আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন।
আমরা সকলেই জানি,ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও আমরা অনেকেই এই ধুমপান হতে বিরত থাকি না। আমরা প্রতিনিয়ত যে বিড়ি/সিগারেট খাই তার ফলে আমাদের শরীরে যে ক্ষতি হয় সেটা সম্পর্কে আসুন আজকের এই পোস্টে আমরা জেনে আসি।
প্রিয় বন্ধুরা আমরা যারা সিগারেট খাই এবং এই সিগারেট খাওয়ার যে অপকারিতা আছে সেটা সম্পর্কে সবারই অবগত থাকা উচিত। আপনারা অনেকেই অনেক রকম ভাবে ইন্টারনেট মাধ্যমে এই সিগারেট খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাদের জানানোর জন্য আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো সিগারেট খাওয়ার অপকারিতা ও সিগারেট/বিড়ি খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের পোস্টে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য গুলো থেকে আপনাদের উপকার হবে।
সিগারেট খাওয়ার অপকারিতা
প্রথম কথা হলো সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন এবার আমরা সিগারেট খাওয়ার অপকারিতা সম্পর্কে জেনে নি—
★মৃত্যু ঝুকি— সিগারেট খাওয়ার ফলে মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যায়। সিগারেট আমাদের মানবদেহের প্রচুর ক্ষতি করে।
★মারাত্মক ক্যান্সার— সিগারেট খাওয়ার ফলে মানবদেহে ক্যান্সার সৃষ্টি হয়। আর ক্যান্সার একটি মরণব্যাধি রোগ। সিগারেটের প্যাকেটে লক্ষ্য করলে দেখা যায় লেখা থাকে, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ।বেশিরভাগ মানুষের সিগারেট খাওয়ার ফলে ফুসফুসে ক্যান্সার হয়। যা অতি মারাত্মক রোগ।
★গড় আয়ু কমে যায়— ধুমপানের ফলে মানুষের গড় আয়ু কমে যায়। স্বাভাবিকভাবে অন্য মানুষের আয়ুর থেকে ধুমপায়ীদের আয়ু কমতে থাকে ধুমপানের ফলে।
★ব্রেনের সমস্যা— যারা অতিরিক্ত ধুমপান করে তাদের ব্রেনের সমস্যা হয়। সিগারেট ধোয়া শুধু ফুসফুসে গিয়ে ক্যান্সার সৃষ্টি করে না এটা ব্রেনের মারাত্মক ক্ষতি ও করে। ফলে মানুষ ব্রেন স্টোক, মেমোরি লজ আরো অনেক সমস্যায় পড়। ধুমপানের ফলে স্মরণশক্তি কমে যায়।
এছাড়াও ব্যাহিক কিছু অপকারিতা আছে সিগারেট খাওয়ার।
★টাকার অপচয় হওয়া
★সমাজের ঘৃণিত ব্যাক্তি হওয়া।
★ইসলাম ধর্মে হারাম সিগারেট খাওয়া
★পরিবারের আত্মীয় স্বজনের নিকট অপছন্দনীয় হয়ে যাওয়া।
★অসৎ সঙ্গে মিশে খারাপ কাজে লিপ্ত হওয়া।
★অন্যকে হেনস্তা করা।
★সিগারেট খাওয়া টাকার অভাব পড়লে চুরি, ডাকাতি মারধর ইত্যাদি করা।
★এর ফলে গর্ভের সন্তানের ও ক্ষতি হয়।
সিগারেট/বিড়ি খাওয়ার উপকারিতা জেনে নিন
সিগারেট খেলে কোন উপকার নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ মনে করে সিগারেট খেলে উপকার আছে যেমন—
★টেনশন কমে
★মানসিক শান্তি আছে
★মনের কষ্ট দূর করে
★মনে আনন্দ বয়ে আনে
★সমাজে ব্যক্তিত্ব বৃদ্ধি পাই ইত্যাদি।
কিন্তু আসল কথা এর কোনটাই হওয়ার সম্ভাবনা নেই। কারণ সিগারেট তৈরি হয় তামাক দিয়ে। আর তামাক মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে মৃত্যুর ঝুকি থাকে। আমাদের বোঝা উচিত,যে জিনিসের প্রচারে (প্যাকেটে) লেখা থাকে এটা মৃত্যুর কারণ। ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর সেই জিনিস মানবদেহের ক্ষতি ছাড়া উপকারে আসে না।
আসুন আমরা ধুমপানকে পরিহার করে সুস্থ সবল সমাজ গঠন করি।
Tag: সিগারেট খাওয়ার অপকারিতা ও সিগারেট/বিড়ি খাওয়ার উপকারিতা জেনে নিন
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)