হযরত ফাতেমা রাঃ এর জীবনী
হযরত ফাতেমা ( রাঃ ) -এর জন্ম হযরত ফাতেমা জোহরা ( রাঃ ) -এর নাম জানেনা এমন লোক পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যাবেনা । একথা সর্বজন স্বীকৃত । কেননা তার সঠিক পরিচয় সম্পর্কে প্রতিটি মুসলমান জানার কথাও । যেহেতু তিনি হলেন সাইয়েদুল কাওনাইন পেয়ারা রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ ( সাঃ ) এর নয়নের মনি কলিজার টুকরা ও সৈয়দ বংশের উৎস ধারা । কেবল এটুকু বলেই তার সঠিক পরিচয় উপস্থাপনা করা মানেই হল তার সম্পর্কে জানা সম্পূর্ণতা হল না যেহেতু তিনি ছিলেন খিলাফতে রাশেদার চতুর্থ খলিফা ইসলামের বীর সৈনিক শেরে খোদা হযরত আলী ( রাঃ ) -প্রিয়তমা মহীয়সী ।
মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম শহীদ যাদের নাম ইসলামের ইতিহাসে চির ভাস্বর হয়ে রয়েছে । সেই হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইনের শ্রদ্ধেয় জননী । হাদীসের এক বর্ণনা হতে জানা যায় রাসূলুল্লাহ নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা জান্নাতী রমণী কুলের সরদার বলে সকলের কাছে পরিচিত থাকবেন । অন্য এক হাদীসের বর্ণনা থেকে জানা যায় । রাসূলুল্লাহ ( সাঃ ) বলেছেন জান্নাতী নারীদের মধ্যে চারিজন নারী সর্বশ্রেষ্ঠ । তারা হলেন ইমরানের কন্যা বিবি মরিয়ম মোজাহামের কন্যা বিবি আছিয়া , খোয়ায়লিদের কন্যা বিবি খাদিজা এবং মুহাম্মদ ( সাঃ ) -এর স্নেহের দুলালী রমণী কুল শিরোমণি হযরত ফাতেমা ( রাঃ ) । বুখারী ও মুসলিম শরীফের হাদীসে উল্লেখ আছে হযরত রাসূলুল্লাহ ( সাঃ ) বলেন কলিজার টুকরা নয়নের মনি হযরত ফাতেমা হল আমার দেহের অংশ । তাকে যে জন রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে ক্রোধান্বিত করে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটাল । উম্মুল মু'মীন হযরত আয়েশা ছিদ্দিকা ( রাঃ ) বলেন , হে রাসূলুল্লাহ নন্দিনী ফাতেমা তোমার মাথার একগাছি কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম নিয়ে ধারাধামে আসতে পারতাম তাহলে আমি নিজেকে গর্ব ও ধন্য মনে করতাম।
হযরত ফাতেমা রাঃ এর জীবনী PDF Download
Title | হযরত ফাতেমা রাঃ এর জীবনী |
PDF Size | 5 Mb |
Total Page | 151 |
ma fatemar jibon kahini pdf
মা ফাতেমার জন্ম তারিখ কত?
ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আনুমানিক ৬০৫ অথবা ৬১৫ সালেজমাদিউসসানী মাসের বিশ তারিখে রোজ শুক্রবার,মহানবী (সা.)-এর নবুওয়াত লাভের পঞ্চম বৎসরে,মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে,কা’বার সন্নিকটে, জন্মগ্রহণ করেন।
মা ফাতেমার মৃত্যু তারিখ?
১৩ জমাদিউল আউয়াল ১১ হি. (বুধবার আগস্ট ৫ ৬৩২ খ্রিষ্টাব্দ)
রাসূলুল্লাহ (ﷺ)-এঁর ইন্তেকালের ৬ মাস পর তিনি মারা যান।তাঁর জানাযা পড়িয়েছিলেন তাঁর স্বামী হযরত আলী (রাঃ)।
[বুখারী হা/৪২৪০,মুসলিম হা/১৭৫৯]
Tag:হযরত ফাতেমা রাঃ এর জীবনী (PDF Download), হযরত ফাতেমা রাঃ এর জীবনী,ma fatemar jibon kahini pdf

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)