দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবেদন ২০২৪ |দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ২০২৪


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবেদন ২০২২


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবেদন ২০২৪ |দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা ॥ সম্প্রতি যে বিষয়টি আমাদের জীবনধারণের ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি । অস্বাভাবিক ও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে , জনসাধারণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে । ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ । এর নেপথ্যের কারণ অনুসন্ধান করছেন অর্থনীতিবিদগণ । বিশেষজ্ঞের মতে , এ আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ একাধিক । প্রথমত , মুনাফালােভী মজুতদাররা প্রায়ই অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় । 

দ্বিতীয়ত , বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকট ও মূল্যের ঊর্ধ্বগতি । তৃতীয়ত , সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি । দেশের একটি ক্ষুদ্র অংশ এরূপ ভাতা পেলেও অসুবিধার দায়ভার বহন করে সমাজের বৃহত্তর অংশ । লক্ষণীয় ব্যাপার এই যে , সরকার কর্তৃক মহার্ঘভাতা ঘােষণার পরক্ষণেই অজ্ঞাত কারণে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে।সরকারি কর্মচারীগণ যে হারে মহার্ঘভাতা পেয়েছেন , দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তার চেয়ে অনেক বেশি । 
ফলে সরকারি কর্মচারীরাও সমস্যামুক্ত হতে পারেননি । তাই অবিলম্বে এ অনাকাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধি প্রতিরােধকল্পে যথাযােগ্য ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক । নিত্যপ্রয়ােজনীয় প্রত্যেকটি জিনিসের দাম গত কয়েক বছরে বেড়ে গেছে কয়েক গুণ । জীবনধারণের জন্য সর্বপ্রথম যেটি প্রয়ােজন সেই খাদ্যদ্রব্যের অধিকাংশের মূল্য এখন আকাশচুম্বী । ন্যায়সংগত ও নির্ধারিত মূল্য বলতে এখন কিছুই নেই । দফায় দফায় দাম বাড়লেও রােজগার বাড়ছে না সেই মাত্রায় । ফলে সীমিত আয়ে সংসার সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ । সেই সাথে দফায় দফায় গ্যাস , পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবন হয়ে পড়েছে অসহায় । মূল্যবৃদ্ধি এদেশে এটাই প্রথম , তা নয় । এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে । 

পৃথিবীর অন্যান্য দেশে মূল্যবৃদ্ধিজনিত এমন নাজুক পরিস্থিতি সৃষ্টির ঘটনা বিরল । অন্য দেশে এমনটি ঘটলে বিক্ষোভ দানা বাঁধে , সরকারকে জবাবদিহি করতে হয় । আমাদের দেশের মানুষেরা শুরুর দিকে এ ব্যাপারে নিস্পৃহ থাকলেও বছরের পর বছর মূল্যবৃদ্ধি চলতে থাকায় প্রতিবাদী হয়ে উঠছে । সচেতন নাগরিকগণ এর সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন । তবে এখনাে পর্যন্ত কর্তৃপক্ষ এ অবস্থার কোনাে উন্নতি সাধন করতে পারেনি । দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার বাজার মনিটরিং , কৃষিপণ্যে ভর্তুকি দেওয়া ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে । কিন্তু এসব পদক্ষেপ যথেষ্ট না হওয়ায় দ্রব্যমূল্যের পাগলা ঘােড়ার লাগাম টানা যাচ্ছে না । এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও দুর্নীতিবাজ কর্মচারী ও মুনাফাখাের ব্যবসায়ীদের পােয়াবারাে । এ ছাড়াও আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে বার বার । 

আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে প্রতিযােগিতায় টিকতে পারছে না । এসব ঘটনায় কেউ কেউ রাজনৈতিক , অর্থনৈতিক ফায়দা । লুটে নিচ্ছে । দেশের বৃহত্তর জনগােষ্ঠীকে এমন অমানবিক সমস্যায় পীড়িত করে যারা নিজেদের সুখ - সম্পদ । আহরণের চেষ্টায় মত্ত , তারা দেশের শত্রু , জনগণের শত্রু । এসব অসৎ ও দুর্নীতিবাজ লােকদের উৎখাত এখন সময়ের দাবি । এ বিষয়ে সরকারি , বেসরকারি অভিজ্ঞ মহলের দৃষ্টিদান অপরিহার্য ।

Tag: প্রতিবেদন - নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করাে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: জনগণের নাভিশ্বাস প্রতিবেদন রচনা বইয়ের 





Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post