নামাজের দোয়া সমূহ আরবি | নামাজের দোয়া ডাউনলোড | নামাজের দোয়া সমূহ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। 

প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই নামাজের নামাজের দোয়া সমূহগুলো অনেক রকমভাবে ইন্টারনেটের সাহায্যে খুজছেন। যারা অনেকে নামাজের সমস্ত দোয়া নিয়ত জানেন না বা এখনো অজানা আছে। আজকে তাদের জন্য এই পোস্টের মাধ্যমে নিয়ে চলে আসলাম নামাজের দোয়া সমূহ আরবি,বাংলা উচ্চারণসহ সকল দোয়া ও নিয়ত। আশা করি নামাজের এই গুরুত্বপূর্ণ দোয়া গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পেরে আপনাদের অনেক উপকার করতে পারলাম। 


নামাজের দোয়া সমূহ আরবি  

জায়নামাজের দোয়া

আরবি উচ্চারণঃ ىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

বাংলা উচ্চারন: ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন।

অর্থ:নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।

ফজরের নামাজের নিয়ত—

ফজরের ২ রাকাত সুন্নাত নামাজের নিয়াত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة الفجر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ :-নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতা রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়াত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজাল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

জোহরের ৪ রাকায়াত সুন্নত নামাজের নিয়াতঃ-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة الظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি-তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জুহরি সুন্নাতা রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

জোহরের ৪ রাকায়াত ফরজ নামাজের নিয়ত:-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ :- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিজ জুহরি ফারজাল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

জোহরের ২ রাকায়াত সুন্নত নামাজের নিয়ত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة االظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকায়াতাই সালাতিজ জুহরি সুন্নাতা রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

দুই রাকাত নফল নামাজের আরবি নিয়াত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিন নাফলি, মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

আছরের চার রাকায়াত ফরজ নামাযের আরবি নিয়াত:-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العصر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিল আসরি ফারজাল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের ৩ রাকায়াত ফরজ নামাযের আরবি নিয়াত-

نويت ان اصلي لله تعالى ثلث ركعات صلواة المغرب فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিবি ফারজিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের ২ রাকায়াত সুন্নাত নামাযের আরবি নিয়ত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ :- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিবি সুন্নাতা রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ঈশার ৪ রাকায়াত সুন্নত নামাজের আরবি নিয়ত:-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিল ঈশায়ি সুন্নাতা রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

এশার চার রাকায়াত ফরজ নামাজের আরবি নিয়াত:-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিল ঈশায়ি ফারজাল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

২ রাকায়াত ঈশার সুন্নাত নামাজের আরবি নিয়াত:-

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায় উচ্চারণ :- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ঈশায়ি, সুন্নাতা রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার। 

তিন রাকায়াত বিতর নামাজের আরবি নিয়ত:-

نويت ان اصلي لله تعالى ثلث ركعات صلواة الوتر واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

বাংলায়:- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল বিতরী ওয়াজিবাল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।


ছানা—

আরবি উচ্চারণঃ سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণঃ সুবাহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালাজাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

অর্থঃ হে আল্লাহ! তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই। তোমার নাম মঙ্গলময়। তোমার মহিমা অতীব উচ্চ। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই।

রুকুর তাসবিহ—

আরবি উচ্চারণঃ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

বাংলা উচ্চারণঃ ‘সুবহা-না রবিবয়াল ‘আযীম’ ।

অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান ।

রুকু থেকে উঠার পর—

এক,

আরবি উচ্চারণঃ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ

বাংলা উচ্চারণঃ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ।

অর্থঃ যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনুন (কবুল করুন)।

দুই,

আরবি উচ্চারণঃ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثيراً طَيِّباً مُبارَكاً فِيهِ

বাংলা উচ্চারণঃ রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি।

অর্থঃ “হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা।” [বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮৪, নং ৭৯৬।]

সিজদার তাসবিহ—

আরবি উচ্চারণঃ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى

বাংলা উচ্চারণঃ সুবহা-না রবিবয়াল আ’লা।

অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ ।

দুই সিজদার মাঝের দোয়া—

আরবি উচ্চারণঃ رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ।

বাংলা উচ্চারণঃ রব্বিগফির লী, রব্বিগফির লী।

অর্থঃ বাংলা অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।


নামাজের দোয়া সমূহ

তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু):

আরবি উচ্চারণঃ اَلتَّحِيَّاتُ ِللهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ-

বাংলা উচ্চারণঃ আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ্ ছালাওয়া-তু ওয়াত্ ত্বাইয়িবা-তু আসসালা-মু ‘আলাইকা আইয়ুহান নাবিইয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু। আসসালা-মু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবা-দিল্লা-হিছ ছা-লেহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আনণা মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহু।

দরূদ শরীফ—

আরবি উচ্চারণঃ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ-

বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ছাল্লে ‘আলা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লে মুহাম্মাদিন কামা ছাল্লায়তা ‘আলা ইবরা-হীমা ওয়া ‘আলা আ-লে ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লে মুহাম্মাদিন কামা বা-রক্তা ‘আলা ইব্রা-হীমা ওয়া ‘আলা আ-লে ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ ।

দো’আয়ে মাছূরাহ—

আরবি উচ্চারণঃ اَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدَكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ-

বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী যালামতু নাফ্সী যুলমান কাছীরাঁও অলা ইয়াগ্ফিরুয যুনূবা ইল্লা আন্তা, ফাগ্ফিরলী মাগফিরাতাম মিন ‘ইনদিকা ওয়ারহাম্নী ইন্নাকা আন্তাল গাফূরুর রহীম।

দোয়া কুনুত—

বিতরের নামাজের পর ৩য় রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য কিরআত পড়ার পর আল্লাহু আকবার বলে হাত তুলে আবার হাত বাঁধতে হয় এবং দোয়া কুনুত পড়তে হয় ।

আরবি উচ্চারণঃ اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

বাংলা উচ্চারণঃ উচ্চারণ-"আল্লাহুম্মা ইন্না নাসতা'ঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নু'মিনু বিকা ওয়া না তা ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখ লা, ওয়া নাত রুকু মাইয়্যাফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ'শা আযাবাকা ইন্না আযা-বাকা বিল কুফফা-রি মুল হিক।


নামাজের দোয়া ডাউনলোড  


Tag: নামাজের দোয়া সমূহ আরবি, নামাজের দোয়া ডাউনলোড, নামাজের দোয়া সমূহ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post