ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১২০০১) সেশন ২০২২ 💯কমন | সমাজবিজ্ঞান সাজেশন PDF | Degree 1st Year Sociology 1st Paper Suggestion 2024

 


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের ২৩ এপ্রিল সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে। 

    
       

    ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪ (সেশন ২০২২)

    প্রিয় শিক্ষার্থী নিচে ডিগ্রি ১ম বর্ষের সমাজবিজ্ঞানী ১ম পত্র সাজেশন ২০২৪ ফাইনাল সাজেশন দেওয়া হলো দেখে নিন।

    ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও]


    ১। পূর্ণরূপ লিখ-AIDS, STD, 

    ২। ঐতিহাসিক পদ্ধতি কী?

    উঃ ঐতিহাসিক আলোকে সামাজিক ঘটনাবলি বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাকেই ঐতিহাসিক পদ্ধতি বলে। 

    ৩। ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার?

    উঃ Max ওয়েবার কতৃত্বকে তিনভাগে ভাগ করেছেন।

    যথা: ১. ঐতিহ্য পরম্পরা কর্তৃত্ব, ২. বৈধ যুক্তি সিদ্ধ কর্তৃত্ব ও ৩. সম্মোহনী কর্তৃত্ব।

    ৪। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

    উঃ সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ। 

    ৫। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান"- উক্তিটি কার?

    উঃ সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম (E. Durkhim ) ।

    ৬। যান্ত্রিক সংহতি কী? • বুঝিয়েছেন, 

    উঃ ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন,যেখানে সভ্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান।

    ৭। বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।

    উঃ বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হলো-মাটির হাড়ি।

    ৮। সরোরেট কী?

    উঃ কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।

    ৯। সামন্ত সমাজে মুখ্য শ্রেণিসমূহ কী?

    ১০। ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ দাও। উঃ ট্রেডমার্ক নকল করা।

    ১১। জেন্ডার কী?

    উঃ জেন্ডার হরো নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন। 

    ১২। বিশ্বায়ন কী?

    উঃ বিশ্বের সকল জাতি রাষ্ট্রকে ক্রমশ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে অভিন্ন সূত্রে সমন্বিত করার এক বিশেষ প্রক্রিয়া হচ্ছে বিশ্বায়ন।

    ১৩। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে? 

    উঃ ড. নাজমুল করিম।

    ১৪। "সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান - উক্তিটি কার?

    উঃ সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ-এর। 

    ১৫। 'Suicide' গ্রন্থটি কার লেখা?

    উঃ এমিল ডুর্খেইম-এর লেখা। 

    ১৬। সংস্কৃতির ধরনগুলো কী?

    উঃ বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। 

    ১৭। সামাজিক মিথক্রিয়া কী?

    উঃ সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, নৈকট্য সহযোগিতা ইত্যাদির সমন্বয় হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া।

    ১৮। প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।

    উঃ প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ হলো বিদ্যালয়। 

    ১৯। পরিবার গঠনের পূর্বশর্ত কী?

    উঃ পরিবার গঠনের পূর্বশর্ত হচ্ছে বিবাহ।

     ২০। সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?

    উঃ সামাজিক স্তরবিন্যাস ৪ প্রকার। যথা- (ক) দাস প্রথা, (খ) জাতিবর্ণ প্রথা, (গ) এস্টেট প্রথা এবং (ঘ) সামাজিক শ্রেণি ও মর্যাদা।

    ২১। সামাজিক অসমতার প্রধান কারণ কী?

    উঃ সামাজিক অসমতার প্রধান কারণ হলো অর্থনৈতিক।

    ২২। কার্ল মার্কস এর মতে, সমাজ বিবর্তনের স্তর কয়টি?

    উঃ ৫টি। যথা- (১) আদিম সাম্যবাদী সমাজ, (২) দাস সমাজ, (৩) সামন্তবাদী সমাজ, (৪) পুঁজিবাদী সমাজ ও (৫) সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত হয়।

    ২৩। "সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান" উক্তিটি কার?

     উঃ লোস্টার ফ্রাংক ওয়ার্ড এবং উইলিয়াম, গ্রাহাম সামনার ।

     উঃ সামন্ত সমাজের মুখ্য শ্রেণি হলো- এলিট শ্রেণি, বুদ্ধিজীবি শ্রেণি ও ধণিক শ্রেণি।


    ২৪। "সমাজবিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করেছে এবং সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে।"-উক্তিটি কার?

    উঃ হেনরি পঁয়কর।

    ২৫। "আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা"- উক্তিটি কার?

    উঃ ম্যাকাইভার ও পেজ।

    ২৬। সামাজিক মিথস্ক্রিয়া কি?

    উঃ সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, নৈকট্য ও সহযোগিতা ইত্যাদির সমন্বয় হচ্ছে সামাজিক মিথষ্ক্রিয়া। 

    ২৭। পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি কি কি?

    উঃ পুঁজিবাদ হচ্ছে সমাজের এমন একটি ব্যবস্থা যেখানে মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত সম্পত্তি গড়ে তোলার ও ব্যবসার দ্বারা অবাধ মুনাফা লাভের স্বাধীনতা থাকে।

    ২৮। সম্মোহনী কর্তৃত্ব কি?

