আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।বন্ধুরা পবিত্র ঈদুল আযহা কোরবানীর ঈদ আসলে আমাদের কোরবানি নিয়ে আমাদের কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি ~কোরবানির শর্ত সমূহ তাই আজকে আমরা কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি ~কোরবানির শর্ত সমূহ এটা জানার চেষ্টা করবো।
কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি
- মুসলিম হওয়া
- বিবেকসম্পন্ন হওয়া
- প্রাপ্তবয়স্ক হওয়া
- সামর্থ্য থাকা
- নেসাব পরিমান সম্পদ থাকা।
প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।
আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্ত্ত মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।
কোরবানির শর্ত সমূহ
- মুসলিম হওয়া
- বিবেকসম্পন্ন হওয়া
- প্রাপ্তবয়স্ক হওয়া
- সামর্থ্য থাকা
- নেসাব পরিমান সম্পদ থাকা।
Tag:কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি,কোরবানির শর্ত সমূহ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)