কোপা আমেরিকা কবে শুরু হবে ( কোপা আমেরিকা ২০২৪) | পরবর্তী কোপা আমেরিকা কবে হবে?


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


কোপা আমেরিকা কবে শুরু হবে ( কোপা আমেরিকা ২০২৪) | পরবর্তী কোপা আমেরিকা কবে হবে?


কোপা আমেরিকা বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।  আর্জেন্টিনার স্বাধীনতার 100 তম বার্ষিকীর সম্মানে 1916 সালে প্রথম ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল - উরুগুয়ে উদ্বোধনী শিরোপা জিতেছিল।

২০২৪ কোপা আমেরিকা হবে কোপা আমেরিকার ৪৮ তম পর্ব। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই চতুর্বার্ষিকী পুরুষদের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে। এটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ২০২৪ কোপা আমেরিকার বিজয়ী দল ২০২৫ সালের ফিফা কনফেডারেশন কাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

 ইকুয়েডর প্রাথমিকভাবে এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার কথা ছিল, কিন্তু ইকুয়েডর ফুটবল ফেডারেশন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে না - এবং অবশেষে নভেম্বরে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে।

পরবর্তী কোপা আমেরিকা কবে হবে?

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের আয়োজক পরিবর্তনের নিয়মানুসারে ২০২৪ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২১ জুন ২০২৪ সালে।


কোপা আমেরিকা ২০২৪

২০২৪ কোপা আমেরিকা 
Tournament detailsতারিখ২১ জুন – ১৫ জুলাই ২০২৪দলের সংখ্যা১০ভেনু(s)10 (in 10 host cities)

কোপা আমেরিকায় কোন কোন দেশ খেলবে?

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের ১০ টি দেশের সবগুলো দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য।

  1.  আর্জেন্টিনা (বর্তমান বিজয়ী)
  2.  বলিভিয়া
  3.  ব্রাজিল
  4.  চিলি
  5.  কলম্বিয়া
  6.  ইকুয়েডর (আয়োজক)
  7.  প্যারাগুয়ে
  8.  পেরু
  9.  উরুগুয়ে
  10.  ভেনেজুয়েলা

যদি বর্তমান সময়ের ১৬ দল পদ্ধতি বহাল রাখা হয় তবে কনফেডারেশনের বাইরে থেকেও ৬ টি দল আমন্ত্রিত হতে পারে।

কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা কতবার নিয়েছে?

কোপা আমেরিকায় আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে।

কোপা আমেরিকা কাপ ব্রাজিল কতবার নিয়েছে?

কোপা আমেরিকায় ব্রাজিল ৯টি শিরোপা জয়লাভ করেছে।

Tag;-কোপা আমেরিকা কবে শুরু হবে, কোপা আমেরিকা ২০২৪, পরবর্তী কোপা আমেরিকা কবে হবে?


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)