কোপা আমেরিকা খেলা
কোপা আমেরিকা হচ্ছে একটি ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশনের (কনমেবল) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই প্রতিযোগিতাটি ১৯১৬ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। এটি মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, অতঃপর ১৯৭৫ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা।১৯৯০-এর দশকের পর থেকে উত্তর আমেরিকা এবং এশিয়ার দলগুলোকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
১৯৯৩ সাল থেকে এই প্রতিযোগিতায় সাধারণত ১২টি দল অংশগ্রহণ করে — কনমেবল থেকে ১০টি দল এবং অন্যান্য কনফেডারেশন থেকে অতিরিক্ত ২টি দল। মেক্সিকো ১৯৯৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে, ১৯৯৯ সাল (উক্ত আসরে এএফসি হতে জাপান অংশগ্রহণ করেছিল) এবং ২০১৯ সাল ব্যতীত (উক্ত আসরে এএফসি হতে জাপান এবং কাতার অংশগ্রহণ করেছিল) কনকাকাফ থেকে একটি অতিরিক্ত দল অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতার ২০১৬ সালের আসরটি কোপা আমেরিকার ১০০তম বছর পূর্তি উৎযাপন করেছিল, যা কোপা আমেরিকা সেন্সেনারিও নামে পরিচিত; উক্ত আসরে কনমেবল থেকে ১০টি দল ছাড়াও কনকাকাফের ৬টি দল অংশগ্রহণ করেছিল।মেক্সিকোর দুই বার রানার-আপ হওয়া এই প্রতিযোগিতায় কনমেবল বহির্ভূত দলের জন্য সবচেয়ে বড় সাফল্য।
১৯১৬ সালে এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের পর থেকে এপর্যন্ত ৪৭টি আসরে সর্বমোট ৮টি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে; পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা জয়লাভ করেছে। আজ পর্যন্ত, আর্জেন্টিনা এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনবার শিরোপা জয়লাভ করেছে; আর্জেন্টিনা ১৯৪৫ এবং ১৯৪৬ সালে টানা দুইবার শিরোপা জয়লাভ করার পর পুনরায় ১৯৪৭ সালে শিরোপা জয়লাভ করতে সক্ষম হয়েছিল।
অন্যদিকে, আর্জেন্টিনা (যারা ১৯১৬ সালের উদ্বোধনী আসর আয়োজন করেছিল) সর্বাধিক বার (৯ বার) এই প্রতিযোগিতা আয়োজন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র কনমেবল বহির্ভূত দেশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করেছে, যারা ২০১৬ সালে কোপা আমেরিকার ১০০তম বছর পূর্তি উৎযাপন করা কোপা আমেরিকা সেন্সেনারিও আয়োজন করেছে। তিন বার (১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৩ সালে) দক্ষিণ আমেরিকার একাধিক দেশ একত্রে এই প্রতিযোগিতা আয়োজন করেছে।
সর্বশেষ আসরটি ২০২১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে; রিউ দি জানেইরুর মারাকানা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে ১৯৯৩ সালের পর প্রথম, এই প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চদশতম বারের মতো শিরোপা জয়লাভ করেছে।
সুত্রঃ-wikipedia
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট
উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে; পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে।
সাল | বিজয়ী | রানার-আপ | হোস্ট |
---|---|---|---|
২০২১ | আর্জেন্টিনা | ব্রাজিল | ব্রাজিল |
২০১৯ | ব্রাজিল | পেরু | ব্রাজিল |
২০১৬ | চিলি | আর্জেন্টিনা | যুক্তরাষ্ট্র |
২০১৫ | চিলি | আর্জেন্টিনা | চিলি |
২০১১ | উরুগুয়ে | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
