প্রবাসীদের ঈদের স্ট্যাটাস,এসএমএস,কবিতা | প্রবাসীদের ঈদ | প্রবাসীদের ঈদের ছবি,পিকচার



আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা এই পোস্টে প্রবাসীদের ঈদের স্টাটাস, এসএমএস শেয়ার করবো। যারা প্রবাসীদের এসএমএস,কবিতা খুজতেছেন আজকের পোস্ট তোমাদের জন্য। 

বন্ধুরা বাংলাদেশের প্রতিটি ঘর থেকে এক দুইজন প্রবাসে আছেন এমন কোন ঘর নেই যে প্রবাসী নাই। যারা প্রবাসে মা বাবা ভাই বোন ছাড়া বছরের পর বছর কাঠিয়ে দিচ্ছে। ঈদের পর ঈদ চলে যাচ্ছা ফ্যামিলি বিহীন। ঐ প্রবাসী ভাইদের ঈদের দিন গুলো কত কস্টে যায় যারা প্রবাসে একবার গিয়েছেন শুধু তারাই বলতে পারবেন। আজকে আমরা ঐ প্রবাসী ভাইদের ঈদের কিছু স্টাটাস শেয়ার করবো। আসা করি তোমাদের ভালো লাগবে। 

প্রবাসীদের ঈদের স্ট্যাটাস,এসএমএস,কবিতা,উক্তি

 প্রবাসীদের ঈদ মানে

দেশে পাঠাবো টাকা ,

 প্রবাসীদের ঈদ মানে

 আমি প্রবাসে একা । 


প্রবাসীদের ঈদ মানে 

লম্বা একটা ঘুম , 

প্রবাসীদের ঈদ মানে 

এই তো পাশের রুম ।


 ডিউটি করে কত প্রবাসী 

ঈদের দিনে নাই ছুটি , 

মাথার ঘাম পায়ে পেলে 

জোগায় আহার রুটি । 


ঈদ আসিলে প্রবাসীদের 

বালিশ ভিজে জ্বলে , 

প্রবাসীদের দুঃখে কষ্টে

 কয় জনের মন গলে ? 


প্রবাসীদের ঈদ আছে

 ঈদের হাসি নাই ,

 প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা

 মর্যাদা তাদের নাই । 


প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা

 বলে সর্বলোক ,

 এই প্রবাসী মারা গেলে 

কেউ দেখতে চায়না মুখ ।


প্রবাসীদের ঈদের কবিতা

রক্তেরর ছেয়েও বেশি দামি আমার

 প্রবাসী ভাইয়ে ঘাম , 

ঈদের দিনও একটু তাদের নেই যে 

বিশ্রাম । 

ভাবছো মহা সুখে আছে

 বাস্তবে কি তাই ?

 ঈদ বা বিশেষ কোনো দিন তাদের 

ক্যালেন্ডারে নাই ।

 ঈদের দিনে পায় না ওরা বুকে বাবার

 বুক

 লুকিয়ে কাঁদে কেউ তো আবার মুছে 

নিজের চোখ ।


প্রবাসীদের ঈদ স্টাটাস ২০২৫


বন্ধু তুমি অনেক দূরে,

তাইতো তোমায় মনে পড়ে,

সুন্দর এই সময় কাটুক খুশিতে, 

সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।

ঈদ মোবারক…


তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,

তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,

তোমাকে জানাই ঈদ মোবারক।


মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

- ঈদ মোবারক-


দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,

সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।

ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।


সোনালি সকাল, রোদেলা দুপুর,

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক

আপনার সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় ঈদ মোবারাক।


শপ্ন গুলো সত্যি হোক,

সকল আশা পুরনো হোক।

দু:খ দুরে যাক,

সুখে জীবন ভরে যাক।

জীবনটা হোক ধন্য,

ঈদ মোবারাক তোমার জন্য।

ঈদ মোবারাক!!


কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,

কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,

কিছু স্মৃতি নিরবে কেদে যায়,

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়

 ঈদ মোবারক 


ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

বলছি আমি আমার কথা,

ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

আমার জীবনে অনেক চাওয়া,

ঈদ থেকে সব পাওয়া,

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,

ঈদ মোবারক


তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,

এই কামনায় ঈদ মোবারক।


ঈদের দাওয়াত তোমার তরে,

আসবে তুমি আমার ঘরে।

কবুল করো আমার দাওয়াত,

না করলে পাবো আঘাত।

তখন কিন্তু দেবো আড়ি,

যাবো না আর তোমার বাড়ি।

ঈদ মোবারক সবাই কে ।

ঈদের অভিনন্দন


হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,

আর মাত্র কয়েক দিন |

আসছে সবার খুশির দিন !

নতুন জামা কিনে নিন,

সময় নেই বেশি দিন|

দাওয়াত রইল অগ্রিম,

আসবেন কিন্তু ঈদের দিন,

অপেক্ষায় থাকবো সারাদিন..


নীল আকাশে ঈদের চাঁদ

ঈদের আগে চাঁদনী রাত

ঈদ হলো খুশীর দিন

দাওয়াত রইলো ঈদের দিন,

ভালো থেকো সীমাহীন ।

ঈদের দিনটা তোমার হোক রঙিন

ঈদ মোবারক


ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক।


বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, ঈদ মোবারক


পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর।

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস।

সবাইকে ঈদের শুভেচ্ছা।


প্রবাসীদের ঈদের ছবি,পিকচার 


প্রবাসীদের ঈদের ছবি,পিকচার



টাগঃপ্রবাসীদের ঈদের এসএমএস,প্রবাসীদের ঈদ ২০২৫,প্রবাসে ঈদ,প্রবাসীদের ঈদের পিকচার,প্রবাসীদের ঈদের মেসেজ,সৌদি আরবে ঈদ ২০২৫,ওমানে ঈদ ২০২৫,কুয়েতে ঈদ ২০২৫,কাতার ঈদ ২০২৫,বাহরাইন ঈদ ২০২৫,মালেশিয়া ঈদ ২০২৫,আরব আমিরাত ঈদ ২০২৫,সিঙ্গাপুর ঈদ ২০২৫,ইন্ডিয়া ঈদ ২০২৫,ঈদের এসএমএস ২০২৫,ঈদ মোবারক এমএসএস,ঈদ মুবারক পিকচার,ঈদের ছবি ২০২৫,ঈদের শুভেচ্চা মেসেজ ২০২৫,,Eid Muabrk Sms ২০২৫, প্রবাসীদের ঈদের এসএমএস,প্রবাসীদের ঈদ ২০২৫,প্রবাসে ঈদ,প্রবাসীদের ঈদের পিকচার,প্রবাসীদের ঈদের মেসেজ,সৌদি আরবে ঈদ ২০২৫,ওমানে ঈদ ২০২৫,কুয়েতে ঈদ ২০২৫,কাতার ঈদ ২০২৫,বাহরাইন ঈদ ২০২৫,মালেশিয়া ঈদ ২০২৩,আরব আমিরাত ঈদ ২০২২০২৫সিঙ্গাপুর ঈদ ২০২৫,ইন্ডিয়া ঈদ ২০২৫,ঈদের এসএমএস ২০২৫,ঈদ মোবারক এমএসএস,ঈদ মুবারক পিকচার,ঈদের ছবি ২০২৫,ঈদের শুভেচ্চা মেসেজ ২০২৫,Eid Muabrk Sms  202    



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন