জান্নাত' একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ বাগান, উদ্যান, আবৃৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত। বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামি পরিভাষায়, আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির-শান্তির আবাস্থল তৈরি করে রাখা হয়েছে, তাকে জান্নাত বলা হয়। আল কুরআনে আটটি জান্নাতের নাম পাাওয় যায়।
জান্নাতের/বেহেশতের নাম
জান্নাত/বেহেশত কয়টি ও কি কি
জান্নাতের নাম ও অর্থ
জান্নাত মোট আটটি। এগুলো হলো- কুরআনে বর্ণিত জান্নাতের নাম/ স্তর সমূহ :
- জান্নাতুল ফিরদাউস – জান্নাতের সর্বোচ্চ বাগান। (আল-কাহফ,[১৮:১০৭] আল-মু’মিনূন[২৩:১১])
- দারুল মাকাম – বাড়ি (ফাতির[৩৫:৩৫])
- দারুল কারার – আখেরাতের আলয়(আল-আনকাবূত)[২৯:৬৪])
- দারুস সালাম – শান্তির নীড় (ইউনুস,[১০:২৫] আল আনআম[৬:১২৭]
- জান্নাতুল মাওয়া – বসবাসের জান্নাত (আন-নাজম[৫৩:১৫])
- দারুন নাঈম – নেয়ামত পূর্ণ কানন/বাগান (সূরা আল-মায়িদাহ [৫:৬৫] ইউনুস,,[১০:০৯] আল-হাজ্জ[২২:৫৯]
- দারুল খুলদ – চিরস্থায়ী বাগান (আল-ফুরকান[২৫:১৫])
- জান্নাতুল আদন – অনন্ত সুখের বাগান (আত-তাওবাহ্:[৩:৭২]আর-রাদ[১৩:২৩]
- এ আটটি জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদৌস হলো সর্বশ্রেষ্ঠ।
Tag:জান্নাতের নাম ও অর্থ, জান্নাতের/বেহেশতের নাম, জান্নাত/বেহেশত কয়টি ও কি কি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)