পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৫ | পাসপোর্ট করার নিয়ম ২০২৫ বাংলাদেশ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩ | পাসপোর্ট করার নিয়ম ২০২৩


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৫ বিস্তারিত আলোচনা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

পাসপোর্ট করার নিয়ম ২০২৫

প্রিয় পাঠক পাসপোর্ট করার নিয়ম জানতে হলে প্রথমে আপনাকে পাসপোর্ট করার আগে কিছু বিষয় জানতে হবে আসুন সে গুলো জেনে নেই।

প্রিয় পাঠক পাসপোর্ট আপনি ২ ভাবে করতে পারবেন।

  1. নিজে পাসপোর্ট অফিসে গিয়ে (সরাসরি)
  2. যে কোন ট্রাভেলস এর মাধ্যমে। 
  3.  দালালের মাধ্যমে।
এখানে পরামর্শ হলো নিজে সরাসরি না গিয়ে যে কোন ট্রাভেলস এর মাধ্যমে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করে নিবেন। কারন হলো আপনি যদি সরাসরি পাসপোর্ট করতে যান তাহলে আপনাকে পাসপোর্ট অফিসের লোক এইটা সেইটা সমস্যা বলে একটা তারিখ লিখে দিবে যা ১৫/২০ দিন পর আপনাকে আসতে বলবে ফিংগার দেওয়ার জন্য। যেখানে ট্রাভেলস এর মাধ্যমে গেলে আপনি ১ দিনে কোন প্রকার জামেলা ছারাই ফিংগার সহ সব কিছু করে আসতে পারবেন। যদি আপনার কোন লিংক না থাকে তাহলে সরাসরি কখনো যাবেন না। আর যদি লিংক থাকে সেটা অন্য বিষয়। 

যদি কোন ট্রাভেলস এর মাধ্যমে পাসপোর্ট করেন তাহলে তারাই আপনাকে সব কিছু বলে দিবে কি কি লাগবে। আর যদি নিচে করেন তাহলে নিচে থেকে দেখে নিবেন কি কি লাগবে পাসপোর্ট করতে হলে।

  1. পাসপোর্ট করার জন্য পাসপোর্ট এর আবেদন করার জন্য ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে।
  2. আবেদন করার পর ব্যাংকে গিয়ে পাসপোর্ট ফি জমা দিতে হবে।
  3. তারপর সকল ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে।

পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে ২০২৪

১ নাম্ভারঃ- ভোটার আইডি কার্ড (ফটো কপি) ১৮+ বয়স হলে।

বন্ধুরা কোন এক সময় ছিলো জন্মনিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্ট বানানো যেতো কিন্তু বর্তমানে ১৮+ হলে ভোটার আইডি কার্ড ছাড়া নতুন পাসপোর্ট এবং পাসপোর্ট নবায়ন /রিনিউ কোনটাই করতে পারবেন না। তাই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্টের সাথে মিলিয়ে বানিয়ে নিবেন।

২ নাম্ভারঃ-ই পাসপোর্ট আবেদন অনলাইন কপি ( প্রিন্ট কপি)

৩ নাম্ভারঃ- পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি ( প্রিন্ট কপি )

৪ নাম্ভারঃ-পাসপোর্ট ফি প্রদানের শিল্প ( মূল কপি )
৫ নাম্ভারঃ- জন্মনিবন্ধন সনদ ইংরেজি ভার্সন- BRC (যাদের বয়স ১৮ নিচে)
৬ নাম্ভারঃ- নাগরিক সনদ (নতুন পাসপোর্ট বানানোর এর ক্ষেত্রে প্রযোজ্য)
৭ নাম্ভারঃ- পূর্বের পাসপোর্ট এর ফটো কপি এবং মূল কপি ( যাদের আগের পাসপোর্ট আছে )
৮ নাম্ভারঃ- ছোট বাচ্ছা হলে মা বাবার NiD কার্ড (মূল কপি ও ফটো কপি)


ই পাসপোর্ট করতে কি কি লাগে 2023


Required documents:


1.Printed application summary incl. appointment(if any)
2.Identification documents (NID card or Birth certificate)
3.Payment Slip
4.Previous Passport (if any)
5.GO/NOC for govt. service holder(if any)
6.Further documents depends on application nature/correction
7.Printed application form

ই পাসপোর্ট আসতে কত দিন লাগে

নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 15 কার্যদিবসের / 21 দিনের মধ্যে।

এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 7 কার্যদিবসের / 10 দিনের মধ্যে।

সুপার এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে।

এবং সরকারি কর্মচারীদের যাদের এনওসি/অবসরপ্রাপ্ত ডক (পিআরএল) আছে তারা নিয়মিত ফি সহ এক্সপ্রেস সুবিধা পাবেন।

পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

প্রিয় ইউজার এখানে আমরা শুধুমাত্র মাত্র সরকারি যে ফি লাগে এটা উল্লেখ করেছি। যদি আপনি ট্রাভেল এজেন্স এর মাধ্যমে করেন তাহলে আরো বেশি লাগবে। এটা এক এক ট্রেভেলস একেক রকম চার্জ নেয়।

বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট ফি (১৫% ভ্যাট সহ) উল্লেখ করা হলোঃ-

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৫

বন্ধুরা ৪৮ পেইজের ই পাসপোর্ট বানানো সাময়িক ভাবে বন্ধ আছে। এখন ৬৪ পেইজের ই পাসপোর্ট চলতেছে।

e-Passport with 48  years validity

5 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে (৪৮ পেইজ)

  • নিয়মিত ডেলিভারি: 4,025 টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি: 6,325 টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: 8,625 টাকা

e-Passport with 48 pages and 10 years validity

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে (৪৮ পেইজ)

  • নিয়মিত ডেলিভারি : TK 5,750
  • এক্সপ্রেস ডেলিভারি : TK 8,050
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: TK 10,350
e-Passport with 64 pages and 5 years validity

5 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে (৬৪ পেইজ)

  • নিয়মিত ডেলিভারি : TK 6,325
  • এক্সপ্রেস ডেলিভারি : TK 8,625
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি : TK 12,075

e-Passport with 64 pages and 10 years validity

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে (৬৪ পেইজ)

  • নিয়মিত ডেলিভারি: TK 8,050
  • এক্সপ্রেস ডেলিভারি : TK 10,350
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি: TK 13,800

বাংলাদেশ মিশনের সাধারণ আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি


e-Passport with 48 pages and 5 years validity
  • Regular delivery : USD 100
  • Express delivery : USD 150

e-Passport with 48  pages and 10 years validity
  • Regular delivery : USD 125
  • Express delivery : USD 175

e-Passport with 64 pages and 5 years validity
  • Regular delivery : USD 150
  • Express delivery : USD 200

e-Passport with 64 pages and 10 years validity
  • Regular delivery : USD 175
  • Express delivery : USD 225

বাংলাদেশ মিশনের শ্রমিক ও ছাত্রদের জন্য ই-পাসপোর্ট ফি:


e-Passport with 48 pages and 5 years validity
  • Regular delivery : USD 30
  • Express delivery : USD 45
e-Passport with 48 pages and 10 years validity
  • Regular delivery : USD 50
  • Express delivery : USD 75

e-Passport with 64 pages and 5 years validity
  • Regular delivery : USD 150
  • Express delivery : USD 200

e-Passport with 64 pages and 10 years validity
  • Regular delivery : USD 175
  • Express delivery : USD 225

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ 

বন্ধুরা ই পাসপোর্ট এর ৩ টি ধরন রয়েছে

  • অতি জরুরি (সুপার এক্সপ্রেস)
  • জরুরি (এক্সপ্রেস)
  • সাধারণ (নিয়মিত)

অতি জরুরি পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন। আর জরুরি পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে ৭ বা ১০ কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন। আর সাধারন পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে ১৫ বা ২১ কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন।

নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 15 কার্যদিবসের / 21 দিনের মধ্যে।

এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 7 কার্যদিবসের / 10 দিনের মধ্যে।

সুপার এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে।


ই পাসপোর্ট চেক করার নিয়ম

১ নাম্ভার পদ্ধতি

বর্তমান সময়ে আপনি খুব সহজে আপনার পাসপোর্টের অবস্থা অটোমেটিক জানতে পারবেন। এর জন্য আপনাকে নতুন পাসপোর্ট বা রিনিউ করার সময় যেখান থাকে অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে একটি জিমেইল দিতে হবে ঐ জিমেইলটি লগিন করে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে আপনার পাসপোর্ট এর সকল তথ্য অটোমেটিক এই জিমেইলে আসবে। পাসপোর্ট তৈরি হলে জিমেইলে মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই নিজের জিমেইল দিয়ে আবেদন করবেন।

২ নাম্ভার পদ্ধতিঃ-

পাসপোর্ট চেক করার জন্য আপনাকে ই পাসপোর্ট চেক করার অফিশিয়াল ওয়েবসাইটে https://www.epassport.gov.bd/authorization/application-status ডুকে সহজে -যেকোনো একটি প্রবেশ করে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। পাসপোর্ট অফিস থেকে আপনি যে ডেলিভারি স্লিপ পেয়েছেন তাতে অ্যাপ্লিকেশন আইডি (যেমন 4000-100000000) পাবেন
অথবা আপনার অনলাইন আবেদন থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) (যেমন OID1000001234) এবং জন্ম তারিখ বসিয়ে পাসপোর্টের বর্তমান অবস্তা জানতে পারবেন।



পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ | ই পাসপোর্ট চেক করার নিয়ম | E passport check online



৩ নাম্ভার পদ্ধতি

মোবাইলে মেসেজ এর মাধ্যমে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্তা জানতে পারবেন।

1. প্রথমে আপনার ফোনের SMS অপশনে যান ।

2. দ্বিতীয়ত , অবশ্যই সঠিকভাবে ফরম্যাট করতে হবে । MRP ( Space ) EID Number ইআইডি নম্বর সঠিকভাবে লিখুন । উদাহরণস্বরূপ , একজন ব্যক্তি যিনি EID নম্বর 2233442 পেয়েছেন । তাকে " MRP 2233442 " টাইপ করতে হবে ।

3. তৃতীয়ত , 6969 নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠান । 4. তারপর , আপনি ফিরতি SMS এর মাধ্যমে পাসপোর্টের অবস্থা জানতে পারবেন ।

এই ভাবে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। আসা করি আজকের আমাদের এই আর্টিকেল আপনার ভালো লাগবে।

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম

আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম

আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম একি রকম শুধুমাত্র আপনার পাসপোর্ট আবেদন করার সময় আর্জেন্ট করবেন নাকি সাধারন করবেন এটা বলে দিবেন।

ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ

আমাদের আর্টিকেলে ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 

Tag:পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৫, পাসপোর্ট করার নিয়ম ২০২৫


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post