৭ম শ্রেণির ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২-চরিত্র গঠনে ইমান মুফাসালের ভূমিকা নিরূপণ |৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম ২০২২ (ষষ্ঠ সপ্তাহ) | সপ্তম শ্রেণীর ৬ষ্ট সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২২


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

৭ম শ্রেণির ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২- |৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম ২০২২ (ষষ্ঠ সপ্তাহ) | সপ্তম শ্রেণীর ৬ষ্ট সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২২

৭ম শ্রেণির ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম ২০২২ (ষষ্ঠ সপ্তাহ) 

 সপ্তম শ্রেণীর ৬ষ্ট সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২২

শিরোনামঃ চরিত্র গঠনে ইমান মুফাসালের ভূমিকা নিরূপণ ।

ইমান মুফাসসাল শব্দের অর্থ শুদ্ধভাবে লেখা হলোঃ ইমান শব্দের অর্থ বিশ্বাস । আর মুফাসসাল অর্থ বিস্তারিত । ইমান মুফাস্সাল অর্থ বিস্তারিত বিশ্বাস।পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি ।

ইমানের সাতটি বিষয় হলোঃ 

১. আল্লাহর প্রতি , 

২. তাঁর ফেরেশতাগণের প্রতি , 

৩. তাঁর কিতাবগুলোর প্রতি , 

৪. তাঁর রাসুলগণের প্রতি , 

৫. আখিরাতের প্রতি , 

৬. তাকদিরের প্রতি , যার ভালো - মন্দ আল্লাহ তায়ালার নিকট থেকেই হয় এবং 

৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ।

ইমানের মূল বিষয়গুলো ব্যাখ্যা

আল্লাহর প্রতি বিশ্বাস ইমানের সর্বপ্রথম বিষয় হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস । পূর্বের শ্রেণিতে আমরা ইমান মুজমাল সম্পর্কে জেনেছি । সেখানে আল্লাহ তায়ালার প্রতি কিরূপ বিশ্বাস করতে হবে তা বলা হয়েছে ৷ বস্তুত আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসই ইমানের মূল । আমরা আল্লাহ তায়ালার তাওহিদ বা একত্ববাদে বিশ্বাস করব । তিনি এক ও অদ্বিতীয় । তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে একক ও অতুলনীয় । তাঁর সমকক্ষ বা সমতুল্য কেউ নেই । তাঁর সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে । তিনিই একমাত্র মাবুদ ৷ তিনি ব্যতীত অন্য কেউ - ই ইবাদতের যোগ্য নয় ।

রাসুলগণের প্রতি বিশ্বাস 

মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবি - রাসূল পাঠিয়েছেন । তাঁরা মানুষকে আল্লাহ তায়ালার পরিচয় দান করেছেন । সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন । তাঁরা নিজ থেকে এসব করেননি । বরং আল্লাহ তায়ালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তাঁরা তাওহিদের বাণী প্রচার করতেন । তাঁদেরকে আল্লাহর প্রেরিত নবি ও রাসুল হিসেবে বিশ্বাস করতে হবে । 

আখিরাতের প্রতি বিশ্বাস 

দুনিয়ার জীবনই মানুষের শেষ নয় । বরং আখিরাতের জীবনও রয়েছে । আখিরাত হলো পরকাল । মৃত্যুর পরপরই এ জীবনের শুরু । মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে । আখিরাতের প্রতি বিশ্বাসও ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ৷

 তকদিরের প্রতি বিশ্বাস 

তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি । সবকিছুর তকদিরই আল্লাহর হাতে । আল্লাহ তায়ালাই তকদিরের নিয়ন্ত্রক । তকদিরের ভালো - মন্দ যাই ঘটুক সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে । তকদির একমাত্র আল্লাহ তায়ালাই জানেন । সুতরাং আমরা তকদিরে বিশ্বাস করব এবং ভালো ফল লাভের জন্য চেষ্টা করব ।


ইমান মুফাসসালের তাৎপর্য ব্যাখ্যা করা হলোঃ ইমানে মুফাসসালে অতীব গুরুত্বপূর্ণ মৌলিক সাতটি বিষয় বিবৃত হয়েছে , যা প্রতিটি বিশ্বাসী মোমিন বিনা বাক্যব্যয়ে স্বীকার করবেন । এই সাতটি বিষয় যথাক্রমে : ( ১ ) আল্লাহ , ( ২ ) ফেরেশতা , ( ৩ ) কিতাব , ( ৪ ) রাসুল , ( ৫ ) কিয়ামত , ( ৬ ) তাকদির ও ( ৭ ) পরকাল । কালিমা তাইয়েবাতে এবং কালিমা শাহাদাতে ইমান বলতে শুধু আল্লাহ ও রাসুল ( সা . ) - এর প্রতি বিশ্বাস করাকে বোঝানো হয়েছে । ইমানের মূল তিনটি বিষয় হলো : ( ১ ) তওহিদ বা আল্লাহর একত্ববাদ , ( ২ ) রিসালাত বা নবী - রাসুলদের প্রতি বিশ্বাস , ( ৩ ) আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস । এই মর্মে কোরআন করিমে বলা হয়েছে : ' ( মুত্তাকিন তথা সাবধানি মুমিন তারা ) যারা অদৃশ্যে বিশ্বাস করে , সালাত কায়েম করে , আমি যে রিজিক তাদের দিয়েছি তা হতে ব্যয় করে , আর যারা বিশ্বাস করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে , আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে । ( সুরা বাকারা , আয়াত : ৩-৪ ) ।


 ইমান মুফাসসালের গুরুত্বঃ ইমানের ৭ টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা মুমিন হওয়ার জন্য অপরিহার্য । যিনি এগুলোতে আন্তরিক বিশ্বাস রাখবেন , মুখে স্বীকার করবেন এবং কর্মে পরিণত করবেন তিনি প্রকৃত মুমিন । কুরআন ও সুন্নাহর মাধ্যমে ইমানের এ মৌলিক বিষয়গুলো নির্ধারিত হয়েছে । যেমন , আল্লাহতে বিশ্বাস , ফেরেশতাগণের প্রতিবিশ্বাস , আল্লাহ প্রদত্ত কিভাবের প্রতি বিশ্বাস , নবি - রাসূলগণের প্রতি বিশ্বাস , আখিরাত জীবনের প্রতি বিশ্বাস - তাকদিরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে বিচারের জন্য উত্থান ও বিচার শেষে জান্নাত ও জাহান্নামে যেতে হবে তার প্রতি ইমান ।


Tag:৭ম শ্রেণির ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২,৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম ২০২২ (ষষ্ঠ সপ্তাহ) | সপ্তম শ্রেণীর ৬ষ্ট সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২২


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post