আসছালামু আলাইকুম সম্মানিত ফুটবল প্রেমী ভাই ও বোনেরা সবাইকে আমাদেত ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ও ভালো আছি। প্রিয় পাঠকবৃন্ধ কাতার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ২০ নভেম্বর ২০২২ থেকে। তাই সারা দেশে বিশ্বকাপের আমেজে ফুটবল প্রেমীরা খেলা নিয়ে সোসাল মিডিয়ায় যার যার প্রিয় দল নিয়ে স্টাটাস উক্তি দিতে মিস করতেছেন না। এই দিকে কাতার বিশ্বকাপে সব চেয়ে আলোচিত দলের মধ্যে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর আমাদের বাংলাদেশে এই দুই দলের সাপোর্টার বেশি। তাই আজকে আমরা ব্রাজিল নিয়ে স্টাটাস, উক্তি,ক্যাপশন - নেইমার নিয়ে স্ট্যাটাস -ব্রাজিল নিয়ে ছন্দ,কবিতা
আমাদের এই আর্টিকেলে শেয়ার করবো। আসা করি যারা ব্রাজিল নিয়ে স্টাটাস, উক্তি,ক্যাপশন -নেইমার নিয়ে স্ট্যাটাস - ব্রাজিল নিয়ে ছন্দ,কবিতা খুজতেছেন আজকের এই আর্টিকেল তোমাদের জন্য উপকারে আসবে।
-খেলা নিয়ে তর্ক করা মানেই বোকামি,ফেইসবুক স্টাটাস থেকে অনেক সর্ম্পক বিচ্ছিন্ন হয়, দূরত্ব সৃষ্টি হয় আপনজনদের মাঝে!
আর্জেন্টিনা,ব্রাজিল অথবা যেকোনো দলের নাম-ই উল্লেখ করেননা কেনো সকল দল এবং প্লেয়ার সকলেই আমার প্রিয়!
_ খেলা শুধু একটা বিনোদনের অংশ, এটাকে কেউ ধর্মীয় বা জাতীয় ব্যাপারের সাথে জড়াবেন না. জাস্ট ফুটবল টিম হিসেবে ব্রাজিল কে আমার ভালো লাগে তার মানে এই না ওদের ধর্ম ওদের সংস্কৃতি আমার ভালো লাগে,,,
_ধন্যবাদ
ব্রাজিল নিয়ে স্টাটাস
এইবার বিশ্বকাপ নিয়ে আর কোন স্টাটাস দিবো না।
একদম ফাইনালে ব্রাজিল বিশ্বকাপ নেবার দিন শুধু (কংগ্রাচুলেশনস ব্রাজিল🇧🇷) লিখে একটা পোস্ট দিবো।
বয়স বাড়ছে এতটুকু ম্যাচুরিটিতো থাকা উচিত 🙃
ব্রাজিল মানে একটা ইতিহাস😎🥰
যেখানে শত-শত রেকর্ড রয়েছে 😎
ব্রাজিল ফুটবল টিম হলো একটা জাদুর কুঁড়েঘর ❤️
আর ব্রাজিল ফুটবল টিম মানেই আগুন🔥😎
শুভ কামনা কোটি কোটি মানুষের হৃদয়ে জরিয়ে থাকা প্রিয় দল ব্রাজিল 🥰
শুভকামনা কলিজা #Neymar_Jr10 🥰🥰
ব্রাজিল মানে আগুন 🔥
ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ ২২ টি বিশ্বকাপে অংশগ্রহন করতে যাওয়া একমাত্র দল ব্রাজিল।
সর্বোচ্চ ম্যাচ ১০৯ টি, সর্বোচ্চ জয় ৭৩টি এবং সবচেয়ে বেশী গোল করার রেকর্ড ২২৯ টি ব্রাজিলের দখলে।
বর্তমান সময়ে ফিফা র্যাংকিং এর ১ নম্বরে অবস্থান করছে তারা। বিশ্বকাপের বাকি আর মাত্র ১ দিন।
★ -আপনি মানেন আর না মানেন ভাই এসব কথা আপনাকে বিশ্বাস করতে হবে।
-আর্জেন্টিনা দলের সাথে ব্রাজিল দলের সাথে তুলনা করতে পারেন স্বাভাবিক কারন এবার আর্জেন্টিনা দলটা একটু শক্তিশালী কারন তারা ৩৫ ম্যাচ অপরাজিত।
-তার মানে ব্রাজিলও কোন অংশে কম না,
তবে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে আর্জেন্টিনার খেলোয়াড়দের তুলনা করাটা বোকামি ছাড়া কিছু না।
-গোলকিপারের কথায় আসি, বর্তমানে প্রিমিয়ার লীগে সেরা দুই গোলকিপার, অ্যালিসন এবং ইডারসন প্রিমিয়ার লীগের প্রতি সিজনে সেরা কিপার হিসাবে নাম থাকে।
-ঐদিকে মার্টিনেজ আর রুল্লি একের পর এক হ্যাট্রিক করে যাচ্ছে।
-আর খেলোয়াড়দের কথা বলতে গেলে মেসি, এবং ডি-মারিয়া ছাড়া আমি আর্জেন্টাইন অন্য প্লেয়ারদের গোল এবং পারপমেন্স ভালো দেখি না।
-কিন্তু ব্রাজিলিয়ান খেলোয়াড়রা একের পর এক পারপমেন্স করে যাচ্ছে, ভিনি, রদ্রিগো, জেসুস, মার্টিনেলি, অ্যান্তনি, ফিরমিনো, ফ্যাবিনহো, ব্রুনো নেইমারের কথা না হয় বাদও দিলাম।
-এভাবে বিবেচনা করলে বুঝা যায় আর্জেন্টাইন খেলোয়াড়রা ব্রাজিলের খেলোয়াড়দের ধারে কাছেও নাই।
-আগে লেভেলো আসো ভাই 🇧🇷💪 তারপর তর্ক কইরো 🇦🇷🤫
ব্রাজিল নিয়ে উক্তি
এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দেশ।একমাত্র ব্রাজিল
🔴ব্রাজিল ২২৯ টি। 🇧🇷
🔴জার্মানি ২২৬ টি। 🇩🇪
🔴আর্জেন্টিনা ১৩৭ টি। 🇦🇷
ব্রাজিল মানে সেরা🇧🇷🇧🇷
বিয়ে করলে তো এমন মেয়েকে করবো যে #ব্রাজিল 🇧🇷 সাপোর্ট করে 🙈❤ ব্রাজিলের ফুটবলকে ভালোবাসে 🌹❤️🌺 কারন প্রত্যেকটি ব্রাজিল সাপোর্টার খুবই রূপে গুণে অনেক নম্র ভদ্র ও মায়াবী হয় 🥀❤️❤️🥀 ব্রাজিল সাপোর্টার মানে আগুন 🔥❤️ আমার ক্রাশ👇
ব্রাজিল নিয়ে ক্যাপশন
ব্রাজিল মানে ❤❤❤❤❤
~জাস্ট একটা ব্রাজিল..🇧🇷🇧🇷🇧🇷 সাপোর্টার,,,!
# মেয়ে পাইলেই Relation করতাম 🥰🙃
🥀 ব্রাজিল মেয়ে মানে কিউটের ডিব্বা 🇧🇷💥
কেও থাকলে নক দিতে পারো,🤞
নেইমার নিয়ে স্ট্যাটাস
ব্রাজিল মানেই নেইমার🥰🇧🇩🇧🇩🇧🇷🇧🇷
ব্রাজিল মানে আগুন🥰🇧🇩🇧🇷
শুভ কামনা রইলো প্রিয় দলটির জন্য🥰🇧🇩🇧🇷
👉👉❤️❤️🇧🇷🇧🇷🇧🇩🇧🇩
বাংলাদেশে ওয়াল্ড কাপ ফুটবল টীম মানেই দুইটা দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা,,
পুরা মার্কেট ঘুইরা বেলজিয়ামের জার্সি পাইলাম না,তাই আবার ফিরে গেলাম চিরচেনা নিজের নীড়ে মানে ব্রাজিল।
ব্রাজিল নিয়ে ছন্দ
ব্রাজিল নিয়ে কবিতা
😍সমর্থনের স্বাদ🤩
***
ব্রাজিল মানে যেন সফল চাকুরী
আর্জেন্টিনায় ব্যবসায়িক স্বাদ
ব্রাজিল মানেই ছক ছন্দ
আর্জেন্টিনা উদাম বন্য
ব্রাজিল মানেই 'পেলে' সীমার সফলতা
আর্জেন্টিনা মানেই সাদা নীল আকাশে
হারা-জেতার উত্তাল-অবাধ স্বাধীনতা
ব্রাজিল- হ্যাঁ শৃঙ্খলিত, নিপাট পরিপাটি সংসার
আর্জেন্টিনা - ম্যারাডোনা। স্বাদে গন্ধে জীবন ব্যাচেলার
ব্রাজিল যেন ক্লাসে প্রথম বেঞ্চে বসা ফাস্ট সেকেন্ড থার্ডবয় -যারা না মিছিলে, শ্লোগানে, সাহিত্যে, না থিয়াটারে
আর্জেন্টিনা ব্যাকব্যাঞ্চার যেন সবকিছুর সমাহারে
ব্রাজিল মানে চিনি কম চা
আর্জেন্টিনা লিকার চিনি দুটোই বেশি
ব্রাজিল যেন বিয়ে
আর্জেন্টিনা দুর্দান্ত প্রেম
ব্রাজিল প্রশান্তির ঘুম, আর্জেন্টিনা ঘুমের মধ্যেও স্বপ্ন, ব্রাজিল শুকনা সুপারি - আর্জেন্টিনা কাঁচাটা।
