শবে কদর ২০২৫ স্ট্যাটাস,বার্তা,মেসেজ (শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস) | শবে কদর ক্যাপশন | শবে কদর নিয়ে ইসলামিক উক্তি


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


শবে কদর ২০২৩ স্ট্যাটাস,বার্তা,মেসেজ (শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস) | শবে কদর ক্যাপশন | শবে কদর নিয়ে ইসলামিক উক্তি


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের Educationblog24.com এর পক্ষ থেকে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পবিত্র মাহে রমজানের নাজাতের শেষ দশদিন চলতেছে। জানিনা আল্লাহ আমাদেরকে মাফ করে দিছেন কি না। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের উছিলায় আমাদের সবাইকে যেনো মাফ করে দেন-আমিন। 

বন্ধুরা হাদিস শরীফে আসছে বিশ্বনবী (সা:) বলেছেন রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করতে। এখানে নির্দিষ্ট করে কোন রাত হাদিসে উল্লেখ নাই। তাই আমাদেরকে এই রাত বেজোর রাতেই তালাশ করতে হবে। 

প্রিয় পাঠক লাইলাতুল কদর উপলক্ষে অনেকে আছেন ভিবিন্ন সোসাল মিডিয়ায় শবে কদর স্ট্যাটাস,শবে কদর নিয়ে বার্তা,শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস,শবে কদর ক্যাপশন,শবে কদর নিয়ে ইসলামিক উক্তি শেয়ার করে থাকেন। তাই আজকে আমরা ধারুন কিছু শবে কদর স্ট্যাটাস,শবে কদর নিয়ে বার্তা,শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস,শবে কদর ক্যাপশন,শবে কদর নিয়ে ইসলামিক উক্তি শেয়ার করবো আসা করি তোমাদের উপকারে আসবে। 

শবে কদর স্ট্যাটাস

শবে কদর নিয়ে বার্তা

শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস

 শবে কদর ক্যাপশন

>  এ রাতে কুরআনুল কারিম অবতীর্ণ করা হয়েছে।                    (সূরা কদর)
> এ রাতে ফেরেশতা দেরকে সৃষ্টি করা হয়েছে। ( মাজাহেরে হক)
> কদর রাতেই জান্নাতের বৃক্ষ রোপণ করা হয়েছে। ( মাজাহেরে হক (
> এ রাতে আদম (আঃ) এর মৌল সমূহ একত্রিত করা হয়। ( দুররে মানসুর) 
> এ কদর রাতে বনী ইসরায়ীলের তওবা কবুল করা হয়। (দুররে মানসুর) 
> এ রাতে হযরত ঈসা (আঃ) কে আসমানে তুলে নেয়া হয়। ( বায়ানুল কুরআন) 
> এ রাতে তওবা কবুল করা হয়। ( দুররে মানসুর) 
> কদরের রাতে আসমানের দরজা গুলো খোলা থাকে।
> এ রাতে সমুদ্রের পানি মিষ্টি হয়। ( ইবনে কাসীর) 
> এ রাতে লওহে মাহফুজ থেকে রিজিক, বৃষ্টি, জীবন, মৃত্যু, এমনকি হাজীদের সংখ্যা পর্যন্ত নকল করে ফেরেশতা দের দিয়ে দেয়া হয়। ( রুহুল মায়ানী) 

আয়েশা (রাঃ) বর্ণনা করেনঃ

রাসূলে আকরাম (সঃ) রমজান মাসের শেষ দশকে ইবাদত বন্দেগির কাজে এতোই কষ্ট স্বীকার করতেন, যা অন্য কোন সময়ে করতেন না।

                                     -  ( মুসলিম,  তিরমিজি) 

হযরত যয়নব বিনতে সালমা ( রাঃ) বর্ণনা করেনঃ

রমজানের শেষ দশকে নবী করিম (সঃ) তাঁর ঘরের লোকদের মধ্যে রাত জেগে ইবাদত করতে পারে - এমন কাউকে ঘুমাতে দিতেন না বরং প্রত্যেককেই জাগ্রত থেকে ইবাদত করার জন্য প্রস্তুত করতেন।

                                                 - ( উমদাদুল কারী)

হজরত আয়েশা (রাঃ)  থেকে বর্ণিতঃ মহানবী (সাঃ) যখন রমজানের শেষ দশকে গমন করতেন তখন নিজের লুঙ্গি শক্ত ভাবে বেঁধে নিতেন। ( অর্থাৎ ইবাদতের প্রতি খুবই মনোনিবেশ করতেন)  ও রাত্রি জাগ্রত থাকতেন এবং নিজ পরিবারকে জাগিয়ে দিতেন। 

                                                   -( বুখারী ও মুসলিম) 


হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ

আমি আরয করলাম ইয়া রাসূলুল্লাহ ( সাঃ) আপনি বলে দিন, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি কদরের, তাহলে কি দু'আ পড়বো, তিনি উত্তরে বললেনঃ তুমি বলো


' আল্লাহুমা ইন্নাকা আ'ফুয়্যুন; তুহিব্বুল আ'ফওয়া; ফা'ফু আ'ন্নী।'

অর্থঃ ' হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। '


শবে কদর নিয়ে ইসলামিক উক্তি

লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তায়ালা  এভাবে বর্ণণা দেনঃ


إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ

لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْر

سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ


অর্থঃ ' নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে; আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রাত্রিতে ফিরিশতাগণ ও রুহ্ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে।

শান্তিই শান্তি, সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত।

                                         (-সূরাঃ কদর, ১-৫)

আল্লামা সয়ুতি লুবাবুনু নুকূল গ্রন্থে লিখেছেনঃ

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল কওমের এক ব্যক্তি একহাজার মাস আল্লাহর রাস্তায় জেহাদে কাটিয়ে ছিলো। তা শুনে সাহাবাগণ বিস্মিত হয়েছিলো এবং আফসোস করতে লাগলো যে, আমরা কিভাবে এমন নেয়ামত পেতে পারি।

তখন উপরোল্লিখিত সূরা, সূরা কদর নাযিল হয়।


এ রাত সম্বন্ধে বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরুদ্দীন আইনী (রঃ) বলেনঃ

'লাইলাতুল কদর এমন এক রাত্রিকে বুঝায়, যে রাত্রিতে যাবতীয় ব্যাপারে পরিমান নির্ধারণ করা হয়; তার চুড়ান্তরূপ দান করা হয় এবং এক বৎসরের জন্য আল্লাহ তায়ালা এ রাত্রে সকল বিধান ও মর্যাদার ফায়সালা করে দেন।'

Tag:শবে কদর ২০২৫ স্ট্যাটাস,বার্তা,মেসেজ, শবে কদর নিয়ে ফেসবুক স্টাটাস,শবে কদর ক্যাপশন,শবে কদর নিয়ে ইসলামিক উক্তি


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন