এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ফিন্যান্স সাজেশন | Hsc Finance Banking & Bima 1st Paper Suggestion 2022

এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ফিন্যান্স সাজেশন  | Hsc Finance Banking & Bima 1st Paper Suggestion 2022


আসছালামু আলাইকুম সম্মানিত এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের মানবিক শাখার গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের উপকারে আসবে।  আমাদের দেওয়া সকল সাজেশন ১০০% কমন হয়ে থাকে তাই আসা করি এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২২ 💯 কমন আসবে।


   
       

    এইচএসসি ফিন্যান্স ১ম পত্র সাজেশন ২০২২


    'ক' নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

    জ্ঞানমূলক প্রশ্ন


    ১ম অধ্যায়: অর্থায়নের সূচনা


    ১। ব্যবসায় অর্থায়ন কী?

    উত্তর: ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায় ।

    ২। তারল্য কী?

    উত্তর: কোনো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতাকে তারল্য বলে।

    ৩। অর্থায়ন কী?

    উত্তর: অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া।

    ৪। অর্থায়নের সামাজিক দায়িত্ব কী ?

    উত্তর: সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় প্রতিষ্ঠানের দায়িত্বকে অর্থায়নের সামাজিক দায়িত্ব বলে।

    ৫। সরকারি অর্থায়ন কী?

    উত্তর: সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে ব্যয় করেন। এই ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে, যা সরকারি অর্থায়ন। 

    ৬। মুনাফা সর্বোচ্চকরণ কী?

    উত্তর: কোনো ফার্ম বা ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা (শেয়ারপ্রতি আয়) বৃদ্ধি করাকে মুনাফা সর্বোচ্চকরণ বলে।

    ৭। তারল্য ও মুনাফা নীতি কী?

    উত্তর: তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য ও মুনাফা নীতি বলে।

    ৮। তহবিলের বণ্টন কী?

    উত্তর: অর্জিত মুনাফার কী পরিমাণ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হবে এবং কী পরিমাণ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য রেখে দিবে এ ব্যাপারে গৃহীত সিদ্ধান্তকে তহবিলের বণ্টন বলে ।

    ৯। ব্যবসায় নৈতিকতা কী?

    উত্তর : ব্যবসায় নৈতিকতা বলতে ব্যবসায়ের কোন কাজ করা উচিত বা কেমন আচরণ প্রদর্শন করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় এ সংক্রান্ত বিষয়কে বোঝায়।

    ১০। পোর্টফোলিও কী?

    উত্তর: একের অধিক আর্থিক সম্পদ বা সিকিউরিটিজের সমাহারকে পোর্টফোলিও বলে।

    ১১। কাম্য মূলধন কাঠামো কী?

    উত্তর: যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয়, তাকে কাম্য মূলধন কাঠামো বলে।


     ৩য় অধ্যায়: অর্থের সময়মূল্য ।


    ১। অর্থের সময়মূল্য কী?

    উত্তর: সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলা হয়।

    ২। বার্ষিক বৃত্তি কী? / বার্ষিকী কী?

    উত্তর: একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে ৷

    ৩। অর্থের বর্তমান মূল্য কী?

    উত্তর: ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের বা বর্তমান সময়ের যে মূল্য তাকে অর্থের বর্তমান মূল্য বলে।

    ৪। ভবিষ্যৎ মূল্য কী?

    উত্তর: বর্তমানে প্রচলিত অর্থের মূল্য ভবিষ্যতে বৃদ্ধি পেয়ে যে মূল্যে স্থির হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে।

    ৫। মিশ্র নগদ প্রবাহ কী?

    উত্তর: নির্দিষ্ট সময় পর্যন্ত অসমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে মিশ্র নগদ প্রবাহ বলে।

    ৬। সরল সুদ কী?

    উত্তর: শুধু আসলের ওপর প্রতি বছর সুদ প্রদান করা হলে তাকে সরল সুদ বলে।

    ৭। সুযোগ ব্যয় কী?

    উত্তর: কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যা অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় হিসাবে বিবেচিত হয়।

    ৮। বাট্টাকরণ কী?

    উত্তর: প্রতিবছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করাই বাট্টাকরণ।

    ৯। চক্রবৃদ্ধিকরণ কী?

    উত্তর: অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে।

    ১০। ঋণ পরিশোধ সূচি কী?

    উত্তর: গৃহীত ঋণের অর্থ পরিশোধ, প্রতি কিস্তির সাথে আসল ও সুদ এবং অপরিশোধিত ঋণের অংশ দেখিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে ঋণ পরিশোধ সূচি বলে।

    ১১। সুদ কাকে বলে?

    উত্তর: কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য যে চার্জ পরিশোধ করতে হয় সাধারণভাবে তা সুদ নামে পরিচিত।

    ১২। নামিক সুদের হার কী?

    উত্তর: ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে।

    ১৩। চক্রবৃদ্ধি সুদ কী?

    উত্তর: সুদাসলের উপর যে সুদ প্রদান করা হয় তাই চক্রবৃদ্ধি সুদ ।

    ১৪। সময় রেখা বা টাইমলাইন কী?

    উত্তর: সময় রেখা হচ্ছে আনুভূমিক রেখা যার সর্ববামে শূন্য থাকে এবং পরবর্তীতে বাম থেকে ডান পর্যন্ত ভবিষ্যৎ সময় উল্লেখ থাকে, যার মাধ্যমে নগদ প্রবাহ দেখানো যায়।

    ১৫। প্রকৃত বা কার্যকরী সুদের হার কী?

    উত্তর: ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে।

    ১৬। '৭২' বিধি কী?

    উত্তর: '৭২' বিধি বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বুঝায় ।

    ১৭। বিধি '৬৯' কী?

    উত্তর: বিধি '৬৯' বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায় ।


    ৮ম অধ্যায়: মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত


    ১। মূলধন বাজেটিং কী?

    উত্তর: মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া।

    ২। বিনিয়োগ ফেরতকাল কাকে বলে?

    উত্তর: কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসে তাকে বিনিয়োগ ফেরতকাল বলে।

    ৩। পরস্পর বর্জনশীল প্রকল্প কী ? উত্তর: পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয়।

    ৪। স্বাধীন প্রকল্প কী?

    উত্তর: স্বাধীন প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেক্ষেত্রে একটি প্রকল্প অন্য কেনো প্রকল্পের সাথে প্রতিযোগিতা করে না ।

    ৫। প্রকল্প কী?

    উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তই হলো প্রকল্প ।

    ৬। গ্রহণ-বর্জন সিদ্ধান্ত কী?

    উত্তর: একাধিক প্রকল্পের ক্ষেত্রে লাভজনকতার ভিত্তিতে কোন প্রকল্প গ্রহণ করা হবে এবং কোন প্রকল্প বর্জন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলে ।

    ৭। IRR-এর পূর্ণরূপ লিখ ।

    উত্তর: Internal Rate of Return.

     ৮। আন্ত:আয় হার/অভ্যন্তরীণ আয় হার কী?

    উত্তর: যে বাট্টার হারে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয় সেই বাট্টার হারই হলো আন্ত:আয় হার।

    ৯। প্রকল্প কী?

    উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তই হলো প্রকল্প ।

    ১০। মূলধন রেশনিং কী ?

    উত্তর: মূলধন রেশনিং বলতে মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক মূলধন বরাদ্দ দেওয়াকে বোঝায় ।

    ১১। পরিশোধকাল কাকে বলে?/পে-ব্যাক সময় কী?

    উত্তর: বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসে তাকে পরিশোধকাল বলে।

    ১২। অবচয় কী?

    উত্তর: স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে ।

    ১৩। মূলধন জাতীয় ব্যয় কী?

    উত্তর: একটা ফার্ম যখন কোনো প্রকল্পে টাকা ব্যয় করে এবং তা থেকে এক বছরের বেশি সময় ধরে সুবিধা পায় তখন ঐ জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে ।


    ৯ম অধ্যায়: ঝুঁকি : এবং মুনাফার হার


    ১। ঝুঁকি কাকে বলে?

    উত্তর: প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলে । অথবা, ঝুঁকি হলো অনিশ্চয়তার সেই অংশ যা বৈজ্ঞানিক উপায়ে গাণিতিকভাবে পরিমাপ করা যায়।

    ২। বাজার ঝুঁকি কী?

    উত্তর: অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, সরকারি নীতির পরিবর্তন ইত্যাদি কারণে কোম্পানি বা প্রতিষ্ঠানে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে ।

    ৩। পোর্টফোলিও ঝুঁকি কী?

    উত্তর: পোর্টফোলিও ঝুঁকি বলতে বিভিন্ন আর্থিক সম্পদে বা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে যে পোর্টফোলিও গঠন করা হয় তার ঝুঁকিকে বোঝায় । 

    ৪। পোর্টফোলিও কী?

    উত্তর: একের অধিক আর্থিক সম্পদ বা সিকিউরিটিজের সমাহারকে পোর্টফোলিও বলে ।

    ৫। ব্যবসায় ঝুঁকি কী?

    উত্তর: কোম্পানির অর্জিত আয় থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলে।

    ৬। CAPM-এর পূর্ণরূপ লিখ।

    উত্তর: Capital Asset Pricing Model.

    ৭। আর্থিক ঝুঁকি কী?

    উত্তর: দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে ।

    ৮। ঝুঁকি প্রিমিয়াম কী?

    উত্তর: বাজার ঝুঁকি ও ঝুঁকিমুক্ত আয়ের হারের যে পার্থক্য তাকে ঝুঁকি প্রিমিয়াম বলে ।

    ৯। ঝুঁকিমুক্ত আয়ের হার কী?

    উত্তর: সরকারি সিকিউরিটির ওপর সুদের হারকে ঝুঁকিমুক্ত আয়ের হার বলে।

    ১০। অনিশ্চয়তা কী?

    উত্তর: ভবিষ্যতে একটা ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে অনিশ্চয়তা বলে ।


     'খ' নম্বরের জন্য

    অনুধাবনমূলক প্রশ্ন


    ১ম অধ্যায়: অর্থায়নের সূচনা ৷


    ১। ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?

    ২। ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায় ?

    ৩। মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ?

    ৪। সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

    ৫। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?

    ৬। তারল্য বলতে কী বোঝায় ?

    ৭। পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়?

    ৮। উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়-ব্যাখ্যা কর।

    ৯ । অর্থ ও অর্থায়নের মধ্যে সম্পর্ক কী?

    ১০। তারল্য সংকট দ্বারা কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়?


    ৩য় অধ্যায়: অর্থের সময়মূল্য ।


    ১। অর্থের সময়মূল্য কাকে বলে?

    ২। প্রকৃত সুদের হার কী?/কার্যকরী সুদের হার কী? বুঝিয়ে লিখ। 

    ৩। বার্ষিক বৃত্তি/সাধারণ অ্যানুইটি/ বলতে কী বোঝায়?

    ৪। চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তিত হয় কেন? ব্যাখ্যা কর।

    ৫। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়ে? ব্যাখা কর। 

    ৬। বিধি ৬৯ বুঝিয়ে লেখ ।

    ৭। বিধি '৭২' কী?

    ৮। সময়ের পরিবর্তন বর্তমান মূল্যকে কীভাবে প্রভাবিত করে? ৯। বর্তমান মূল্য ও ভবিষ্যত মূল্যের মধ্যে পার্থক্য কী?


    ৮ম অধ্যায়: মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত


    ১। মূলধন রেশনিং বা বরাদ্দকরণ বলতে কী বোঝায় ?

    ২। মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে-ব্যাখ্যা কর।

    ৩। মূলধন বাজেটিং কেন করা হয়?

    ৪। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝ? 

    ৫। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কীভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়? ব্যাখ্যা কর ।

    ৬। অভ্যন্তরীণ আয়ের হার বলতে কী বোঝায়?

    ৭। 'মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে।'-ব্যাখ্যা কর ।

    ৮। স্বাধীন প্রকল্পসমূহের ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?


    ৯ম অধ্যায়: ঝুঁকি এবং মুনাফার হার


    ১। আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। 

    ২। ”ঝুঁকিপূর্ণ পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ সর্বদা অলাভজনক নয়।”-ব্যাখ্যা কর।

    ৩। তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়?

    ৪। পোর্টফোলিও বলতে কী বোঝায়?

    ৫। আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়?

    ৬। অনিশ্চয়তা বলতে কী বোঝায়?

    ৭। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক কীরূপ? 

    ৮। বাজার ঝুঁকি ব্যাখ্যা কর ।

    ৯। ঝুঁকিমুক্ত আয়ের হার বলতে কী বোঝ?

    ১০। প্রত্যাশিত আয়ের হার বলতে কী বোঝ?


    এইচএসসি ফিন্যান্স বহুনির্বাচনি সাজেশন ২০২২


    Click Here To Download 


    Tag:এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ফিন্যান্স সাজেশন  | Hsc Finance Banking & Bima 1st Paper Suggestion 2022


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন