আসছালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বছরে একাদশ শ্রেনীতে ভর্তি হবে। তোমাদের একাদশে ভর্তি ফি কত টাকা শিক্ষাবোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে। নিচে বিস্তারিত সরকারি/বেসরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩ তুলে ধরা হলোঃ-
একাদশে ভর্তি শুরু কবে?
একাদশে ভর্তি | ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার থেকে ৫ অক্টোবর বৃহঃবার পর্যন্ত। |
সরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩
ঢাকা মেট্রোপলিটন
- বাংলা ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা
- ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত)
- বাংলা ভার্সনে ৩ হাজার
- ইংরেজিতে ৩ হাজার টাকা
- বাংলায় ২ হাজার
- ইংরেজিতে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
- বাংলায় ১৫০০ টাকা
- ইংরেজিতে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩
নন এম.পি.ও./ আংশিক এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন
- বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০
- ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- বাংলায় ৫ হাজার
- ইংরেজিতে ৬ হাজার
- বাংলা ভার্সন ৩ হাজার
- ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা ধরা হয়েছে।
- বাংলা ভার্সন ২ হাজার ৫০০ টাকা
- ইংরেজি ভার্সন ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
ফি সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।
- দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
- ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
- কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।
ক্রমিক | বিবরন | পরিমান |
১. | রেজিষ্ট্রেশন ফি | ১৪২/- |
২. | ক্রীড়া ফি | ৫০/- |
৩. | রোভার/রেঞ্জার ফি | ১৫/- |
৪. | রেড ক্রিসেন্ট ফি (৪০/- টাকার ৪০%=১৬/- টাকা | ১৬/- |
৫. | বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ৭/- |
৬. | বি.এন.সি.সি.ফি | ৫/- |
৭ | শিক্ষক কল্যান তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি | ১০০/- |
সর্বমোট | ৩৩৫/- টাকা |
- শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে;
- প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে;
- ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই।
Tag:সরকারি/বেসরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩ (একাদশ শ্রেনী),একাদশ শ্রেণীতে ভর্তি ফি কত টাকা ২০২২-২০২৩

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)