আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের পোস্টে আপনারা দেখতে পারবেন জায়নামাজের দোয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা।
আমাদের অনেকেরই হয়তো এই জায়নামাজ দোয়া সম্পর্কে জানা নেই। তাই আপনারা অনেকেই অনেক রকম ভাবে ইন্টারনেট সাহায্যে এই জায়নামাজের দোয়া খোঁজাখোজি করছেন। তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো জায়নামাজের দোয়া আরবি, বাংলা উচ্চারণ, জায়নামাজের দোয়া পড়ার দলিল, জায়নামাজের দোয়া কখন পড়তে হয়। আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ অজানা তথ্যটি জানাতে পেরে অনেক উপকার করতে পারলাম। সম্পূর্ণ পোস্ট টা দেখলে আশা করি জায়নামাজের দোয়া এবং দলিল সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পারবেন।
জায়নামাজের দোয়া আরবি, বাংলা উচ্চারণ
জায়নামাজের দোয়া—
আরবি উচ্চারণঃ ىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন ।
অর্থঃ নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নহি।
জায়নামাজের দোয়া পড়ার দলিল
সঠিক কোনো দলিলের মাধ্যমে জায়নামাজের দোয়া আমাদের জানা নেই। এই দোয়া কোরআনে-হাদিসে বা কোনো গ্রন্থে এটি নেই। যেটি জায়নামাজ বা জায়গা পাক করার জন্য পড়া হয়। এই দোয়া যদি কেউ কয়েক হাজারবারও পড়ে, তাহলেও ওই জায়গা পাক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
যেমন : শরীরে যদি নাপাকি লাগে, তাহলে হাজার দোয়া পড়লেও নাপাকি দূর হবে না। কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, তাহলে সেটি ধৌত করতেই হবে। দোয়ার মাধ্যমে পাক করার কোনো বিধান নেই। অতএব, জায়নামাজের কোনো দোয়ার কোন দলিল নেই।
সালাতের শুরু হলো তাকবিরে তাহরিমা দিয়ে, এটি সালাতের সংজ্ঞা। সালামের মাধ্যমে সালাত শেষ আর তাকবিরের মাধ্যমে সালাত শুরু। অতএব, এই তাকবিরের আগে আর কোনো কার্যক্রম নেই। সুতরাং, জায়নামাজের কোনো দোয়া দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি।
জায়নামাজের দোয়া কখন পড়তে হয়
নামাজ শুরুর পূর্বে জায়নামাজে দাড়িয়ে এই দোয়া পড়তে হয়।
Tag: জায়নামাজের দোয়া আরবি, বাংলা উচ্চারণ, জায়নামাজের দোয়া পড়ার দলিল, জায়নামাজের দোয়া কখন পড়তে হয়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)