আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আজকে আমরা তোমাদের পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৪ শেয়ার করবো। আসা করি যারা পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৪ জানতে চান তোমাদের জন্য উপকার হবে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালে সাধারন ছুটি ১৪ দিন,নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন,ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ৫ দিন, ঐচ্ছিক ছুটি ( হিন্দু পর্ব) ৯ দিন,ঐচ্ছিক ছুটি ( খ্রিস্টান পর্ব) ৮ দিন,ঐচ্ছিক ছুটি ( বৌদ্ধ পর্ব) ৫ দিন।
পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৪
শনিবার কি পাসপোর্ট অফিস খোলা থাকে ?
না, শনিবার পাসপোর্ট অফিস বন্ধ থাকে।
পাসপোর্ট অফিস কয়টা পর্যন্ত খোলা থাকে?
পাসপোর্ট অফিস সাধারণত বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। তবে কাজের চাপ থাকলে একটু বেশী সময় খোলা রাখা হয় কখনো কখনো।
পাসপোর্ট অফিস খোলার সময়
পাসপোর্ট অফিস খোলা হয় সকাল ৯ টায় এবং কার্যক্রমন শুরু হয় ৯:১৫ থেকে।
পাসপোর্ট অফিস কবে বন্ধ থাকে?
পাসপোর্ট অফিস শুক্র এবং শনিবার বন্ধ থাকে এবং সরকার কতৃক ঘোষিত ছুটির দিনেও বন্ধ থাকে।
Tag:পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৪ (সরকারি ছুটি), Passport Office Holiday 202
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)