প্রশ্নে।
১২) ভারতীয় দর্শন কী? ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা কর।
১৩) ন্যায় দর্শনে প্রত্যক্ষের শ্রেণিবিন্যাস আলোচনা কর ।
১৪) চার্বাক জ্ঞানতত্ত্বের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও ।
১৫) জগৎ ও জীবের স্বরূপ সম্পর্কে রামানুজের বিশিষ্টদ্বৈতবাদ আলোচনা কর। বিশিষ্টাদ্বৈতবাদ ও কেবলাদ্বৈতবাদের মধ্যে পার্থক্য কর।
১৬) ঈশ্বরের অস্তিত্বের পক্ষে ন্যায় দার্শনিকদের যুক্তিসমূহ ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে। (৯৯%)
Tag:ডিগ্রি ২য় বর্ষ দর্শন ৪র্থ পত্র সাজেশন ২০২৩ - ডিগ্রী পাস ২০২১, Degree 2nd Year philosophy 4th Paper Suggestion 2023
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)