এলপিজি গ্যাসের দাম ২০২৪ (জুন) | এলপিজি গ্যাসের দাম কত | এলপি গ্যাসের দাম 2024



আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। বন্ধুরা  এলপিজি গ্যাসের দাম ২০২৪  নিয়ে আজকের আমাদের এই আর্টিকেল। আসা করি বিস্তারিত আর্টিলে পড়লে এলপি গ্যাসের দাম ২০২৩ সম্পর্কে জেনে যাবেন।


এপ্রিল ২০২৪ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত Saudi CP প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১৫.০০ মার্কিন ডলার এবং ৬২০.০০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় Saudi CP প্রতি মেট্রিক টন ৬১৮.২৫ মার্কিন ডলার বিবেচনায় এপ্রিল ২০২৪ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য নিম্নলিখিতভাবে সমন্বয় করা হলো:


(ক) বেসরকারি এলপিজি'র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২০.১৮ টাকায় এবং বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মুসকসহ মূল্য নিম্নরূপভাবে সমন্বয় করা হলো:

   
       

    এলপিজি গ্যাসের দাম কত ২০২৪

    কেজি

    দাম

    ১২ কেজির সিলিন্ডারের দাম ২০২৪

     ১৪৪২ টাকা
    ১৫ কেজি সিলিন্ডারের দাম ২০২৪ ১৮০৩ টাকা

    ২০ কেজি সিলিন্ডারের দাম ২০২৩

    ২৪০৪ টাকা



    (খ) রেটিকুলেটেড পদ্ধতিতে (1) তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৬.৩৬ টাকায় এবং (ii) গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মুসকসহ মূল্য প্রতি লিটার ০.২৫৮৬ টাকায় বা প্রতি ঘনমিটার ২৫৮.৬০ টাকায় সমন্বয় করা হলো।

    (গ) ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৬.২১ টাকায় সমন্বয় করা হলো।

    ২। সমন্বয়কৃত উক্ত মূল্য ২০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ/ ০৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

    ৩। ০৩ মার্চ ২০২৪ তারিখে জারীকৃত বিইআরসি আদেশ নম্বর: ২০২৪/০৩ অনুযায়ী সরকারি এলপিজি'র ডিলার/রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মুসকসহ মুল্যহার প্রতি ১২.৫০ কেজি ৬৯০.০০ টাকা অপরিবর্তিত থাকবে।

    81 প্রত্যেক এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সী এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ পরবর্তী মূল্যে (মূসক- উত্তর/মুসকসহ) ডিস্ট্রিবিউটরের নিকট এলপিজি বিক্রয় করবে এবং সে অনুযায়ী মূসক চালান/ডেলিভারি অর্ডার (ডিও) প্রদান করবে।

    ৫। কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/অটোগ্যাস বিক্রয় করা যাবে না।

    ৬। ২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/ ১০ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত বিইআরসি আদেশ নম্বর: ২০২১/০৭ এর অন্যান্য আদেশ ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

    ৭। বিস্তারিত মূল্য সমন্বয় আদেশ (বিইআরসি আদেশ নম্বর: ২০২৪/০৪) কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ পাওয়া যাবে।

    এলপি গ্যাসের দাম ২০২৪


    বোতলজাত এলপিজির দাম ২০২৪

    • ৫.৫ কেজির দাম ৬৬১ টাকা 
    • ১২ কেজি ১৪৪২ টাকা
    •  সাড়ে ১২ কেজি ১৫০৩ টাকা, 
    • ১৫ কেজি ১৮০৩ টাকা 
    • ১৬ কেজি ১৯২৩ টাকা 
    • ১৮ কেজি ২১৬৩ টাকা 
    • ২০ কেজি ২৪০৪ টাকা 
    • ২২ কেজি ২৬৪৪ টাকা 
    •  ২৫ কেজি ৩০০৫ টাকা,
    •  ৩০ কেজি ৩৬০৫ টাকা 
    • ৩৩ কেজি ৩৯৬৬ টাকা 
    • ৩৫ কেজি ৪২০৬ টাকা 
    • ৪৫ কেজির এলপিজির দাম ৫৪০৮ টাকা।




    Tag:এলপিজি গ্যাসের দাম ২০২৪ (জানুয়ারি),এলপিজি গ্যাসের দাম কত | এলপি গ্যাসের দাম 202


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন