নামাজের ওয়াজিব সমূহ | নামাজের ওয়াজিব 14 টি | নামাজের ওয়াজিব কয়টি ও কি কি (PDF)

 

নামাজের ওয়াজিব সমূহ | নামাজের ওয়াজিব 14 টি | নামাজের ওয়াজিব কয়টি ও কি কি (PDF)

       
       

    নামাজের ওয়াজিব সমূহ 

    নামাজের ওয়াজিব 14 টি 

    নামাজের ওয়াজিব হচ্ছে যদি নামাজের ওয়াজিব কোন একটা ভুলক্রমে ছুটে যায় তবে সহু-সিজদা দিতে হবে, আর যদি সহু-সিজদা না দেয়া হয় তবে নামাজ আদায় হবে না।আর ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব ছেড়ে দিলে নামাজ হবেনা। 

    নামাজের ওয়াজিব কয়টি ও কি কি (PDF)

    নামাজের ওয়াজিব হল ১৪টি যথা-


     ১.সুরা ফাতেহা পুরা পড়া

     ২.সুরা ফাতেহার সাথে সুরা মিলানো।

     ৩.রুকু-সিজদায় দেরি করা।

     ৪.রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো

     ৫.দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা

     ৬.দরমিয়ানি বৈঠক অর্থাৎ দুইয়ের অধিক রাকাত নামাজের ক্ষেত্রে দুই রাকাত পরে আত্তাহিয়াতু’র জন্য বসা। 

     ৭.উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া।

     ৮.ঈমামের জন্য কিরআত আস্তে’র জায়গায় আস্তে এবং জোরে’র জায়গায় জোড়ে পড়া।

     ৯.বিতর নামাজে দোআ -কুনুত পড়া।

     ১০.দুই ঈদ’র নামাজে অতিরিক্ত ৬ তাকবীর বলা।

     ১১.ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা।

     ১২.প্রত্যেক রাকাতের ফরয এবং ওয়াজিব’র তরতিব ঠিক রাখা।

     ১৩.ইমাম’র অনুসরণ করা।

     ১৪.সালাম ফেরানো এখানে উল্লেখ্য যে আমরা রুকুতে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে বসার ক্ষেত্রে তাড়াতাড়ি করি।রুকু হতে দারানর সময় পুরা সোজা হয়ে দারাতে হবে এবং দুই সিজদার মাঝখানে একেবারে সোজা হয়ে বসতে হবে।


    উভয় ক্ষেত্রেই একবার তাসবিহ অর্থাৎ “সুবহানআল্লাহ”পড়ার সময় পর্যন্ত অপেক্ষা করা উত্তম।এশা’র নামাজের পর বিতর নামাজে দোআ কুনুত পড়ার ব্যাপারটি অত্যন্ত জরুরি। যে দোআ -কুনুত পরতে পারেনা সে মুখস্থ করবে।আর মুখস্থ করার সময় পর্যন্ত সে “রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাত্নাউ ওয়াফিল আখিরাতে হাসানাত্নাউ অয়াকিনা আজাবান্নার”একবার এবং তিনবার “আল্লাহহুম্মাগফিরলি”পরবে।



    Tag:নামাজের ওয়াজিব সমূহ, নামাজের ওয়াজিব 14 টি,  নামাজের ওয়াজিব কয়টি ও কি কি (PDF)


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন