বাংলাদেশে ছেলে মেয়ের বিয়ের বয়স কত ২০২৪ | বর্তমানে বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স কত | বিয়ের বয়স আইন বাংলাদেশ ২০২৪

 

বাংলাদেশে ছেলে মেয়ের বিয়ের বয়স কত ২০২২ | বর্তমানে বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স কত | বিয়ের বয়স আইন বাংলাদেশ ২০২২

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন। সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করবো বাংলাদেশে ছেলে মেয়ের বিয়ের বয়স কত ২০২৪। আসা করি যারা বর্তমানে বাংলাদেশের ছেলেদের /মেয়েদের বিয়ের বয়স কত জানতে চান তোমাদের আজকের পোস্টটি গুরুত্বপূর্ণ।

প্রথমে আমরা দেখে নেই ইসলাম ধর্ম অনুসারে আমাদের কোরআন-হাদিসের আলোকেই বিয়ে নিয়ে কি বলা হয়েছে বয়স কি উল্লেখ আছে।

আল্লাহ্‌ তা’আলা বলেন: “তোমাদের মধ্যে যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের বিয়ের ব্যবস্থা কর, তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ ও যোগ্য তাদেরও। তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহ্‌ই নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ্‌ মহা দানশীল, মহাজ্ঞানী।”[সূরা নূর, আয়াত: ৩২]
অন্য আয়াতে আবার মহান আল্লাহ তা’আলা বলেন, “তোমরা তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদের বিয়ে করো, যথাযথভাবে তাদের মোহর প্রদান করো, যেন তারা বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধ যৌন চর্চা ও গোপন বন্ধুত্বে লিপ্ত হয়ে না পড়ে।”(সূরা নিসা-২৫)


কোথাও কিন্তু, বিয়ের জন্য নির্দিষ্ট কোন বয়সকে মাপকাঠি হিসেবে ধরা হয়নি। তাছাড়া, আমাদের প্রিয় নবী (সা:) স্বয়ং নিজে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে বিয়ে করেন তখন মা আয়েশার বয়স ছিল মাত্র ৬ বছর; যদিও বিয়ের আরও ৩ বছর পর অর্থাৎ মা আয়েশা ৯ বছর বয়সে নবী করিম (সা:) এর ঘর সংসার করেছেন। (সহীহ বুখারী হাদিস নং ৪৮৪০, সহীহ মুসলিম/ ১৪২২)
এতটুকুতেই প্রতীয়মান হয় যে, বিয়ের জন্য ধর্মানুসারে কোন বয়স নির্ধারিত নেই।

বিয়ের বয়স আইন বাংলাদেশ ২০২৪

বাংলাদেশ আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের  ২১ বছর এবং নারীর বয়স ১৮ বছর পূর্ণ হতে হবে।

বাংলাদেশে ছেলে মেয়ের বিয়ের বয়স কত ২০২৪

উত্তরঃ মেয়েদের ১৮ ও ছেলেদের ২১

বর্তমানে বাংলাদেশের ছেলেদের /মেয়েদের বিয়ের বয়স কত

উত্তরঃ-ছেলেদের ২১ ও মেয়েদের ১৮

টাগঃবাংলাদেশে ছেলে মেয়ের বিয়ের বয়স কত ২০২৪,বর্তমানে বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স কত


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন