আরো দেখুন
- এইচএসসি বাংলা ১ম পত্র গদ্য সাজেশন ২০২৪
- এইচএসসি বাংলা ১ম পত্র পদ্য সাজেশন ২০২৪
- এইচএসসি বাংলা ১ম পত্র নাটক ও উপন্যাস সাজেশন ২০২৪
এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন (পদ্য) ২০২৪
- বঙ্গবাণী
- কপোতাক্ষ নদ
- জীবন সংগীত
- মানুষ
- সেই দিন এই মাঠ
- পল্লী জননী
- রানার
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
- স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের এলো
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : ' ছিফত ' শব্দের অর্থ কী ? : ছিফত শব্দের অর্থ গুণ ।
প্রশ্ন : মারফত শব্দের অর্থ কী ?
উত্তর : উত্তর : মারফত শব্দের অর্থ মরমি সাধনা , আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা ।
প্রশ্ন : বঙ্গবাণী ' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর : বঙ্গবাণী ' কবিতাটি কবির নূরনামা ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
প্রশ্ন : ' জুয়ায় ' শব্দের অর্থ কী ?
উত্তর : ' জুয়ায় শব্দের অর্থ জোগায় ।
প্রশ্ন : কারা হিন্দু অক্ষরকে হিংসা করে ?
উত্তর : মারফতে জ্ঞানহীনরা হিন্দু অক্ষরকে হিংসা করে।
প্রশ্ন : সৃষ্টিকর্ত কোন কোন ভাষা বুঝতে পারেন ?
উত্তর : সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। “ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি " - বলতে কী বোঝানো হয়েছে ?
২। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি দেশী ভাষা উপদেশ মতে হিত অতি ' - ব্যাখ্যা কর ।
৩। যেই দেশে যেই বাক্য কহে নরগণ । সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ।। - বুঝিয়ে লেখ ।
৪। ' বঙ্গবাণী ' কবিতায় কাদের প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে ?
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
কপোতাক্ষ নদ
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : কপোতাক্ষ নদ ' কবিতার অষ্টকের মিলবিন্যাস কী ?
উত্তর : কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিলবিন্যাস হলো- কখকখকখখক ।
প্রশ্ন : অষ্টক কী ?
উত্তর : চতুর্থর্দশপদী কবিতার প্রথম আট চরণ হলো অষ্টক ।
উত্তর : সনেটের অষ্টকে রয়েছে মূলত ভাবের প্রবর্তনা ।
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম কী ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম ' মেঘনাদবধ কাবা ।
প্রশ্ন : কপোতাক্ষ নদ কোথায় অবস্থিত ?
উত্তর : বাংলাদেশের যশোর জেলায় কপোতাক্ষ নদ অবস্থিত ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। ' প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি - রূপ কর তুমি- এর দ্বারা কী বোঝানো হয়েছে ?
২। ' লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে- চরণটি ব্যাখ্যা কর ।
৩। ' কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে'- চরণে কবি কী বোঝাতে চেয়েছেন ?
৪। ' দুগ্ধ - স্রোতোরূপী তুমি জন্মভূমি - স্তনে ।'- এ কথা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? -
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
জীবন - সঙ্গীত
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : জীবনের উদ্দেশ্য কী নয় ?
উত্তর : মিথ্যা সুখের আশা করে দুঃখ বাড়ানো জীবনের উদ্দেশ্য নয় ।
প্রশ্ন : জীবন সঙ্গীত কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ ?
উত্তর : ' জীবন - সঙ্গীত কবিতাটি ইংরেজি Apsalm of Life কবিতার ভাবানুবাদ ।
প্রশ্ন : ' ধ্বজা ' শব্দের অর্থ কী ?
উত্তর : ' ধ্বজা ' শব্দের অর্থ হলো- পতাকা , নিশান ।
প্রশ্নঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির নাম কী ?
উত্তর : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির নাম বৃত্রসংহার ।
প্রশ্ন : কাকে বাহাদৃশ্য দেখে ভুলতে নিষেধ করা হয়েছে ?
উত্তর : মনকে বাহাদৃশ্য দেখে ভুলতে নিষেধ করা হয়েছে ।
প্রশ্ন : সময় কখনো কেমন থাকে না ?
উত্তর : সময় কখনো স্থির থাকে না ।
মানুষ
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি ? উত্তর : মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি ।
প্রশ্ন : কালাপাহাড়ের প্রকৃত নাম কী ?
উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ ।
প্রশ্ন : ' মানুষ ' কবিতাটি কাজী নজরুল ইলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে ?
প্রশ্ন : গোশ্ত - রুটি নিয়ে কে মসজিদে তালা দিল ?
উত্তর : গোশ্ত - রুটি নিয়ে মোল্লা সাহেব মসজিদে তালা দিল ।
প্রশ্ন : মুসাফির কত দিন ভুখা ছিল ?
উত্তর : মুসাফির সাত দিন ভুখা ছিল ।
প্রশ্ন : মোল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছে ?
উত্তর : মোল্লা মুসাফিরকে গো - ভাগাড়ে গিয়ে মরতে বলেছে ।
প্রশ্ন : কত বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ?
উত্তর : তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ।
প্রশ্ন : মানুষ কবিতানুযায়ী মসজিদে কাল কী বেঁচে গেছে ?
উত্তর : অঢেল গোশ্ত - রুটি বেঁচে গেছে ।
অনুধাবনমূলক প্রশ্ন
১ । " ঐ মন্দির পূজারীর , হায় দেবতা , তোমার নয় । " - ভুখারির এ উক্তির কারণ কী ?
২। “ তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি " - বলতে কী বোঝানো হয়েছে ? -
৩। কবি ভজনালয়ের সব তালা দেওয়া দ্বার ভেঙ্গে ফেলতে বলেছেন কেন ?
৪। মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন ?
৫ । খোদার ঘরে কে কপাট লাগায় , কে দেয় সেখানে তালা ? - এ লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
৬। ভুখা আছ , মর গো - ভাগাড়ে গিয়ে ! নামাজ পড়িস বেটা ? ” - ব্যাখ্যা কর ।
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
সেইদিন এই মাঠ
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : চালতা ফুল কিসের জলে ভিজবে ?
উত্তর : চালতা ফুল শিশিরের জলে ভিজবে ।
প্রশ্ন : চরের কুব কাছে এসে কী লেগেছে ?
উত্তর : চরের কুব কাছে এসে খেয়ানৌকাগুলো লেগেছে ।
উত্তর : জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা প্রকৃতির রহস্যময় সৌন্দৰ্য্য ।
প্রশ্ন : জীবনানন্দ দাশের মায়ের নাম কী ?
উত্তর : জীবনানন্দ দাশের মায়ের নাম কুসুমকুমারী দাশ । প্রশ্নঃ নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে ?
উত্তর : নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে ।
প্রশ্ন : কবি এই মাঠ স্তব্ধ হওয়ার দিন কী করবেন ? উত্তর : কবি সেদিনও স্বপ্ন দেখবেন ।
প্রশ্ন : সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে তার কী চলে ?
উত্তর : সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ ।
প্রশ্ন : লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয় ?
উত্তর : লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা ধ্বনিত হয় ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। " পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল " বলতে কী বোঝানো হয়েছে ?
২। ' সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো - কেন ? বুঝিয়ে লেখ ।
৩। ' এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে- বলতে কী বোঝানো হয়েছে ?
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
পল্লিজননী
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : ' পল্লিজননী ' কবিতায় কোন পাখির ডাক অকল্যাণকর ?
উত্তর : ' পল্লিজননী কবিতায় হুতুম পাখির ডাক অকল্যাণকর ।
প্রশ্ন : পল্লিজননী কবিতায় সাত - নৱি - শিকা ভরে কী রাখার কথা হয়েছে ?
উত্তর : ' পল্লিজননী ' কবিতায় সাত নরি - শিকা ভরে ঢ্যাপের মোয়া রাখার কথা হয়েছে ।
প্রশ্ন : কোথা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে ?
উত্তর : এঁদো ডোবা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে ।
প্রশ্ন : ' পল্লিজননী ' কবিতার মূলকথা কী ?
উত্তর : ' পল্লিজননী কবিতার মূলকথা অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ ।
প্রশ্ন : মাটির প্রদিপের তেল কীভাবে ফুরায়ে এসেছে ?
উত্তর : আধারের সাথে যুদ্ধ করতে করতে মাটির প্রদিপের তেল ফুরায়ে এসেছে ।
প্রশ্ন : ' পল্লিজননী ' কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে ?
উত্তর : ' পরিজননী ' কবিতাটি কবি জসীমউদ্দীনের ' রাখালী ' কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে ।
প্রশ্ন : রুগ্ণ ছেলের সুস্থতার জন্য পল্লিজননী কবিতার মা কী মানত করেছিল ?
উত্তর : রুগ্ণ ছেলের সুস্থতার জন্য পল্লিজননী কবিতার মা নামাজের ঘরে মোমবাতি ও দরগায় দান মানত করেছিল ।
প্রশ্ন : রুগুণ ছেলেটির ঘুম না এলে মা কী করে ?
উত্তর : মা ছেলের পান্ডুর গালে চুমু খায় ও সারা গায়ে হাত বুলিয়ে দেয় ।
প্রশ্ন : ' পল্লিজননী ' কবিতায় কার ঝাড়ার কথা বলা হয়েছে ?
উত্তর : ' পল্লিজননী ' কবিতায় রহিম চাচার ঝাড়ার কথা বলা হয়েছে ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। ' মোসলমানের আড়ঙ দেখিতে নাই'- ' পল্লিজননী ' কবিতায় মা একথা বলেছেন কেন ?
২। “ সম্মুখে তার ঘোর কুজ্বটি মহাকাল রাত পাতা " - বলতে কী বোঝানো হয়েছে ?
৩ । মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন ? বুঝিয়ে লেখ ।
৪। ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা'- চণটির দ্বারা কী বোঝানো হয়েছে ?
৫। বিরহী নামের একেলাপরান দোলে কেন ?
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
রানার
অনুধাবনমূলক প্রশ্ন
১। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন ?
২। “ জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে । " - উক্তিটির কারণ বর্ণনা কর । -
৩ । ' দস্যুর ভয় , তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন ? ব্যাখ্যা কর ।
৪। “ রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার । " - এখানে নিষেধ জানে না মানার ' বলতে কী বোঝানো হয়েছে ? প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
তোমাকে পাওয়ার জন্যে , হে স্বাধীনতা
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে কে দাঁড়িয়ে ছিল ?
উত্তর : দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে ছিল ।
প্রশ্ন : অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল ?
উত্তর : অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা - মাতার লাশের ওপর ।
প্রশ্ন : থুখুড়ে বুড়োর চোখের নিচে কী ছিল ?
উত্তর : থুথুড়ে বুড়োর চোখের নিচে ছিল অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক ।
প্রশ্ন : জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো ?
উত্তর : জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো ।
প্রশ্ন : অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায় ?
উত্তর : অধীর আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতায় প্রতীক্ষায় ।
প্রশ্ন : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে ?
উত্তর : জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস ।
প্রশ্ন : স্বাধীনতার জন্য কার কপাল ভাঙলা
উত্তর : স্বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙল ।
প্রশ্ন : তেজি তরুণের পদভাবে কী হতে চলেছে ?
উত্তর : তেজি তরুণের পদভাবে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে ।
প্রশ্ন : ছাত্রাবাস আর বস্তি কেন উজাড় হলো ?
উত্তর : স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর বস্তি উজাড় হলো ।
প্রশ্ন : কিশোরীর হাতে কী ? উত্তর : কিশোরীর হাতে শূন্য থালা ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। ' তোমাকে আসতেই হবে , হে স্বাধীনতা- কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখ ।
২। সাকিনা বিবির কপাল ভাঙল । " - এ কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে ?
৩। ছাত্রাবাস , বস্তি উজাড় হলো কেন ?
৪। স্বাধীনতা অর্জনের জন্য রক্তগঙ্গায় ভেসেছিল কারা ? ব্যাখ্যা কর ।
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
আমার পরিচয়
অনুধাবনমূলক
প্রশ্ন ১। সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই- কবি এ কথা বলেছেন কেন ?
২। " এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে " বলতে কী বোঝানো হয়েছে ?
৩। ' এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
৪। একসাথে আছি একসাথে বাঁচি ' বলতে কবি কী বুঝিয়েছেন ?
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
স্বাধীনতা , এ শব্দটি কীভাবে আমাদের হলো
জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন : বজ্রকণ্ঠ বাণী অর্থ কী ?
উত্তর : বজ্রকণ্ঠ বাণী ' অর্থ- সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী ।
প্রশ্ন : কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ' রাজনীতির কবি অ্যাখ্যা দেয় ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক ' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ' রাজনীতির কবি ' অ্যাখ্যা দেয় ।
প্রশ্ন : ' নিউজ উইক ' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে আখ্যায়িত করেছিল ।
উত্তর : ' নিউজ উইক ' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ' রাজনীতির কবি ' বলে আখ্যায়িত করেছিল ।
প্রশ্ন : চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল ?
উত্তর : চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্তরা এসেছিল । প্রশ্ন : হাতের মুঠোয় মৃত্যু নিয়ে কারা ৭ ই মার্চের ভাষণ শুনতে এসেছিল ?
উত্তর : হাতের মুঠোয় মৃত্যু নিয়ে মধ্যবিত্তরা ৭ ই মার্চের ভাষণ শুনতে এসেছিল ।
প্রশ্ন : লাঙল - জোয়াল কাঁধে কারা এসেছিল ?
উত্তর : লাঙল - জোয়াল কাঁধে উলঙ্গ কৃষক এসেছিল ।
প্রশ্ন : কার মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন ?
উত্তর : রবীন্দ্রনাতের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন । প্রশ্ন : কবি তাঁর অমর কবিতাখানি কীভাবে শোনালেন ?
উত্তর : কবি তাঁর অমর কবিতাখানি শোনালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে ।
অনুধাবনমূলক প্রশ্ন
১। জনসমুদ্রের উদ্যান সৈকতে বলতে কী বোঝানো হয়েছে ?
২। মার্চের বিরুদ্ধে মার্চ'- কথাটি ব্যাখ্যা কর ।
৩ । ' শ্রেষ্ঠ বিকেলের গল্প ' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
৪। ' গণসূর্যের মঞ্চ ' বলতে কী বোঝ ?
৫। “ অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন । ” কোন কবি , কেন তিনি কবি ?
প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কবিতার মূলভাব টি ভালো করে জানতে হবে ।
Tag:-এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন (পদ্য) ২০২৪, SSC Bangla 1st Paper Final Suggestion 2024,এস এস সি বাংলা সৃজনশীল ও বহুনির্বাচনি পদ্য সাজেশন ২০২

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)