ব্রাজিল হয় হারা না হয় জেতা
আর্জেন্টিনা দুটোই
হারতে হারতে জেতা জিততে জিততে হারা
ব্রাজিল > খেলা> শিল্প
আর্জেন্টিনা > খেলা> খেলা
ব্রাজিল সমর্থক মানে ক্যাবলকারে পাহাড় পার
আর্জেন্টিনা মানে এ্যাডভান্চার - ট্রেকিং- এ্যাডভেঞ্চার
আর্জেন্টিনা যেন দুরন্ত কৈশোর, দুর্দান্ত যৌবন
ব্রাজিল যেন ম্যাচিউড পঁইত্রিশ কিংবা চল্লিশ সন।
আর্জেন্টিনা হা-ডু-ডুু্, ডাংগুলি, একশো মিটার দৌড়
ব্রাজিল যেন কম্পিউটার, মোবাইল গেমের বিভোর
ব্রাজিল পিএইচডিধারী প্রফেসর
আর্জেন্টিনা চে গুয়েভার
ব্রাজিল বোধ
আর্জেন্টিনা আবেগ
ব্রাজিল অভিজাত মিষ্টি গতানুগতিক
আর্জেন্টিনা দিল্লিকালাড্ডু সমানুপাতিক
ব্রাজিল ভোগ
আর্জেন্টিনা উপভোগ
ব্রাজিল সফল আমলা
আর্জেন্টিনা কবি আউলা ঝাউলা
আমি সমর্থক আর্জেন্টিনার
বাকি বিবেচনাটা আপনার।
কবিতা
ব্রাজিল টিম
পিন্টু রঞ্জন দাস
🇧🇩🇧🇩🇧🇩🇧🇷🇧🇷🇧🇷🇧🇩🇧🇩🇧🇩
শুন রে পুলা শুন রে পুরি,
তরা কিতা কস্।
ব্রাজিল আমার ফেভারিট দল,
নেইমার আমার বস্।
মুখে যাঁরা বলে শুধু,
বড় বড় কথা।
নেইমার বসের চমক দেখলে,
ঘুরে তাদের মাথা।
মনে মনে ভাবে তখন,
এতো মিথ্যে নয়।
ব্রাজিল টিম আসলেই ঠিক,
কাজে পরিচয়।
অতীত কও আর বর্তমান কও,
মানতে বাধ্য তোমরা।
ব্রাজিল আছে, ব্রাজিল থাকবে,
ব্রাজিল বিশ্বসেরা।
ফুটবল যদি কোন কবিতা হয়
ব্রাজিল সেই কবিতার ছন্দ!
ফুটবল যদি হয় মস্ত বড় আকাশ
ব্রাজিল সেই আকাশের সূর্য !☀️
ফুটবল যদি হয় জোৎস্না মাখা রাত
ব্রাজিল সেই জোৎস্নার আলো !
ফুটবল যদি হয় কোন জাদু
ব্রাজিল সেই জাদুর কাঠি !
মস্তিষ্কের প্রতিটি নিউরনে বিদ্যমান ব্রাজিল নামক মাদক🔥
হ্যা আমি ব্রাজিল নামে আসক্ত 🤟🇧🇷🤟
কবিতা নং: ৩৮৪
শিরোনাম: ব্রাজিলের কোটি সাপোর্টার
কলমে: কবি মোঃ এমরান
রচনাকাল: ০৯-১১-২০২২ইং, সন্ধ্যা ৭টা,(ইয়াংছা)
ব্রাজিলের কোটি সাপোর্টার
বিশ্বের বুকে আছে,
আর্জেন্টিনার কিছু সাপোর্টার
অকারণেই নাচে।
ব্রাজিলের কোটি সাপোর্টারের ভিড়ে
আমি যে এক ভক্ত,
আর্জেন্টিনা সাপোর্টার নাকি
ব্রাজিলের চেয়ে শক্ত।
ব্রাজিলের সাপোর্টারের ভিড়ে
পায়না আর্জেন্টিনার দেখা,
কিছু কিছু আর্জেন্টিনা সাপোর্টার
হয়ে গেলো একা।
আমার এই ছোট্ট কবিতা পড়ে
আর্জেন্টিনা সাপোর্টার দিবে গালি,
ব্রাজিল সাপোর্টারের চোখে পড়লে
দিবে সকলে হাত তালি।
ব্রাজিল আমি সাপোর্ট করি বললে
আর্জেন্টিনা সাপোর্টার হাসে,
আর্জেন্টিনা সাপোর্টারের কান্ড দেখে
কবিতার ছন্দ গুলো আসে।
বিনোদনের উদ্দেশ্যে কবিতা লেখলাম
কেউ করিয়েননা রাগ,
এইবার ব্রাজিল বিশ্ব কাপ জিতলে
আর্জেন্টিনা সাপোর্টারকে দিবো ভাগ।
আর্জেন্টিনা সাপোর্টারের উদ্দেশ্যে
দিলাম হালকা বাঁশ,
ব্রাজিল আমি সাপোর্ট করি বলে
এই কবিতার চাষ।
Tag: ব্রাজিল নিয়ে স্টাটাস, উক্তি,ক্যাপশন, নেইমার নিয়ে স্ট্যাটাস, ব্রাজিল নিয়ে ছন্দ,কবিতা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)