আসছালামু আলাইকুম? সম্মানিত পাঠকবৃন্দ সবাই কেমন আছেন? আসা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্দ আজকে আমরা তোমাদের জন্য দারুন কিছু ইসলামিক স্ট্যাটাস বাংলা 2025, ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২৫,ইসলামিক উক্তি ২০২৫,ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক সেবামূলক উক্তি,সত্য নিয়ে ইসলামিক উক্তি নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের ইসলামিক স্ট্যাটাস বাংলা 2025, ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২৫,ইসলামিক উক্তি ২০২৫,ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক সেবামূলক উক্তি,সত্য নিয়ে ইসলামিক উক্তি গুলো ভালো লাগবে। তা দেরি না করে ইসলামিক স্ট্যাটাস বাংলা 2025, ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২৫,ইসলামিক উক্তি ২০২৫,ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক সেবামূলক উক্তি,সত্য নিয়ে ইসলামিক উক্তি গুলো ডাউনলোড করে নিন।
ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২৫
বন্ধুরা অনেকে আছেন যারা সোসাল মিডিয়ায় দেওয়ার জন্য ইসলামিক স্টাটাস পিকচার খুজে থাকেন। তাই আজকে আনরা দারুন কিছু ইসলামিক স্টাটাস পিকচার ২০২৫ নিয়ে হাজির হয়েছে। আসা করি আজকের আমাদের এই ইসলামিক স্টাটাস পিকচার ২০২৫ কালেকশন তোমাদের ভালো লাগবে।
ইসলামিক স্ট্যাটাস বাংলা 2022
قال_النبیﷺ_
ﺑِﺴْــــــــﻢِ_ﺍﻟﻠﻪِ_ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ_ﺍﻟﺮَّﺣِﻴْـــﻢ
রাসূলুল্লাহ(সাঃ)ﷺএরশাদ করেন:
যেখানেই সালাতের সময় হবে, সালাত আদায় করে নাও, সমস্ত যমীন তোমার জন্য মসজিদ।”
[বুখারী,হাদিস-৩২৪৩]
কেমন হবে বিচার দিবস?
১)সেদিন সকলে একত্রিত হবে
(সূরা আন-আম২২)
২)দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।
(মিশকাত ৫২৯৮)
৩)মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।
(বিখারী --মুসলিম)
৪) কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।
(মিশকাত ৫৩০২)
৫)প্রতি হাজারে ৯৯৯জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।
(বুখারী ৪৭৪১)
৬)ঐ দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পোঁছাবে।
(বুখারী)
৭)সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।
(বুখারী--মুসলিম)
৮)দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না।
(সূরা কালাম ৪২--৪৩)
৯)মুমিনদের হিসাব হবে মুখোমুখি।
(মিশকাত)
১০)যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে সে ধ্বংস হবে।
(মিশকাত ৫৩১৫)
১১)ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।
(সূরা ইয়াসিন ৬৫)
১২)হাত,পা,কান,চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে
(সূরা নূর ২৪)
১৩) সে দিনের সময়সীমা হলো ৫০হাজার বছরের সমান।
(মুসলিম--মিশকাত ১৭৭৩)
১৪)তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময় ন্যায় মনে হবে।
(বাইহাকি--মিশকাত ৫৫৬৩)
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন
আমরা কেমন বোকা!
চির সুখের ভালোবাসা রেখে
মিথ্যা ও কষ্টেদায়ক ভালোবাসার পিছনে ছুটে বেড়ায়।
.......
🥀 সবচেয়ে বড় অন্ধ
যে নিজের দোষ চোখে দেখে না।🥀
পর্দাশীল নারীকে বিয়ে করুন
বোরকাওয়ালী-কে নয়।🥀
ইসলামিক উক্তি ২০২৩
চেহারা মোবারক না দেখেও যার ভক্ত ১৯০ কোটি মানুষ,😊
তিনি হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) 🖤🌸
- সুবহানাল্লাহ 🥰
সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্র দিয়ে
মানুষের মন জয় করতে হয়। 🥀
ইসলামিক মোটিভেশনাল উক্তি
ধীরে ধীরে রাসুল (সাঃ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছিঃ-
১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
📖(সহীহ মুসলিম- ৮৯৮)
২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
📖(বুখারী- ৫২১১)
৩।বৃষ্টি আসলে দোয়া করা।
📖(সহীহ বুখারী- ১০৩২)
৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
📖(মুসলিম- ২০৬৪)
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
📖(বায়হাকী- ১৭৫৯৫)
৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
📖(মুসলিম- ২৫৩১)
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
📖(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)
৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
📖(বায়হাকি-৪২৮)
৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
📖(বুখারী- ৭৩১)
১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
📖(মুসনাদে বাযযার- ৮৫৬৭)
১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা ( স্যান্ডেল না)।
📖(আবু দাউদ- ৪১৩৫)
১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
📖(তিরমিযী- ২৪৭৮)
১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
📖(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)
১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
📖(মুসনাদে আহমাদ- ২১৬১৮)
১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
📖(তাবরানী- ৬১৩৯)
১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
📖(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)
১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
📖(ফাতহুল বারি- ১১/১১০)
১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
📖(আবু দাউদ- ৪১৬০)
১৯।যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
📖(বুখারি, হাদিস নং: ৫৬৮৪)
২০।রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃ
আমি টেক(হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।
📖(বুখারি, হাদিস নং: ৫১৯০)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।
___(আমিন)___
শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ
ভালো আছি - আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি - আলহামদুলিল্লাহ
✨আগামীকাল ✨
আপনার ভালো দিন হবে
🖤🥀ইনশাআল্লাহ 🖤🥀.
ইসলামিক সেবামূলক উক্তি
সৎ পথে করিও ভ্রমন যদিও হয় দেরি,
অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পরি... ⚠️
পাপ করার সময় আমরা ডানে-বামে,সামনে পিছনে সবদিকে তাকাই!কিন্তু দুঃখের বিষয় উপরের দিকে তাকাতে ভুলে যাই!💔💔
আল্লাহুম্মাগফিরলি!
পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে দুজনেই দুজনের কাছে সমান গুরুত্ব পায়! - ❤️
"নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন,
যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে"।
[সূরাঃ নাহল, আয়াতঃ ১২৮]
সব সময়ে মহান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবেন,
১. শারিরীক সুস্থতা
২. ঋণমুক্ত জীবন
৩. ইমানের সাথে মৃত্যু।
শান্তির খোঁজ করছিলাম,
মহান আল্লাহ আমাদেরকে মসজিদের ঠিকানা দিয়েছেন🕌
"আলহামদুলিল্লাহ"😍
_ღ༉۵🖤
ღ᭄❛❛༎সবার জীবন পূর্ণ হোক༎❜❜༄࿐
ღ❛❛༎একজন দ্বীনদার জীবন সঙ্গী দিয়ে༎❜❜ღ᭄
ღ᭄─╯❛❛ আমিন ❜❜╰─ღ᭄🖤
আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়।
(সুরা আরাফ : আয়াত ২০৪)
সত্য নিয়ে ইসলামিক উক্তি
- সবচেয়ে বড় অশিক্ষিত
যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে।🥀
- সবচেয়ে বড় অশিক্ষিত
যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে।🥀
-
Tag:ইসলামিক স্ট্যাটাস বাংলা 2025, ইসলামিক স্ট্যাটাস পিকচার ২০২৫,ইসলামিক উক্তি ২০২৫,ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক সেবামূলক উক্তি,সত্য নিয়ে ইসলামিক উক্তি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)