আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন।
এলার্জি একটি বিরক্তিকর সমস্যা যেটা প্রায়ই মানুষের দেখা যায়। এলার্জির কারণ পারিবারিক ভাবে হয় আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন বস্তু, খাদ্য, রাসায়নিক উপাদান থেকেও হয়। এলার্জির কারণে মানুষ স্থির হয়ে কোন কাজ সম্পূর্ণ করতে পারে না। এক কথায় বলতে গেলে এটা একটা বিরক্তিকর সমস্যা যা অতি তাড়াতাড়ি এর সমাধান করা ভালো।
প্রিয় বন্ধুরা এলার্জি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন এবং যারা এই সমস্যা থেকে যারা দ্রুত সমাধানের পথ পেতে চান। সেজন্য যারা নিজ সমস্যা সমাধান করতে অনেক রকম ভাবে ইন্টারনেট সাহায্যে খোঁজাখোজি করছেন এই এলার্জি রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং ঔষধ সম্পর্কে। তাদের জন্য আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এলার্জির ট্যাবলেট এর নাম, স্কিন এলার্জি ঔষধের নাম, স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়।
আশা করি আপনারা যারা আমাদের এই পোস্ট দেখছেন তারা অনেক উপকারী হবেন এই পোস্ট দ্বারা। আমাদের এই পোস্টের মাধ্যমে আপনারা দেখতে ও জানতে পারবেন এলার্জি থেকে মুক্তি পাওয়ার উপায় ও ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য।
বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করবেন না।
এলার্জির ট্যাবলেট এর নাম
আসুন এলার্জি থেকে স্বস্তি পেতে আমরা কিছু এলার্জি ট্যাবলেটে নাম জেনে আসি—
★Alatrol
★ELC-M
★ZYRTEC
★Claritin Reditabs
★Nasacort
★Deslor
★Allegra Allergy
★Leest Plus
★Telfast
★Moxilase- DX
★Fexo 120
এলার্জিজনিত চুলকানি ঔষধের নাম —
★Diphenhydramine
★Cetrizine
★Loratadine
★Desloratadine
★Fexofenadine
স্কিন এলার্জি ঔষধের নাম
★Antioxidant
★Vitamin A & Zinc
★Carotenoid
★Schwabe Allium sativum MT
★SBL Asterias rubens Dilution
★ADEL 73 Mucan Drop
★Dilosyn
★Rupadin
স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়
আসুন এবার আমরা স্কিন এলার্জির থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে আসি।
অ্যালার্জি থেকে মুক্ত থাকার সবচেয়ে ভালো উপায় হলো, যে বস্তুতে অ্যালার্জি রয়েছে, তার সংস্পর্শ এড়িয়ে চলা। বিভিন্ন ঔষধের দ্বারা অথবা খাদ্য কিংবা ডিটারজেন্টযুক্ত বস্তুর মাধ্যমে অনেকে এলার্জি সমস্যা হয়ে থাকে। তাই এগুলো ব্যবহারের দিক থেকে সচেতন হতে হবে। অনেকের আবার ধুলাবালি স্কিনে পড়ার কারণেও এলার্জি হয়ে থাকে। ত্বকে বেশি এলার্জিী প্রভাব দেখলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ কিংবা মলম ব্যবহার করুন৷ তাছাড়া নিজ উপায়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে এটা থেকে খানিকটা আরাম পাওয়া যায়।
পরিশেষে স্কিন এলার্জির মুক্তির উপায় বলতে গেলে বলা যায় নিজেদের সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন ধুলাবালি থেকে দূরে থাকা, যেসব খাদ্যে এলার্জি হওয়ার আশঙ্কাজনক সেটা এড়িয়ে চলা, সাবান ডিটারজেন্ট পাউডার ও রাসায়নিক বস্তু ব্যবহারে সচেতন হওয়া। এছাড়া যেসব বস্তু কিংবা যেসকল জিনিসের মাধ্যমে এলার্জি হয়ে থাকে সেটা থেকে বিরত থাকা। আর এলার্জি মারাত্মক পর্যায় চলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া।
বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করবেন না।
Tag: এলার্জির ট্যাবলেট এর নাম, স্কিন এলার্জি ঔষধের নাম, স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)