২০০৭ | ব্রাজিল | আর্জেন্টিনা | ভেনেজুয়েলা |
২০০৪ | ব্রাজিল | আর্জেন্টিনা | পেরু |
২০০১ | কলম্বিয়া | ম্যাক্সিকো | কলম্বিয়া |
১৯৯৯ | ব্রাজিল | উরুগুয়ে | প্যারাগুয়ে |
১৯৯৭ | ব্রাজিল | বলিভিয়া | বলিভিয়া |
১৯৯৫ | উরুগুয়ে | ব্রাজিল | উরুগুয়ে |
১৯৯৩ | আর্জেন্টিনা | ম্যাক্সিকো | ইকুয়েডর |
১৯৯১ | আর্জেন্টিনা | ব্রাজিল | চিলি |
১৯৮৯ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
১৯৮৭ | উরুগুয়ে | চিলি | আর্জেন্টিনা |
১৯৮৩ | উরুগুয়ে | ব্রাজিল | – |
১৯৭৯ | প্যারাগুয়ে | চিলি | – |
১৯৭৫ | পেরু | কলম্বিয়া | – |
১৯৬৭ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯৬৩ | বলিভিয়া | প্যারাগুয়ে | বলিভিয়া |
১৯৫৯ | উরুগুয়ে | আর্জেন্টিনা | ইকুয়েডর |
১৯৫৯ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৫৭ | আর্জেন্টিনা | ব্রাজিল | পেরু |
১৯৫৬ | উরুগুয়ে | চিলি | উরুগুয়ে |
১৯৫৫ | আর্জেন্টিনা | চিলি | চিলি |
১৯৫৩ | আর্জেন্টিনা | ব্রাজিল | পেরু |
১৯৪৯ | ব্রাজিল | প্যারাগুয়ে | ব্রাজিল |
১৯৪৭ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | ইকুয়েডর |
১৯৪৬ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৪৫ | আর্জেন্টিনা | ব্রাজিল | চিলি |
১৯৪২ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯৪১ | আর্জেন্টিনা | উরুগুয়ে | চিলি |
১৯৩৯ | পেরু | উরুগুয়ে | পেরু |
১৯৩৭ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৩৫ | উরুগুয়ে | আর্জেন্টিনা | পেরু |
১৯২৯ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
১৯২৭ | আর্জেন্টিনা | উরুগুয়ে | পেরু |
১৯২৬ | উরুগুয়ে | আর্জেন্টিনা | চিলি |
১৯২৫ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯২৪ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯২৩ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯২২ | ব্রাজিল | প্যারাগুয়ে | ব্রাজিল |
১৯২১ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯২০ | উরুগুয়ে | আর্জেন্টিনা | চিলি |
১৯১৯ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
১৯১৭ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯১৬ | উরুগুয়ে | আর্জেন্টিনা | আর্জেন্টিনা |
কোপা আমেরিকা কে বেশি কাপ নিছে
দল | শিরোপা | অংশগ্রহণ |
---|---|---|
উরুগুয়ে | ১৫ | ৪৫ |
আর্জেন্টিনা | ১৫ | ৪৩ |
ব্রাজিল | ৯ | ২৮ |
পেরু | ২ | ৩৩ |
প্যারাগুয়ে | ২ | ৩৮ |
চিলি | ২ | ৪০ |
বলিভিয়া | ১ | ২৮ |
কলম্বিয়া | ১ | ২৩ |
কোপা আমেরিকা কত বছর পর পর হয়
২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত, এই প্রতিযোগিতাটি প্রতি তিন বছর অন্তর অন্তর হয়েছিল এবং ২০০৭ সাল থেকে প্রতি চার বছর অন্তর অন্তর (২০১৬ কোপা আমেরিকা ব্যতীত) আয়োজন করা হয়
কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা কতবার নিয়েছে
কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা মোট ৪৩ বার অংশগ্রহণ করে ১৫ বার নিয়েছে।
Brazil কতবার কোপা আমেরিকা জিতেছে
ব্রাজিল কোপা আমেরিকা কাপ মোট ২৮ বার অংশগ্রহণ করে ৯ বার নিয়েছে।
Tag:কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২৪), কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে,Copa América Winners List By Year
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)