আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে। যথাঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতুর কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে। সকল ঋতুর বিরাজকাল সমান না-হলেও হিসাবের সুবিধার্থে পঞ্জিকা বৎসরকে সমমেয়াদী কয়েকটি ঋতুতে বিভাজন করা হয়। যেমনঃ বাংলাদেশে ছয়টি ঋতুর প্রতিটির মেয়াদ দুই মাস ধরা হয়েছে।
কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি
বাংলা কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয়
- বৈশাখ ও জৈষ্ঠ্য মাস নিয়ে গ্রীষ্মকাল।
- আষার ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল।
- ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল।
- কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল।
- পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।
- ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল।
Tag:কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)