আজকে আমরা এই নিবন্ধে তোমাদের টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম ও টোফেন ট্যাবলেট এর দাম এবং টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো। আপনি যদি টোফেন ট্যাবলেট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে আসেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম ও টোফেন ট্যাবলেট এর দাম এবং টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
টোফেন ট্যাবলেট এর কাজ কি
- হাঁপানীর প্রতিরোধমূলক চিকিৎসায়
- এলার্জিক অবস্থা যেমন , রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস - এর লক্ষণযুক্ত চিকিৎসায়
- নিউরোফাইব্রোমা জনিত চুলকানী , ব্যথা এবং স্পর্শ অসহিষ্ণুতা ইত্যাদি উপসর্গ উপশমে ;
- এলার্জি যেমন , হে - ফিভার , আর্টিকারিয়ার লক্ষণযুক্ত চিকিৎসায় ।
টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম
পূর্ণবয়স্ক : সাধারণভাবে ১ মি.গ্রা . করে দিনে ২ বার খাবারের সাথে খেতে হবে । বিশেষ ক্ষেত্রে এক সাথে ২ মি.গ্রা . দিনে ২ বার খাওয়া যাবে ।
৩ বছরের অধিক বয়স্ক : ১ মি.গ্রা . করে দিনে ২ বার আহারের সাথে সেব্য । খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম ক'দিন রাতের বেলা খাবারের সাথে ০.৫ থেকে ১ মি.গ্রা . এ্যালারিড অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ।
৬ মাস -৩ বছরের শিশু : প্রতি কেজি ওজনের জন্য , ০.০৫ মি.গ্রা . ( ০.২৫ মি.গ্রা . সিরাপ ) করে দিনে দুইবার ( সকালে এবং বিকালে একবার ) সেব্য । বার্ধক্য : পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে । ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন । আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন ।।
টোফেন ট্যাবলেট এর দাম
- টোফেন ট্যাবলেট প্রতি পিসের মূল্য মাত্র ৩ টাকা করে।
- Unit Price : ৳ 3.00 ( 200's pack : ৳ 600.00 )
- Unit Price : ৳ 3.00 ( 210's pack : ৳ 630.00 )
টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
চিকিৎসা শুরুর প্রথম কয়েক দিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা, সামান্য মাথা ঘােরা ভাব হতে পারে। ওষুধ ব্যবহারের কিছুদিন পরে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায়।
Tag,টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম, টোফেন ট্যাবলেট এর দাম, টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)