ফ্রান্স বনাম মরক্কো লাইভ,পরিসংখ্যান,স্কোয়াড (ফ্রান্স Vs মরক্কো সেমিফাইনাল ) | france vs morocco head to head

ফ্রান্স বনাম মরক্কো লাইভ,পরিসংখ্যান,স্কোয়াড (ফ্রান্স Vs মরক্কো সেমিফাইনাল ) | france vs morocco head to head


ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ কাতারে খেলা হচ্ছে এবং ১৮ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। ফিফা বিশ্বকাপ 2022-এ, 32টি ফুটবল দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অংশ নিয়েছিল, দলগুলিকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে।  ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর বিজয়ী নির্ধারণ করতে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ২৯ দিনে মোট ৬৪টি  খেলা হবে। ৩২ টি দলের মধ্যে ১৬ টি দল ১৬ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে রাউন্ড ১৬ খেলা শেষ হয়ে রাউন্ড ১৬ থেকে ৮ টি দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো। কোয়ার্টার ফাইনাল শেষে ৮ টি দল থেকে ৪ টি দল সেমিফাইনাল খেলবে যা আগামী ১৪,১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার পর ৪ টি দল থেকে ২ টি দল ফাইনাল খেলবে। তো বন্ধুরা আজকে আমরা কাতার বিশ্বকাপের সেমিফাইনালের ২ টি দল ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের ভালো লাগবে।

   
       

    ফ্রান্স বনাম মরক্কো 

    কাতার বিশ্বকাপে এই পর্যন্ত সেমিফাইনালে ঠিকে থাকা দুটি শক্তিশালী দল হলো ফ্রান্স ও মরক্কো। ফ্রান্স তো এমনি শক্তিশালী দল এটা আমরা সবাই জানি। কিন্তু মরক্কো হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে রাউন্ড ১৬ তে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের আরেকটি শক্তিশালী দল পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। স্পেন,পর্তুগালের মত শক্তিশালী দলকে হারাতে পেরেছে এই মরক্কো তাহলে কি সেমিফাইনালে পারবে এমবাপ্পে এর ফান্সকে হারাতে? তাহলে আমরা পূর্বের পরিসংখ্যান এর দিকে লক্ষ না করে বর্তমানে তারা যে ভালো পারফরমেন্স করতেছে এই দিকে লক্ষ রাখলে মরক্কোর জেতার সম্ভাবনা আছে।

    ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল কবে?

    •  কাতার বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম মরক্কোর সেমিফাইনাল খেলা হবে ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।

    ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যানে কে এগিয়ে?

    ফ্রান্স বনাম মরক্কোর এই পর্যন্ত ১১ টি ম্যাচে মুখামুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭ বার আর মরক্কো ১ বার এবং ৩ বার ড্র হয়েছে। তাই পরিসংখ্যান লক্ষ করলে ফ্রান্স এগিয়ে।নিচে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হলোঃ-

    ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান 

    তারিখম্যাচবিজয়ী দলগোলের সংখ্যাপ্রতিযোগিতা
    ২৮ এপ্রিল ১৯৬৩ফ্রান্স বনাম মরক্কোমরক্কো২-১A v B
    ২০ মার্চ ১৯৬৬ফ্রান্স বনাম মরক্কোড্র২-২B v A
    ১০ সেপ্টেম্বর ১৯৬৭ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স০-২Mediterranean Games
    ৪ সেপ্টেম্বর ১৯৭৫ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স১-১Mediterranean Games
    ১৭ সেপ্টেম্বর ১৯৮৭ফ্রান্স বনাম মরক্কোড্র০-০Mediterranean Games
    ৫ ফেব্রুয়ারি ১৯৮৮ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স২-১Four Nations Tournament
    ২৩ জানুয়ারি ১৯৯৬ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স১-০Under-21 v A
    ২৯ মে ১৯৯৮ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স২-২King Hassan II Cup
    ২০ জানুয়ারি ১৯৯৯ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স১-০International Friendly
    ৬ জুন ২০০০ফ্রান্স বনাম মরক্কোফ্রান্স১-৫Hassan II Tournament
    ১৬ নভেম্বর ২০০৭ফ্রান্স বনাম মরক্কোড্র২-২International Friendly

    Tag:ফ্রান্স বনাম মরক্কো লাইভ,পরিসংখ্যান,স্কোয়াড (ফ্রান্স Vs মরক্কো সেমিফাইনাল ),france vs morocco head to head 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন