আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন।আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম, নোরিক্স পিলের দাম, নোরিক্স এর কাজ কি নিয়ে আলোচনা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
নোরিক্স এর কাজ কি
Norix অনাকাঙ্খিত প্রেগন্যান্সি রোধ করে, অর্থাৎ কনডম ছাড়া মিলন করলে গর্ভে যাতে বেবি না আসে এজন্য এই ঔষধ টি খাওয়া হয়।
নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম
অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব নোরিক্স 1 দশমিক 5 মিলিগ্রাম ঔষধ সেবন করতে হবে। তবে যৌন মিলনের 72 ঘন্টা পর কোনভাবেই আর এই ঔষধ কাজ করবেনা। অনিরাপদ সময়ে সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে সেবন করতে হবে । এই পিল ১টা সেবন করে পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার সহবাস করতে পারবেন।
নোরিক্স পিলের দাম
Name | Norix 1.5 mg |
Generics | Levonorgestrel |
Unit Price | ৳ 60.00 |
Company | Social Marketing Company |
Type | Tablet |
নোরিক্স ১.৫ মিঃগ্রাঃ ট্যাবলেট | ৬০ টাকা। |
সতর্কতাঃ
ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করা উচিত নয়। কখনো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অরক্ষিত সহবাসের পর আপনি নোরিক্স ট্যাবলেট সেবন করতে পারেন। কিন্তু নিয়মিত জন্মনিরোধক হিসেবে এই ট্যাবলেট কাজ করবেনা। এই ঔষধ সেবন করলে গর্ভনিরোধ যে 100% সম্পন্ন হবে তার কোন গ্যারান্টি নেই। তবে ঔষধ সেবনের পর 99% গর্ভনিরোধ করা সম্ভব হয়। নিয়মিত সেবনের ফলে এই ঔষধ আপনার শরীরে কাজ নাও করতে পারে।
Tag:নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম, নোরিক্স পিলের দাম, নোরিক্স এর কাজ কি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)