    উঃ সম্মোহনী কর্তৃত্ব হচ্ছে সেই ধরনের কর্তৃত্ব যা ব্যক্তির বিশেষ যোগ্যতা, ক্ষমতা এবং গুণাবলির দ্বারা পরিচালিত। ২৯। The Division of Labour in Society গ্রন্থটি কার লেখা?

    উঃ এমিল ডুর্খেইমের।

    ৩০। একজন 'আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লিখ ।

    উঃ W. W. Rostow.

    ৩১। "সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে"-উক্তিটি কার?

    উঃ উক্তিটি ম্যাকাইভার এবং পেজ এর।

    ৩২। মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও।

    উঃ সেরিবার একটি মুখ্য গোষ্ঠী।

    ৩৩। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের প্রধান দু'টি সামাজিক শ্রেণির নাম লিখ?

     উঃ দাসপ্রথার প্রধান দুইটি শ্রেণির নাম হলো- (ক) জাজক শ্রেণি ও (খ) অভিজাত শ্রেণি। 

    ৩৪। Positive Philosophy' গ্রন্থের রচয়িতা কে

     উঃ 'Positive Philosophy গ্রন্থের রচয়িতা অগাস্ট কোঁৎ-এর লেখা।

    ৩৫। বৈজ্ঞানিক পদ্ধতি কী?

    উঃ যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক বা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বল

     ৩৬। 'Culture' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

    উঃ Culture শব্দটি ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।

    ৩৭। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি? উঃ শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম। 

    ৩৮। প্রতিষ্ঠান কী?

    উঃ প্রতিষ্ঠান বলতে কতকগুলো পন্থা বা পদ্ধতিকে বুঝায়; যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত।

    ৩৯। কে দাসদেরকে 'জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন? 

    উঃ এরিস্টটল দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন।

    ৪০। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। 

    উঃ সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তনসহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। 

    ৪১। বিভিন্নমুখী মেলামেলা তত্ত্বটি কে দিয়েছেন? 

    উঃ E. H. Sutherland ই এইচ (সাদারল্যান্ড)।

    ৪২। পদ্ধতি কী?

    উঃ কোন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগুতে হয় তাই হচ্ছে পদ্ধতি। 

    ৪৩। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।

    উঃ মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হলো অবস্তুগত তম সংস্কৃতি। 


    খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]


    ১। যৌতুক প্রথা কী? ১০০%

    ২। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। এর প্রকৃতি লিখ। ১০০%

    ৩। সামাজিক জরিপ কী? ১০০%

    ৪। সংস্কৃতির ও সভ্যতার সংজ্ঞা দাও। ১০০%

    ৫। সামাজিকীকরণ বলতে কী বুঝ? 100% 

    ৬। শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%

     ৭। সামান্তবাদ ও পুঁজিবাদ বলতে কী বুঝ? ১০০%

    ৮। সংক্ষেপে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০% 

    ৯। ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বুঝ? ১০০%

    ১০। "লোকাচার" ও "লোকরীতির" মধ্যে পার্থক্য লিখ। ১০০%

    ১১। উলম্বী গতিশীলতা কাকে বলে? ৯৯% 

    ১২। অপরাধ ও বিচ্যুতি কাকে বলে? ৯৯%

    ১৩। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে? পার্থক্য লিখ। ৯৯%

    ১৪। আমলাতন্ত্র ও বেকারত্ব কাকে বলে? ৯৯% 

    ১৫। দূর্যোগ কি? দূর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো লিখ। ৯৯%


    গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 


    ১। সমাজবিজ্ঞান কী? সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%

    ২। বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর। ১০০%

    ৩। সংস্কৃতির ব্যবধান কী? সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০% 

    ৪। সামাজিক স্তরবিন্যাস কী। সামাজিক স্তরবিন্যাসের ধরণসমূহ আলোচনা কর। ১০০%

    ৫। দারিদ্র্য কী? বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো আলোচনা কর। ১০০%

    ৬। সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি আলোচনা কর। ১০০% 

    ৭। সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা কর। ১০০%

    ৮। সম্পত্তির সংজ্ঞা দাও। মানব সমাজে সম্পত্তির বিবর্তন আলোচনা কর। ১০০% 

    ৯। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ৯৯%

    ১০। সংস্কৃতি ও সভ্যতা কি? সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা কর। ১০০%

    ১১। সমাজ কাঠামো কী? সমাজ কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর। ৯৯% 

    ১২। নারী নির্যাতন কী? বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে তুমি কিকি সুপারিশ করবে? আলোচনা কর। ৯৯%

    ১৩। সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%,

    ১৪। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা লিখ?

    ১৫। পরিবার কী? একটি আধুনিক পরিবারের কার্যাবলি আলোচনা কর। ৯৮%

    Tag;ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১২০০১) সেশন ২০২২ 💯কমন,সমাজবিজ্ঞান সাজেশন PDF, Degree 1st Year Sociology 1st Paper Suggestion 2023 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন