Dna ও rna কাকে বলে- RNA - কয় প্রকার ও কী কী - আর এন এ কত প্রকার ও কি কি | Dna ও rna এর পার্থক্য

 

Dna ও rna কাকে বলে- RNA - কয় প্রকার ও কী কী - আর এন এ কত প্রকার ও কি কি  | Dna ও rna এর পার্থক্য

Dna কালে বলে

ডি অক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে DNA বলে।

 rna কাকে বলে 

সজীব কোশে উপস্থিত রাইবোজ শর্করা যুক্ত একতন্ত্রী যে নিউক্লিক অ্যাসিড প্রধানত প্রোটিন সংশ্লেষে সহায়তা করে , তাকে আরএনএ বা RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে । 

RNA - কয় প্রকার ও কী কী -আর এন এ কত প্রকার ও কি কি 

RNA - প্রধানত দুই প্রকার । 

যথা:- (i) জেনেটিক RNA এবং (ii) নন-জেনেটিক RNA। 

নন-জেনেটিক RNA আবার তিন প্রকার :- 

(a) r-RNA বা রাইবোজোমাল RNA 

(b) m-RNA বা মেসেঞ্জার (বার্তাবহ) RNA 

(c) t-RNA বা ট্রান্সফার (পরিবৃত্তীয়) RNA ।

 Dna ও rna এর পার্থক্য 


1) DNA : কোশের নিউক্লিয়াস এ অবস্থিত ক্রোমোজোম এর মধ্যে DNA তুলনামূলকভাবে বেশি থাকে।

    RNA : কোশের সাইটোপ্লাজম এ RNA বেশি পরিমাণে থাকে।

2) DNA : DNA হলো দ্বিতন্ত্রী।

    RNA : RNA হলো এক তন্ত্রী।

3) DNA : DNA এর পেন্টোজ শর্করা ডি অক্সিরাইবোজ জাতীয় হয়।

    RNA : RNA এর পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয় হয়।

4) DNA : DNA এর নাইট্রোজেন বেস চারটি। যেগুলি হলো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন।

     RNA : RNA এর নাইট্রোজেন বেস চারটি, যেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল।

5) DNA : DNA বংশগত বৈশিষ্ট্য কে বহন করে।

     RNA : বেশিরভাগ ক্ষেত্রে RNA বংশগত বৈশিষ্ট্য বহন করে না। (ব্যাতিক্রম, কিছু প্রজাতির উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী ভাইরাস এর RNA বংশগত বৈশিষ্ট্য কে বহন করে)।

6) DNA : কোশের প্রতিটি কাজের নির্দেশ বহন করে DNA।

     RNA : RNA অণু, DNA এর থেকে রাসায়নিক সংকেত গ্ৰহণ করে প্রোটিন সংশ্লেষ করে।



Tag:Dna ও rna কাকে বলে- RNA - কয় প্রকার ও কী কী - আর এন এ কত প্রকার ও কি কি  | Dna ও rna এর পার্থক্য 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন