রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা [নিয়ম কানুন]| রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম | সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা [নিয়ম কানুন]| রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম | সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা


আসছালামু আলাইকুম? প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমাদের বিবাহিত ভাই ও বোনেরা জানা জরুরি।আজকের আমাদের বিষয়টি হলো রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা -রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম -সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা। আসুন জেনে নেই রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা - রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম - সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা


রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা 

 রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা:- প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা একজন মুসলিমকে তার স্ত্রীর সাথে সহ*বাস করার অনুমতি দেওয়া হয় রোযা ভাঙ্গার পর এবং ফজর পর্যন্ত।

রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম 

ইসলামের প্রাথমিক পর্যায়ে একটি নির্দেশ এ রকম ছিল যে, রোযার ইফতারী করার পর থেকে এশার নামায অথবা ঘুমিয়ে পড়া পর্যন্ত পানাহার এবং স্ত্রীর-সহবাস করার অনুমতি ছিল। ঘুমিয়ে গেলে এগুলোর কোনটাই করা যেত না। পরিষ্কার কথা যে, মুসলিমদের জন্য এই বাধ্য-বাধকতা বড়ই কঠিন ছিল এবং এর উপর আমলও বড় কষ্টকর ছিল। মহান আল্লাহ উক্ত আয়াতে এই দু'টি নিষেধাজ্ঞাই উঠিয়ে নিয়ে ইফতারী থেকে ফজর উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে যৌনক্ষুধা নিবারণের অনুমতি দান করলেন। 

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা পবিত্র কোরআনের শুরা বাকারা ১৮৭ নাম্ভার আয়াতে আল্লাহ তায়ালা বলেছে:-

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ عَلِمَ اللّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ فَالآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُواْ مَا كَتَبَ اللّهُ لَكُمْ وَكُلُواْ وَاشْرَبُواْ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّواْ الصِّيَامَ إِلَى الَّليْلِ وَلاَ تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরন কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব, এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। [২:১৮৭]

উপরুক্ত আয়াত থেকে বুঝা গেলো রাতের বেলা ফজরের আগ পর্যন্ত যে কোন সময় স্ত্রী সহবাস করা যাবে।

সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে কিনা

উত্তর: না সেহরি খাওয়ার পর সহবাস করা যাবে না। রোজা অবস্থায় স্ত্রী সহবাসকে হারাম করা হয়েছে।


প্রশ্ন ও উত্তর

নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না?

উত্তর: হ্যা নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে এতে রোজার কোন ক্ষতি হবে না। তবে নামাজের আগে অবশ্যই পবিত্রতা হাছিল করতে হবে।

দিনের বেলা স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে?

উত্তর: না দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে যাবে না। তবে নামাজের আগে অবশ্যই গোসল করে নিতে হবে। নাপাক অবস্তায় রোজা হয়ে যাবে কিন্তু নামাজ হবে না।

রমজানে পুরুষের স্ত্রীর পাশে ঘুমানো কি জায়েজ?

উত্তর:- রমজানে পুরুষের জন্য স্ত্রীর পাশে ঘুমানো জায়েজ।  প্রকৃতপক্ষে, একজন পুরুষের জন্য রোযা থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া জায়েজ, যতক্ষণ না সহ*বাস বা বী*র্যপাত না হয়।

কিস করলে কি রোজা ভেঙে যায়

উত্তর: কিস করলে রোজা ভাঙ্গবে না। একজন পুরুষের জন্য রোযা থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া জায়েজ, যতক্ষণ না সহ*বাস বা বী*র্যপাত না হয়।

Tag: রমজানে স্বামী স্ত্রীর মেলামেশা, রমজান মাসে রাতে স্ত্রী সহবাসের নিয়ম, সেহরি খাওয়ার পর সহ*বাস করা যাবে কিনা


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post