ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ কাতারে খেলা হচ্ছে এবং ১৮ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। ফিফা বিশ্বকাপ 2022-এ, 32টি ফুটবল দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অংশ নিয়েছিল, দলগুলিকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর বিজয়ী নির্ধারণ করতে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ২৯ দিনে মোট ৬৪টি খেলা হবে। ৩২ টি দলের মধ্যে ১৬ টি দল ১৬ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে রাউন্ড ১৬ খেলা শেষ হয়ে রাউন্ড ১৬ থেকে ৮ টি দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো। কোয়ার্টার ফাইনাল শেষে ৮ টি দল থেকে ৪ টি দল সেমিফাইনাল খেলবে যা আগামী ১৪,১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার পর ৪ টি দল থেকে ২ টি দল ফাইনাল খেলবে। তো বন্ধুরা আজকে আমরা কাতার বিশ্বকাপের সেমিফাইনালের ২ টি দল ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের ভালো লাগবে।
ফ্রান্স বনাম মরক্কো
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল কবে?
- কাতার বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম মরক্কোর সেমিফাইনাল খেলা হবে ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যানে কে এগিয়ে?
ফ্রান্স বনাম মরক্কোর এই পর্যন্ত ১১ টি ম্যাচে মুখামুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭ বার আর মরক্কো ১ বার এবং ৩ বার ড্র হয়েছে। তাই পরিসংখ্যান লক্ষ করলে ফ্রান্স এগিয়ে।নিচে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হলোঃ-
ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান
তারিখ | ম্যাচ | বিজয়ী দল | গোলের সংখ্যা | প্রতিযোগিতা |
২৮ এপ্রিল ১৯৬৩ | ফ্রান্স বনাম মরক্কো | মরক্কো | ২-১ | A v B |
২০ মার্চ ১৯৬৬ | ফ্রান্স বনাম মরক্কো | ড্র | ২-২ | B v A |
১০ সেপ্টেম্বর ১৯৬৭ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ০-২ | Mediterranean Games |
৪ সেপ্টেম্বর ১৯৭৫ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ১-১ | Mediterranean Games |
১৭ সেপ্টেম্বর ১৯৮৭ | ফ্রান্স বনাম মরক্কো | ড্র | ০-০ | Mediterranean Games |
৫ ফেব্রুয়ারি ১৯৮৮ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ২-১ | Four Nations Tournament |
২৩ জানুয়ারি ১৯৯৬ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ১-০ | Under-21 v A |
২৯ মে ১৯৯৮ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ২-২ | King Hassan II Cup |
২০ জানুয়ারি ১৯৯৯ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ১-০ | International Friendly |
৬ জুন ২০০০ | ফ্রান্স বনাম মরক্কো | ফ্রান্স | ১-৫ | Hassan II Tournament |
১৬ নভেম্বর ২০০৭ | ফ্রান্স বনাম মরক্কো | ড্র | ২-২ | International Friendly |
Tag:ফ্রান্স বনাম মরক্কো লাইভ,পরিসংখ্যান,স্কোয়াড (ফ্রান্স Vs মরক্কো সেমিফাইনাল ),france vs morocco head to head
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)